Sort:  
 3 years ago 

আর যাকে সত্যি সত্যি মন থেকে ভালবাসা হয়,তার কাছে বোধহয় অনিচ্ছাকৃতভাবেই অনেক বড় বড় অপরাধ হয়েই যায়। না চাইলেও

এটা একবারে রাইট কথা আপু, কিছু কিছু ভালোবাসা দেকেছি, আপনার কথা গুলোর সাথে একদাম মিলিয়ে গেছে, সত্যি কারের ভালোবাসা অনেক পবিত্র কিন্তু সেটি নেক ভালোবাসা হতে হবে, আর বিচ্ছেদের যন্ত্রণা খুবেই ভয়ংকর সেটা যে কেউ সজ্জ করতে পারেনা, অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই সুন্দর কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বিচ্ছেদ একটি মারত্মক শব্দ।যার সঠিক সংজ্ঞা হয়তো ব্যক্ত করার সঠিক শব্দে সম্ভব হয় না।তবে,বিচ্ছেদে যে মানুষের মন পুড়ে যায়,ক্ষত হয়,বেঁচে থাকা হয় মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে তা চিরাচরিত সত্য।দুস্প্রাপ্য চোখগুলোও ছলছলে নীরবতায় হারিয়ে যায়।বিচ্ছেদ বাকরুদ্ধ করে দেয়।জীবনকে করে তোকে বিভীষিকাময়।

  • এমন বিচ্ছেদ আমার শত্রুর জন্যও কাম্য নয়।
চোখের জলে এমন লিখন সত্যিই দারুন বাস্তবতায় ভরপুর।ভালো লিখেছেন শ্রদ্ধেয়।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ শ্রদ্ধেয়, এতো সুন্দর করে বাস্তববাদি একটি গল্পের রচনা করে আমাদের উপহার দেওয়ার জন্য।