জেনারেল রাইটিং-কথার আঘাত||

in Steemit City8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। লেখালেখি করতে ভালো লাগে। তাই লেখালেখি করার সুযোগ পেলেই কোন কিছু লিখার চেষ্টা করি। কয়েকদিন ধরেই মানসিকভাবে ভালো নেই। কারো কথার আঘাতে যখন প্রতিনিয়তই হৃদয় জর্জরিত হয়ে যায় তখন ভালো থাকাটা কঠিন হয়ে যায়। সেই বিষয়ে কিছু কথা লিখবো।


কথার আঘাত:

people-2565169_1280 (1).jpg

Source


ক্ষুদ্র এই জীবনে চাইলেও আমরা মাঝে মাঝে ভালো থাকতে পারি না। চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকাটা অনেক কঠিন। কারো কথার আঘাতে যখন প্রতিনিয়ত এই ক্ষুদ্র হৃদয়টা জর্জরিত হয়ে যায় তখন এক টুকরো ভালো থাকাটা বিলীন হয়ে যায়। সেই ভালো থাকা খুঁজতে গিয়ে কখন যে জীবনের সময়টা ফুরিয়ে আসে বুঝতে পারি না। হয়তো বিষন্নতার মাঝে কষ্টগুলো কিছুটা বেসামাল হয়ে যায়। কষ্ট গুলো অনেক বেশি বেড়ে যায়।


সবচেয়ে কষ্টের ব্যাপার হল আমরা আমাদের আপন মানুষগুলোর থেকেই বেশি কষ্ট পাই। আপন মানুষগুলোর কাছ থেকে পাওয়া কথার আঘাতগুলো আমাদেরকে বেশি কষ্ট দেয়। যেই কষ্ট কাউকে বোঝানোর মত নয়। যেই কষ্ট প্রকাশ করার মত নয়। নিরালায় নিভৃতে চোখের জল ফেলে হয়তো কষ্টগুলোকে মুক্ত করতে চাই আমরা। কিন্তু কখনো চোখের জল শুকিয়ে যায়। কখনো বা হৃদয়ের ক্ষতগুলো তিক্ততায় ভরে ওঠে। কথার আঘাতের সেই ধারালো ছুরি হৃদয় টাকে যেন আরও বেশি ছিন্নভিন্ন করে ফেলে। সেই টুকরো টুকরো হয়ে যাওয়া হৃদয়টাকে জোড়া লাগাতে লাগাতে জীবনের শেষ দিন চলে আসে।


এক টুকরো কাচ যখন ভেঙে চৌচির হয়ে যায় তখন সেই কাচটি জোড়া লাগাতে গিয়েও যেন ফাটল গুলো থেকেই যায়। একটি হৃদয় যখন কারো কথার আঘাতে চৌচির হয়ে যায় তখন সেই হৃদয়টাকে স্বাভাবিক করে আনতে গেলে কিছুটা সময় লাগে। তবুও সেই ফাটল রয়ে যায়। তবুও সেই ক্ষতগুলো যুগের পর যুগ ধরে রয়ে যায়। কখনো স্মৃতির ভাঁজে কথাগুলো চাপা পড়ে যায় কখনো বা সময়ে অসময়ে হৃদয় মাঝে উঁকি দেয়। হয়তো এভাবেই ভালো থাকতে শিখতে হয়।


হয়তো এভাবেই হাজার কথার ভিড়ে নিজের কষ্ট গুলোকে চাপা দিতে হয়। একটু ভালো থাকার আশায় হাসিমুখে সবটা মেনে নিতে হয়। একটু ভালো ভাবে বাঁচার আশায় সবকিছুতে নীরব থাকতে হয়। জীবনের এই পর্যায়ে এসে মানুষ দিশেহারা হয়ে পড়ে। এই দিশেহারা জীবনের মানে খুঁজতে গিয়ে কখন যে নিজের জীবনটাই শেষ হয়ে যায় সেটা ভাবতে গিয়ে হৃদয়ের ফাটলগুলো আরো বেশি বেড়ে ওঠে। কথার আঘাতগুলো আবারো ছুরির মত ধারালো হয়ে হৃদয়ে আঘাত করে।


নিজের আবোল তাবোল সব চিন্তা গুলো আপনাদের মাঝে লিখার মাধ্যমে উপস্থাপন করলাম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.