বৃষ্টিভেজা মাঠে ফুটবলের আনন্দময় মুহূর্ত
আসসালামুআলাইকুম/আদাব
বৃষ্টি মানেই যেন অন্যরকম এক অনুভূতি। আর সেই অনুভূতিকে দ্বিগুণ করে তোলে যদি থাকে বন্ধুদের সাথে খেলার সুযোগ। ঠিক তেমনই এক দিন ছিল সেটা,ঘন কালো মেঘে ঢাকা আকাশ, টুপটাপ করে নামতে থাকা বৃষ্টি, আর আমাদের প্রিয় খেলার মাঠ। স্কুল ছুটি হতেই সবাই মিলে সিদ্ধান্ত নিই, আজ ফুটবল হবেই, বৃষ্টি আমাদের আটকাতে পারবে না।জুতোর ফিতা খুলে খালি পায়ে মাঠে নেমে পড়ি সবাই। জমে থাকা কাদায় পা দিতেই যেন একধরনের শিহরণ জাগে মনে। বলটা ঠিকঠাক না ঘুরলেও, আমাদের চেষ্টায় কোনো ঘাটতি ছিল না। একেকজন দৌঁড়াচ্ছে, পিছলে পড়ছে, আবার উঠে দাঁড়িয়ে ছুটছে,মাঠজুড়ে যেন এক চঞ্চল উৎসব।
বৃষ্টির পানি চোখে-মুখে এসে লাগছে, তবুও কারো মুখে নেই বিরক্তির ছাপ। বরং হাসি আর চিৎকারে পুরো মাঠটা মুখরিত। গোল দেয়ার পর একে অপরকে জড়িয়ে ধরা, পিচ্ছিল মাঠে পড়ে গিয়ে হেসে গড়াগড়ি খাওয়া,সব মিলিয়ে সময়টা যেন কোনো সিনেমার দৃশ্য।সেইদিনের সবচেয়ে মজার ঘটনা ছিল জয়ের পর ‘মাড স্লাইড’। আমরা গোল উদযাপন করতে গিয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলাম। কাদায় একাকার হয়ে গিয়েছিলাম সবাই। কেউ কারো রূপ চিনতে পারছিল না, কিন্তু কারো মন খারাপ হয়নি। কারণ জানতাম, এমন দিন বারবার আসে না।
খেলার শেষে ভিজে গায়ে কাঁপতে কাঁপতে সবাই মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে গরম চা আর চানাচুর খাওয়ার স্বাদ আজও মুখে লেগে আছে। সেই চায়ের কাপে যেন ছিল বন্ধুত্বের উষ্ণতা, আর ছোট ছোট গল্পে ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো।আজ এত বছর পরও সেই দিনের কথা মনে পড়লে একরাশ হাসি চলে আসে মুখে। ব্যস্ত জীবনে হয়তো আর তেমন করে মাঠে নামা হয় না, কিন্তু বৃষ্টির প্রথম ফোঁটা পড়লেই মনে পড়ে যায় সেই ফুটবল খেলার দিনগুলো। বন্ধুত্ব, আনন্দ আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে খেলা,এটাই তো আসল জীবন।
বৃষ্টির দিনে বন্ধুদের সাথে ফুটবল খেলার আনন্দ অসাধারণ । এ এক এমন অনুভূতি, যা কোনো দামি জিনিস দিয়ে কেনা যায় না,শুধু অনুভব করা যায় হৃদয় দিয়ে। সেই আনন্দই আমাদের জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলোর একটিতে রূপ নেয়।এখুনো ভাবলে ভালো লাগে সেই দিনে কথা।তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
যখন স্কুলে পড়তাম তখন এরকম দৃশ্য অনেক দেখতাম। ছেলেরা বৃষ্টি হলেই মাঠে নেমে পড়তো ফুটবল নিয়ে। আর সেই সময়টা সত্যি অনেক ভালো লাগতো। আর আমরাও খেলা উপভোগ করতাম ভাইয়া।
https://x.com/alif111ahmed/status/1950268198022238472?s=19