সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আজকের বিষয় হচ্ছে সহজে পেলে মানুষ‌‌ হীরাকেও কয়লা ভাবে । এই বিষয় এর উপর ভিত্তি করে আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব।

1000171486.jpg

Source


বর্তমান প্রেক্ষাপটে আমরা যে দিকে লক্ষ্য করি কিছু কিছু জিনিস আছে পাওয়া খুবই কষ্টকর। কিন্তু আমরা যখন খুব সহজেই এটা পেয়ে যাই তখন আমাদের কাছে মনে হয় এটা কোন বিষয় না‌ খুব সহজ একটি কাজ। এটা সাধারণত সবার ক্ষেত্রেই ঘটে। এরকম বাস্তব একটা ব্যাখ্যা আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি।

আমার নিজস্ব একটি ব্যবসা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ব্যবসা। আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং অনলাইনের বিভিন্ন জটিল কিছু কাজ করে থাকি এর বাইরেও গ্রাফিক্সের মাঝেমধ্যে অনেক কঠিন কঠিন এডিটিং এর কাজ করে থাকি। আমরা যখন কোন একটি কাস্টমারের কঠিন যে কোন কাজ অল্প কিছুক্ষণের মধ্যে করে ফেলি তখন কাস্টমার ভাবে এই কাজটি অনেক সহজ। অথচ এই কাজটি অনেক জটিল আমরা হয়তোবা আমাদের কাজের অভিজ্ঞতার কারণে কিছু কৌশল ব্যবহার করে কাজটি দ্রুত করি। কিন্তু এটি অনেক কঠিন কাজ কিন্তু কাস্টমারের কাছে মনে হয় যে এটি অনেক সহজ কাজ তারা তখন এটার সঠিক মূল্য দিতে চায় না।

1000171487.jpg

Source


এছাড়াও মানুষের জীবনে চলার পথে অনেকগুলি বিপদ আসে যখন কোন বিপদ সমাধানের জন্য আমাদের কাছে আসে তখন দেখা গেছে আমরা বিভিন্ন মাধ্যমে কাজগুলি অতি দ্রুত সম্পন্ন করে ফেলি। তখন ওই ব্যক্তি মনে করে এই কাজটি আসলে খুবই সহজ এটি কোন বিষয় না এটি সিম্পল একটি কাজ আসলে কিন্তু বিষয়টা তা না। তার কাজটি খুব সহজেই সম্পন্ন হয়ে গেল যার কারণে তার কাছে এখন মনে হবে এটি খুবই সহজ। আসলে কাজটি যিনি সম্পন্ন করেছে উনি বলতে পারবে এই কাজটি করতে উনার কতক্ষণ সময় লেগেছে এবং কোন কোন জায়গায় যেতে হয়েছে, কতটুকু পরিশ্রম করতে হয়েছে।

এটাই জীবনের বাস্তবতা সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। এক্ষেত্রে মানুষের কাছে যেকোনো জিনিস সহজে উপস্থাপন না করাটাই ভালো। যেটা যতটুকু সহজ ওইটা ততটুকু সহজ উপস্থাপন করা এবং যেটা যতটুকু জটিল সেটা ততটুকু জটিল ভাবে উপস্থাপন করাটাই অনেক বেশি উত্তম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন সবাই।

divider-2461548_1280.png

POST DETAILS

Communityআমার বাংলা ব্লগ
CategoryStory
DeviceOPPO Reno 12 5G
Caption@ahp93
LocationBangladesh

animated-flower-image-0309.gif

Thanks And Regards


Blue Minimalist Freelancer Web Designer LinkedIn Banner.jpg

Sort:  
 2 days ago 

1000171498.jpg

 2 days ago 

অনেক সময় আমরা যদি কোন কিছু সহজে পেয়ে যাই তখন সেই জিনিসটার মূল্য দিতে জানি না। সহজ ভাবে কোন কিছু পেয়ে গেলে তার মূল্যায়ন অনেকটাই কমে যায়। আপনার কথার সাথে সহমত পোষণ করছি ভাই।