ভালোবাসার গল্প শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ভালোবাসার গল্প শেষ পর্ব

1000027059.jpg

Source

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে গল্প লিখতে ও পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা। আসলে ভালোবাসার মতো ভালোবাসা হলে আর কিছু লাগে না। যাইহোক ভালোবাসার গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে।এর কয়েক পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আপনাদের ভালো লেগেছিল তাই আজ এর শেষ পর্ব নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।


নদী যখন আকাশের বাবার কাছে টাকা নিতে আসতে বলল।ঠিক তখন আকাশ এসে একবারে পঁচিশ লক্ষ টাকা চাইল।কিন্তু আকাশের বাবার কাছে তখন পঁচিশ লক্ষ টাকা ছিল না।আসলে এত গুলো টাকা জোগার করতে সময়ের দরকার। তারপর আকাশের বাবা মা মিলে বলল তোমরা সব কিছু রেডি কর আমরা টাকার জোগার করছি।আসলে আকাশের আগের থেকে পরিবর্তন হওয়া দেখে তার বাবা মার ও ভালো লেগেছিল। আর আকাশ তার ভালোবাসার জন্য অনেক কিছু করেছে।আসলে এমন ভালোবাসা সহজে দেখা যায় না বলেই চলে।

যাইহোক কয়েক মাসের মধ্যে আকাশ তার মেয়ে ও বউকে নিয়ে চলে গিয়েছিল বিদেশে। সেখানে গিয়ে আকাশের কাজ করতে অনেক কষ্ট হয়েছিল।তাই আকাশ বাড়িতে আসতে চেয়েছিল কিন্তু আকাশের বউ তাকে অনেক বুঝিয়ে বলেছে তোমার বাবা অনেক কষ্ট করে তোমাকে এত গুলো টাকা দিয়েছে আর এখন চলে গেলে কেমন হবে। আসলে ভালোবেসে কিছু বললে হাজার কষ্ট হলেও শুনতে অনেক ভালো লাগে। আর আকাশ তার ভালোবাসার জন্য সব কিছু করতে পারে।


তারপর আকাশ মনে মনে ভেবেছিল হাজার কষ্ট হলেও আমি এখানে ঠিকে থাকব। যাইহোক আকাশ কয়েক মাসের মধ্যে সেখানে টিকে গিয়েছে। তারপর বাংলাদেশে তার বাবা মার জন্য টাকা পাঠাতে শুরু করল।এটা দেখে সবাই অনেক আনন্দ পেয়েছে। আসলে আকাশ খারাপের দিকে যাচ্ছিল কিন্তু তার ভালোবাসার জন্য আজ সে পরিবর্তন হয়ে এসেছে। আর মানুষ সত্যিকারের ভালোবাসা পেলে অনেক কিছু পরিবর্তন করতে পারে।এখন আকাশ তার পরিবার নিয়ে বেশ ভালোই আছে। আর সব কিছু সম্ভব হয়েছে তার ভালোবাসার জন্য। আশাকরি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png