গল্প :- কিছু কষ্ট মুখে বলা যায় না।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করব। কিছু কষ্ট আছে যেগুলো মুখে বলা যায় না। আমাদের পার্শ্ববর্তী একটি লোক আছে। লোকটি খুবই সহজ এবং সরল। আর লোকটির নাম হচ্ছে সিরাজ। আর ওই লোক খুবই ভালো এবং সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে। আর লোকের একটি সমস্যা আছে। আসলে কিছু কিছু সমস্যা আছে যেগুলো মানুষ বুঝতে চায় না। লোকটির নাম সিরাজ তবে লোকটি কানে কম শুনে। আর কানের কম শোনার কারণে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কারণ সেই কানে শুনে না বিদায় সবাই তাকে নিয়ে আজেবাজে কথা বলে। এবং লোকটি কথাগুলো ঠিকমতো শুনে না। আবার যখন সে জিজ্ঞেস করে কি বললেন। কখনো মানুষ তাকে আজেবাজে কথা বলে।
এবং কি সিরাজ ভাইয়ের পরিবারের লোকও তাকে খারাপ ব্যবহার করে। কারণ সে কানে বরাবর শোনে না বিদায়। তার ওয়াইফ পর্যন্ত তার সাথে খারাপ ব্যবহার করে কানে শোনে না এই কারণে। তাকে কোন কথা বলতে হলে কানের পাশে গিয়ে বড় করে বলতে হয়। এবং ছেলে মেয়েগুলো পর্যন্ত তার সাথে খারাপ ব্যবহার করে। আশেপাশের লোকগুলো তো আরো বেশি খারাপ ব্যবহার করে। তবে লোকটি কানে না শুনলে ও মন দিয়ে অনুভব করে সেই কানে শুনে না বিদায় তার সাথে সবাই খারাপ ব্যবহার করে। আর মাঝেমধ্যে তার কষ্টগুলো সে বলার চেষ্টা করে। আর সিরাজ ভাই এক মাস আগে সেই কানের ডাক্তারের কাছে গেলেন।
এবং ডাক্তার বলেছে সে কানে আওয়াজ ঠিকমতো শুনবে না। তবে তাকে কানের মেশিন বসাতে হবে। এটি কানের মধ্যে দিলে সে কথা শুনতে পারবে বরাবর। আর সিরাজ ভাইয়ের কিন্তু জায়গা সম্পত্তি আছে। নগদ টাকা না থাকলেও জায়গা সম্পত্তির তার অনেক। তারপর সে ডাক্তারি পরামর্শে কানের মেশিন ঠিক করলেন। এই কথা সে বাড়িতে তার ওয়াইফ এবং কাউকে বলে নাই। তারপর সে কানের মেশিন নিয়ে আসলেন বানিয়ে ডাক্তার থেকে। আর একদিন সে ঘরের মধ্যে রুমে বসে মেশিন লাগিয়ে বসে রইলো। তখন তার ওয়াইফ কি যেন বলল সে সুপ করে রইলো। কারণ সে সব সময় আইডিয়া করে সবাই তার সাথে কানে না শুনার কারণে খারাপ ব্যবহার করে।
পরে দেখতে লাগলো তার ওয়াইফ তাকে কানে না শোনার কারণে খারাপ ভাবে কথা বলতে লাগলো। তখন সেই সাথে সাথে উত্তর দিয়েছে কি বললে তুমি। তখন তার ওয়াইফ বলতে লাগলো বরাকে আবার কি বলবো। তার ওয়াইফের এই কথা শুনে কিন্তু সে অনেক কষ্ট পেয়েছে মনে। এবং বলতে লাগলো তোমরা আমার সাথে এভাবে ব্যবহার করা সবসময়। পরবর্তীতে তার ওয়াইফ বলতে লাগলো বরা মনে হয় আজকে কানে শুনতেছে। এরপর স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। এবং পরবর্তীতে দেখল বাড়ির সবাই কমবেশি তাকে ভরা বলে ডাকে। এবং এই নাম ছাড়া কেউই তাকে ডাকে না। এবং সিরাজ ভাই আরো খেয়াল করলো আপন ছেলে মেয়ে পর্যন্ত তার সাথে খারাপ ব্যবহার করে।
এরপর যখন সে দোকানে গেল তখন দোকানদার বরা বলে তাকে কথা বলল। তারপর সিরাজ ভাই দোকানদারের সাথে অনেক গরম হয়ে গেল। চা দোকানদার বলতে লাগলো তোমাকে সবাই এই নামেই ডাকে। এরপর লোকটি মনে অনেক কষ্ট পেল। সেই কানে শুনে না বিদায় সবাই তাকে আজে বাজে ভাবে কথা বলল এতদিন। তারপর সে বলতে লাগলো কানের মেশিন বসালেন সে। যতক্ষণ পর্যন্ত মেশিনটি তার কানে থাকে ততক্ষণ পর্যন্ত সে কথা শুনে। আর সিরাজ ভাই মনে মনে চিন্তা করতে লাগলো এই লোকগুলো সব সময় তার সাথে খারাপ ব্যবহার করে। এবং সিরাজ ভাই বলতে লাগলো আপন পরিবারের লোক যখন তার সাথে খারাপ ব্যবহার করে কথা বলে। তাহলে বাইরের লোকের কি আর দোষ। এই হচ্ছে মনে কষ্ট থাকা সিরাজ ভাইয়ের কথা। আশা করি আমার এই পোস্ট পড়ে আপনারা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1975048755562102818?t=ucQmXgHt_FV8WfMkUNWFyQ&s=19
আপনার গল্পটি পড়ে কিন্তু খারাপ লাগলো। লোকটি কানে কম শুনে বিদায় তার পরিবারের লোক গুলো তার সাথে খারাপ ব্যবহার করত। তবে লোকটি কানের মেশিন বসিয়ে ভালো করল। এই কারণে বুঝতে পারলো তার সাথে কে খারাপ ব্যবহার করে। আর এসব সমস্যা নিয়ে কাউকে খারাপ ব্যবহার করা উচিত না। বাস্তব একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন।
https://x.com/Jamal7183151345/status/1975181280859033903?t=9gu__XieYSOqHTNyyybsdw&s=19
https://x.com/Jamal7183151345/status/1975182872803004778?t=esuAb6RdEl_MN3pj0PxZBQ&s=19