দূর্গা পুজো ২০২৪ ( অন্তিম পর্ব )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বের সাথে এইবারের মতো দূর্গা পুজোর পর্ব শেষ হচ্ছে। তো এই লাস্ট দূর্গা পুজোটা দেখতে গিয়েছিলাম "প্রতাপগড়"। এটা খুবই সুনামধন্য পুজো, এখানে প্রতিবছর বিশেষ বিশেষ আকর্ষণীয় পুজোর থিম নিয়ে হাজির হয়। তবে এই প্রতাপগড়ের দূর্গা পুজোটা যেমন সুন্দর, তেমনি এটা দেখতে গেলেও অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া লাগে। আর প্রতিবারই এই পুজোটা আমি শেষের দিকে দেখে থাকি। তো এই প্রতাপগড়ের এইবারের পুজোর যে থিম ছিল, সেটা হলো- "কোমল গান্ধার"। এই থিমটি মূলত হিমাচল প্রদেশের একটি বিশেষ স্থান এর উপর ভিত্তি করে তৈরি করা অর্থাৎ হিমাচল প্রদেশের কাংড়া চিত্রশিল্পের একটি অন্যতম প্রধান রাগ হলো এই কোমল গান্ধার।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
যার উপর ভিত্তি করে এই মণ্ডপটি এইবার সুসজ্জিত হয়ে উঠেছিল। এই যে থিমের মধ্যে বিভিন্ন চিত্রশিল্পীদের রাগ, রাগিনীকে কেন্দ্র করে এই মণ্ডপ সেজে উঠেছিল, সেখানে আলো-আঁধারের এক দারুন সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছিল। তাছাড়া এখানে প্রতাপগড়ের প্যান্ডেল অব্দি যেতে যেতে একটার পর একটা অসাধারণ আলোকসজ্জা ছিল। লাইটিংগুলো আগেরগুলোর মতোই অসাধারণ। আর সব থেকে আকর্ষণীয় লাগে একটা জায়গায় যে, এখানে প্রতিটি আলাদা আলাদা প্যান্ডেলে, সেটা ছোট হোক বা বড়ো হোক, প্রত্যেকটাতে আলাদা আলাদা লাইটিং এর আকর্ষণীয়তা থাকে। যার কারণে বিষয়গুলো আরো সৌন্দযমন্ডিত হয়ে ওঠে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
প্রত্যেকটা লাইটিং যেন মন কাড়া ডিজাইনের মাধ্যমে ফুটে উঠেছিল। এরপর ম্যাপ ধরে যেতে যেতে অবশেষে প্রতাপগড় পৌঁছে গিয়েছিলাম। এরপর মাঠের ভিতরে প্রবেশ করলাম যেখানে প্যান্ডেলটি করা। তবে এই মাঠটি বিশাল বড়ো আর সব থেকে আরেকটা বিষয় হলো, এই মাঠে প্যান্ডেল ছাড়াও বিশাল বড়ো করে মেলার আয়োজন হয়। ফলে অতিরিক্ত ভীড় হয়ে থাকে। আমি যখন গিয়েছিলাম, তখন প্রায় রাত আড়াইটা বাজে, তাও যেন লোকের ভিড়ের কমতি ছিল না। তারপরেও লাইন ঠেলে যাওয়ার পরে প্যান্ডেল দেখে যেন মনে হচ্ছিলো, সেই কোমল গান্ধার এর প্রতিচ্ছবি এখানেই তুলে নিয়ে এসেছে, এতটা সুন্দর লাগছিলো সামনের দিক থেকে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এরপর অনেক ভিড় ঠেলে আস্তে আস্তে প্যান্ডেলের কাছে পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে শুধু প্যান্ডেলের সম্মুখ ভাগ না, তার পাশে আরো অনেক ছোট-বড়ো প্যান্ডেল তৈরি করেছিল। মূলত এখানে কোমল গান্ধারের মাধ্যমে বিষয়গুলো যেভাবে যায়, সেইভাবে যেন প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছিলো। বাইরের থেকে মোটামুটি বেশ কিছু বিষয় দেখে নেওয়ার পরে ভিতরের দিকে চলে গিয়েছিলাম। আর সেখানে সবকিছুর আয়োজন একদম ভিন্ন ছিল। মায়ের মণ্ডপের কাছে যেতে দেয়নি তারা, অনেক দূর থেকেই বিষয়গুলো দেখতে হয়েছিল। তবে সামনের থেকে দেখতে আরো ভালো ছিল সৌন্দর্যটা। যাইহোক, এরপর সবকিছু দেখে একটু মেলার ভিতরে ঘোরাঘুরি করে চলে এসেছিলাম। আর এটাই ছিল এইবারের মতো শেষ দেখা দূর্গা পুজো।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.