গল্প :- সব ভালোবাসা পূর্ণতা পায় না। (শেষ পর্ব)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
এর আগেও এই গল্পের প্রথম পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে আবারো দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি আজকের পর্ব আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে কিছুদিন যাওয়ার পর সুমি শাকিল এর সাথে বাইরে দেখা করার চেষ্টা করে। প্রথম প্রথম শাকিল সুমির সাথে দেখা করতেন। পরে আস্তে আস্তে শাকিল সুমির সাথে তেমন দেখা করে না। তখন সুমি বুঝতে পারলে শাকিল তার থেকে দূরে সরে যাচ্ছে। তবে রিতা কখনো শাকিল এবং সুমির ভালবাসা নিয়ে কিছুই বলে না। এদিকে যখন সুমি এসএসসি পরীক্ষা দিলে তখন শাকিলকে বলতো তাকে নিয়ে যেতে। আর শাকিল সুমিকে নিতে তাইতো না পরীক্ষার কেন্দ্রে নিতে। এদিকে রিতা শাকিল এর সাথে কথা বলতেন। হয়তো বা তারা একসাথে লেখাপড়া করে এই হিসাবে। আর এই কারণে কেউ কিছুই বলে না।
তবে ব্যাপারটি সুমির কাছে একটু কৌতূহল লাগলো। এবং তার ভালোবাসার মানুষকে নিয়ে সে তার বড় বোনকে নিয়ে সন্দেহ করতেন। আর যখন পরীক্ষার রেজাল্ট দিল পরীক্ষায় ভালো পাস করলেন সুমি। এবং একই কলেজে সুমি ও গিয়ে ভর্তি হলেন। এবং কলেজে ভর্তি হওয়ার পর দেখে শাকিল সুমির সাথে কথা বলে না। এবং শাকিল সারাক্ষণ রিতার সাথে কথা বলে এবং চলাফেরা করে। এবং এই ব্যাপারটি সুমির কাছে অনেক খারাপ লাগলো। এবং আস্তে আস্তে দুই বোনের মধ্যে ঝগড়া হতে শুরু করল। এবং সুমি আস্তে আস্তে তার বড় বোন রিতাকে পছন্দ করতেন না। এবং রিতা বাড়িতে কোন কথা বলে সুমি তার বিপরীতে কথা বলেন।
এভাবে কলেজে কয় মাস যাওয়ার পর সুমি বুঝতে পারলে তার ভালোবাসার মানুষটি তার কাছে নেই। পরে বুঝতে পারে তার ভালোবাসার মানুষটি তার বড় বোনের সাথে সম্পর্ক হয়ে গেল। মূলত তাদের বাড়িতে সব সময় আসা-যাওয়া করে এবং কলেজে একসাথে যাওয়ার কারণে শাকিল তার বড় বোনের সাথে সম্পর্ক করে ফেলেছে। তবে শাকিল এখন সুমির থেকে রিয়াকে বেশি পছন্দ করে। আর সুমির মনে কষ্ট হচ্ছে সে জানে তার বন্ধু শাকিল তার ছোট বোনের সাথে সম্পর্ক আছে। এবং কিভাবে রিতা ছোট বোনের ভালোবাসার সাথে ভালোবাসার সম্পর্ক করেছে। পরবর্তীতে যখন রিতা ব্যাপারটি বুঝতে পারলেন তখন সেই শাকিলের সাথে একটু দূরত্ব চলতেন। আর শাকিল দুই বোনের সাথে প্রেম করলো।
তবে এইখানে শাকিল সুমির সাথে ভালোবাসা নিয়ে প্রতারণা করেছে। এবং সুমি তার বড় বোনকে এখন একদম দেখতে পারে না। এভাবে তাদের কলেজ জীবন যেতেই লাগলো। এবং রিতা ও সুমির মধ্যে কথা হয় না বাড়িতে। আর রিতার মাথা ঠান্ডা। এবং সেই ঠান্ডা মাথায় চলাফেরা করে। শাকিল এবং রিতা যখন ইন্টার পরীক্ষা দিলেন। তখন হঠাৎ করে তারা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছেন। এই নিয়ে অনেক কৌতুহল সৃষ্টি হলো। কারণ ছোট বোনের সাথে প্রেম এবং বড় বোনকে পরবর্তীতে বিয়ে করল প্রেম করে। এইখানে শাকিলকে অনেকে দোষারোপ করে। অনেক রিতা কে অনেকে দোষারোপ করে।
সত্যি বলতে সুমি এই জিনিসগুলো মেনে নিতে পারল না। রিতা ও শাকিল এর বিয়ের পর একদিন সুমি আত্মহত্যা করার জন্য চেষ্টা করলেন। তবে সুমির মনে অনেক কষ্ট থাকবে। রিতা এবং শাকিলকে একসাথে দেখলে তার এই কষ্ট সব সময় মনে আসবে। বর্তমানে রিতা এবং শাকিল তারা দুইজন সুখে আছে বিয়ের পর থেকে। যদিও তুমি এখনো বিয়ে করে নাই। তবে খুবই সব সময় মনে কষ্ট নিয়ে থাকে। আর এসব কষ্ট গুলো কাউকে বলতেও পারা যায় না। এবং শাকিল বিশ্বাসঘাতকতা করেছে সুমির সাথে। আর তার বড় বোনকে বিয়ে করাতে বেশি সমস্যা হল। এদিকে বাড়ির কিছু লোক জানে বিদায় সবাই তাকে নিয়ে নানার ধরনের কথা বলে। এই হচ্ছে সুমির জীবনে ব্যর্থ প্রেমের গল্প। আশা করি আমার পোস্ট পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1954902545471860773?t=erIB8YaToc60nrdt_R0o0A&s=19
https://x.com/bdwomen2/status/1954904868168323171?t=mC0IDQW9qAFtBOGSCbkwbA&s=19
https://x.com/bdwomen2/status/1954905329030054263?t=jLOYJZCBuvvEqaX8gKNpHg&s=19
https://x.com/bdwomen2/status/1954906155890930065?t=PVD7r860ztc282HTYSm54w&s=19