শান্তিনিকেতন ভ্রমণ ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে শান্তিনিকেতন এর সৃজনী শিল্পগ্রামের কিছু ভাস্কর্যের আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে কিছু শেয়ার করেছিলাম এই বিষয়ে। আজকে আরো কিছু ভাস্কর্য এর বিষয়ে আলোকপাত করবো। এখানে পরপর বেশ কিছু ভাস্কর্য দেখতে পাবেন, যেমন- এখানে একটি ডিম্বাকৃতির ভাস্কর্য বা একটি আধুনিক বিমূর্ত আকারের শিল্পকর্ম রয়েছে। এটি দেখতে খুবই আকর্ষণীয় আর চোখে পড়ার মতো একটি বিষয়। এটি একটি পাথরের তৈরি করা এবং এতে খোদাই করা রয়েছে বিভিন্ন ধরণের নকশা। এই নকশাগুলো যেমন এখানে গোলাকার বা বাঁকানো ভাবে তৈরি করা, যা কোনো প্রতীক হিসেবে বিষয়টা প্রকাশ পাচ্ছে।

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া এই ডিজাইনের একদম নিচে অর্থাৎ স্তম্ভের উপরে একটি শিশুর কার্টুন স্টাইলের মতো দেখতে খোদাই করা হয়েছে। এটা জাস্ট একটা আর্ট হিসেবে তৈরি করা ছিল বলে মনে হলো। এরপরে দুইজন নারী মূর্তির দৃশ্য দেখতে পাবেন, যেখানে এটি ভারতীয় ঐতিহ্যবাহী শৈলীতে তৈরি করা হয়েছে। এইসব মূর্তিগুলো বহু বছর ধরে বাংলার ঐতিহ্যেকে আকর্ষণীয় করে রেখেছে। এরপরে আরো একটা বিমূর্ত আকৃতির মুখাকৃতি দেখতে পাবেন এবং এই ভাস্কর্যটিও পাথরের মাধ্যমে খোদাই করা। এই দৃশ্যে বিষয়টা এমনভাবে শিল্পী ফুটিয়ে তুলেছে যেন, অনেকটা আবেগময় বা চিন্তার একটা ভাবমূর্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে।

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া আরো বেশ কিছু আলোকচিত্র দেখতে পাবেন, যেমন- এখানে একটি নারীর আধুনিক ভাস্কর্য দেখতে পাবেন, যেখানে একটি নারী মাথায় একাধিক কলসি বহন করছে। শিল্পী এখানে পাথরের মাধ্যমে বিষয়টা এমনভাবে দেখিয়েছে, যা একটি অনন্য দৃষ্টান্ত। এটি সম্পূর্ণ একটি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিকে ফুটিয়ে তুলেছে। এই প্রতিচ্ছবিটি সাধারণত একটি ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এর উদ্যোগে তৈরি করা হয়েছিল। এরপরে একটি পাথরের তৈরি দেবীমূর্তির প্রতিচ্ছবি দেখতে পাবেন, যেটি এই দৃশ্যের মাধ্যমে আরো বেশি শৈল্পিক আর ঐতিহ্যবাহী হয়ে উঠেছে।

Photo by @winkles

Photo by @winkles

অসাধারণ ভাস্কর্য একটি। আরেকটি ভাস্কর্য দেখতে পাবেন, যা আধা বিমূর্ত আকারে তৈরি করা। এই ধাঁচটা একটি ইউনিক আর আকর্ষনীয়তার একটা অনন্য ব্যাপার রয়েছে। এখানে যে মুখের অংশবিশেষ রয়েছে, তা সম্ভবত আত্মবিশ্বাসের একটা প্রতীক রূপে প্রকাশ পেয়েছে। এই ভাস্কর্যটি আধুনিক ভাস্কর্যের শিল্পরীতিতে তৈরি করা হয়েছে। এরপর একটা বৃহৎ বট গাছের প্রতিচ্ছবি দেখতে পাবেন, যা এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে একটা অনন্য দৃষ্টান্তের উদাহরণ। এই বট গাছটি বহু প্রাচীন একটি গাছ, হয়তো কোনো কাহিনীও আছে। এরপরে আরো কিছু প্রতিচ্ছবি দেখতে পাবেন এখানে, যেমন- এখানে একটি প্রাচীন আমলের গ্রামীণ বাহন দেখতে পাবেন, যেটি ওই সময়ে বলদ এর মাধ্যমে টানা হতো।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

কাঠ আর বাঁশ দিয়ে তৈরি করা এই ধরণের গাড়ি তখনকার সময়ে গ্রামীণ অঞ্চলে যানবাহনের মধ্যে অন্যতম ছিল। এই দিয়ে নানাধরণের মালামাল বহন হতো। এই ধরণের প্রাচীন যান এখন গ্রামীণ হেরিটেজ বা লোকজ প্রদর্শনীর অংশ হিসেবে রাখা হয়েছে। এরপরে একটি ভাস্কর্য আছে, যেটি সাধারণত ধাতব শিল্পকর্মের মাধ্যমে একটি দেবী রূপে রূপান্তরিত করেছে। ধাতব টুকরোগুলো দিয়ে তৈরি একধরণের সৃজনশীল শিল্পকর্ম। এইসব ঐতহ্যবাহী শিল্পকলা বা নিদর্শনগুলো অনেক আকর্ষণীয় করে তোলে বিষয়গুলোকে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.