বন্ধুদের সাথে যমুনা নদী পাড়ে গোসল করার স্মৃতিময় গল্প

in আমার বাংলা ব্লগ15 hours ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


friend-589830_1280 (1).jpg

source

শীতের এক মিষ্টি সকালে, আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম যমুনা নদীর পাড়ে। শহরের কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতির কোলে একটু মুক্ত বাতাস নিতে। শাওন, তুহিন, রিজভী, আমিন আর আমি, আমাদের পাঁচজনের বন্ধুত্বটা যেন ছিল নদীর স্রোতের মতোই প্রবাহমান, প্রাণবন্ত। আগেই ঠিক করেছিলাম, শুধু নদী দেখা নয়, গোসলও করব সবাই মিলে।

বাইক চালিয়ে যখন যমুনা নদীর পাড়ে পৌঁছালাম, তখন সূর্যটা হালকা করে উঠছে। হিমেল হাওয়া গায়ে লাগছিল, কিন্তু সবার চোখেমুখে ছিল এক রকম উত্তেজনা, আজ যমুনায় গোসল করব! নদীর পাড়ে দাঁড়িয়ে প্রথমেই আমরা কয়েক মিনিট চুপচাপ তাকিয়ে রইলাম সেই অপার নীল জলে। বাতাসে কাঁচা ধানের ঘ্রাণ আর পাখিদের ডাক, এক রকম মায়া ছড়িয়ে ছিল চারপাশে।

কাপড় বদলে একে একে সবাই পানিতে নেমে গেলাম। প্রথমে ঠান্ডা পানিতে গা ভিজিয়ে শিহরিত হয়ে উঠেছিলাম, কিন্তু খানিক পরেই গা সয়ে গেল। তারপর শুরু হলো আসল আনন্দ, পানি ছিটানো, ডুবসাঁতার, হাসাহাসি, দুষ্টামি! শাওন তো রিজভীকে টেনে পানির নিচে ফেলে দিয়েছিল, আর রিজভী সুযোগ বুঝে আমিনকে চুবিয়ে দিল। আমি তখন পাশ থেকে হেসে গড়িয়ে পড়ছি।এক পর্যায়ে তুহিন বলল,এই যে, পানি নিয়ে এত মজা, একটা ছবি না হলে হয়?মোবাইলটা শুকনা পাথরের ওপর রেখে আমরা সবাই পোজ দিলাম। ঝাঁপ দিয়ে উঠে আসা পানির ফোঁটা, ভেজা চুল, হাসিমুখ, ছবিটা আজও স্মৃতিতে টাটকা।

গোসল শেষে আমরা নদীর পাড়ে বসে রোদ পোহাতে লাগলাম। তুহিন তার ব্যাগ থেকে শুকনো খাবার আর কাগজে মোড়ানো মুড়ি বের করল। সবাই মিলে ভাগ করে খেলাম। নদীর পাড়ে সেই সামান্য খাবারটুকু যেন রাজভোজের মতো মনে হয়েছিল। দূরে কয়েকটা নৌকা ভেসে যাচ্ছিল, আর শিশুরা মাছ ধরছিল ছোট বড় জাল ফেলে।

সেদিনের গোসল শুধু পানিতে ভিজে যাওয়ার স্মৃতি ছিল না ওটা ছিল আমাদের বন্ধুত্বের গভীরতায় ডুব দেওয়ার একটা মুহূর্ত। আমরা সবাই তখন তরুণ, স্বপ্নে ভরা, দুঃশ্চিন্তা ছাড়া।বহু বছর পর আজ যখন এসব লিখছি, শহরের জানালায় বসে, তখনো কানে বাজে তুহিনের হাসি, চোখে ভাসে শাওনের পানি ছিটানো। যমুনার সেই সকালটা হারিয়ে যায়নি, সেটি এখনো মনের ভিতর এক অনন্ত নদীর মতো বয়ে চলে।

বন্ধুদের সাথে যমুনায় গোসল, এটা শুধু একটা মজার ঘটনা নয়, এটা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য আবেগ, যা বারবার স্মৃতির পাতায় ফিরে আসে।আসলে সেই মুহূর্তটা অসাধারণ ছিল। এখনো মনে করতে পেরে খুবই ভালো লাগে। বন্ধুদের সাথে নিয়ে আবারো গোসল করার খুব ইচ্ছা জাগে। তাই আজকে আপনাদের মাঝে আমার স্মৃতির পাতায় রেখে দেওয়া এই গল্পটি শেয়ার করলাম।



🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসসালামু আলাইকুম, @rayhan111!

What a beautifully nostalgic post! Your description of that morning at the Jamuna River with your friends truly transported me there. The joy of simple pleasures – the cold water, shared food, and the laughter of friendship – shines through your writing. It's wonderful how you've captured not just the event, but the feeling of youthful freedom and the enduring bond you share with your friends.

The details like শাওন pulling রিজভী underwater and তুহিন bringing out the মুড়ি really make the story come alive. It’s a great reminder of how important these moments are.

Thank you for sharing this heartfelt memory with us. I'm sure many readers can relate to similar experiences with their own friends. Your post is a lovely example of authentic storytelling and the power of friendship.

বন্ধুরা, let's hear your own memories of fun times with friends in the comments! What activities do you love to do with your friends?