এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫০ )

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম ইকো পার্ক থেকে। এখানে লেকের পাশে বাই রোডে একটি গাছের মতো ডিজাইন তৈরি করা এবং এখানে দুটি ফলের আকারে দুটি বাস্কেটের মতো ডিজাইন ঝুলিয়ে রাখা আছে। এখানে মূলত এটা বাস্কেটের মতো দেখতে হলেও এইগুলো একধরণের ডাস্টবিন। তবে এই ডাস্টবিনগুলোতে এমন এমন ডিজাইনের মাধ্যমে তৈরি করা যে, সহজে দেখে বোঝার উপায় নেই। তাও আবার ফলের আকৃতিতে ডিজাইনগুলো তৈরি করা। এইরকম আরো বেশ কিছু ডিজাইনের মাধ্যমে এই ডাস্টবিন তৈরি করা আছে। এতে একপ্রকার পার্কের মধ্যে সৌন্দর্যতা বৃদ্ধি পায়। এইরকম বিভিন্ন ভাবে পার্ক এর চারিপাশটা কোনো কোনো ভাবে আকর্ষনীয়তায় ভরিয়ে রাখা আছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম রবীন্দ্র সরোবর থেকে। রবীন্দ্র সরোবর আমাদের সাউথ কলকাতার দিকে একটা বেশ বড়ো লেক এরিয়া। তবে এটি বর্তমানে বিভিন্ন গাছগাছালির মাধ্যমেও একটা গার্ডেন মতো তৈরি করা। তবে এখনকার পরিবেশ আরো বেশি উন্নত হয়েছে। আমি এর আগে গতবার একবার গিয়েছিলাম, তখন মোটামুটি ছিল। এটি আসলে অনেকটা এরিয়া নিয়ে তৈরি করা। এই সরোবর এর মধ্যে হাঁটাহাঁটি, ব্যায়াম এইসব করার জন্যও পারফেক্ট লোকেশন। এছাড়া এখানে এই লেকে অনেকে আছে, যারা বোটিং করে, তারা প্র্যাক্টিসও করে থাকে। একপ্রকার বলা যায়, বেশ মনোরম পরিবেশ এটা। এখানে প্রচুর লোকজন এসে থাকে। শুধু আমাদের লোকাল দেশের লোকজন ছাড়াও এখানে যারা বাইরের দেশের থেকে অর্থাৎ ব্রিটিশ, আমেরিকান এরা নাসে, তারাও এখানে ঘুরতে চলে আসে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম বর্তীর বিলের দিক থেকে। এই জায়গা সম্পর্কে আপনাদের কাছে অনেকের সুপরিচিত একটি জায়গা। কারণ বিভিন্ন সময়ে অনেকে এই জায়গা নিয়ে এখানে পোস্ট করে থাকে। আমার এখন আর তেমন যাওয়া হয় না। আর পরিবেশ এখানে আগের থেকেও বেশ জমজমাট হয়েছে। বর্ষার সময়েও এখানে একরকম পরিবেশ আবার শীতের সময়ে বা গ্রীষ্মের শুকনো সময়েও অন্যরকম মজা। এখানে এই চিত্রগুলো তুলেছিলাম বর্ষাকালের দিকে। বর্ষাকালে বর্তীর বিল আর চেনা যায় না, কারণ বর্ষায় একদম চারিপাশ জলে থৈ থৈ করতে লাগে, রাস্তাও প্রায় ডুবে যায়। আর এই বছর বৃষ্টিতে তো আরো অবস্থা খারাপ। যদিও এইগুলো তোলা গতবার। এখানে বর্ষার সময়ে একটা আনন্দ হলো নৌকায় করে ভ্রমণ করা যায়। বর্তমানে বর্তীর বিলে এটা বেশ ট্রেন্ডিং এর মধ্যে চলে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম কালী পুজোর সময়ে। এই প্যান্ডেলের দৃশ্যটা আসলে একপ্রকার রাজমহলের থেকে কম কিছুতে নয়। ডিজাইনগুলো যেন একদম সূক্ষ্ম ভাবে তৈরি করা। তবে এই প্যান্ডেলটি আসলে যে জায়গায় করা হয়েছে, সেখানে তেমন বড়ো করে কিছু করা হয় না, তবে এইবার অর্থাৎ গতবার একটু বেশ ভালোভাবে শেষ প্রান্তের দিকে তৈরি করেছিল। মোটামুটি বেশ বড়ো করেই এটা তৈরি করেছিল আর এর ভেতরের ইন্টেরিয়রও বেশ জাকজমকপূর্ণ করেছিল। এরপরে কিছু মূর্তির দৃশ্য দেখতে পাবেন, যেখানে এইগুলো দেয়ালের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে। সাধারণত এটা একটি নারী মূর্তি এবং কোনো দেবীর প্রতিরূপে তৈরি করা হয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

রবীন্দ্র সরোবর থেকে করা ফটোগ্রাফি গুলি এবং বর্তির বিল থেকে করা ফটোগ্রাফি গুলির মধ্যে প্রকৃতির চমৎকার এক রূপ ফুটে উঠেছে দাদা। শালিক পাখি এবং কাক এর ফটোগ্রাফি গুলো ও সুন্দর দেখাচ্ছে। সব মিলিয়ে আপনারা আজকের ফটোগ্রাফি পোস্ট দেখে ভালই লাগলো।

 29 days ago 

জাস্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে বর্তীর বিলের দিক থেকে তোলা ফটোগ্রাফি গুলো দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।