এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫৪ )

in আমার বাংলা ব্লগ8 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম কালী পুজোর মুহূর্তে। এখানে বেশ কিছু আকর্ষণীয় আকর্ষণীয় হাতের তৈরী নিদর্শন আছে। এইগুলো সব একপ্রকার অরিগ্যামি বলা যায়, কারণ যেহেতু সবকিছুই হাতে তৈরী। এখানে কত সুন্দর একটা হাতে তৈরী গণেশ এর মূর্তি তৈরী করা আছে। এটি তৈরী করতে সবকিছুতেই বাঁশের পাটাতন ব্যবহার করা হয়েছে। বাঁশ দিয়ে সুন্দর সাজিয়ে গড়ে তুলেছে, যা দেখলে এক কথায় মনকে প্রসন্ন করে তোলে। এছাড়া এখানে কিছু প্রাচীন নিদর্শন রয়েছে, যা মূর্তি আকারে ফুটিয়ে তুলেছে। এখানে শ্রীকৃষ্ণের রথ, দুর্গা প্রতিমার সম্পূর্ণ নিদর্শন তুলে ধরেছে। এইসব দেখতে বেশ ভালো সুন্দর লাগে।


Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো বাংলাদেশের একটি গ্রামের দিক থেকে তোলা। যদিও এটা চালনা না কোথায় যেনো খেয়াঘাট এর দৃশ্য। এখানে বেশ কিছু ঘের মতো দেখলাম, সৌন্দর্যটা বেশ সুন্দর। এখানে প্রাকৃতিক সবুজতা আর যেহেতু শীতের সময় ছিল, ফলে এই পরিবেশে দেখতে আরো ভালো লাগছিল। আর পাশেই ছিল নদীর একটা আলাদা সৌন্দর্য। আর সেই সাথে ট্রলার যাওয়ার দৃশ্যটা আরো মুগ্ধ করে তোলে যেনো। বিভিন্ন প্রকারের ট্রলার এর একের পর এক চলে যাওয়ার একটা আলাদা সৌন্দর্য রয়েছে, তবে এটা আমাদের মতো লোকজন যারা মাঝে মাঝে দেখার সুযোগ পায়, তাদের কাছে বেশি ভালো লাগে। কারণ কোনো কিছুর দৃশ্য অনেকদিন পর দেখলে সেটার আলাদা আকর্ষণ থাকে।


Photo by @winkles

এই আলোকচিত্র একটা স্যুপ এর। এটা কি স্যুপ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই থাই স্যুপ এর স্বাদটা একদম অন্যরকম। এতে একপ্রকার সাধারণ কোনো স্যুপ এর থেকে নানা প্রকারের মশলা দিয়ে তৈরী করা হয়ে থাকে। এটা বেশ স্পাইসি, কিন্তু সাথে আবার টক, ঝাল এর একটা দারুণ স্বাদ আছে। আর এই বিভিন্ন প্রকারের মশলার একটা দারুণ সুগন্ধি মিশ্রণ আছে। তবে এই স্যুপ গরম গরম যতো ভালো খাওয়া যায়, ততো ভালো লাগে। এই স্যুপ মশলা দিয়ে করা হলেও উপকারী আছে।


Photo by @winkles


Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম ইস্কন মন্দির থেকে। এইটা একদম নতুন মন্দিরের সামনের দৃশ্য। এই নতুন মন্দির নিয়ে আগে একটা পোস্টে বলেছিলাম। এই মন্দিরটি আসলে সবচেয়ে বেশি উচ্চতা সম্পন্ন আর এখানে অনেক কক্ষও তৈরী হচ্ছে। সে যাইহোক, মূলত এখানে আমরা বিকেলের দিকে হাঁটাহাঁটি করছিলাম আর তখন কিছু এদিক-ওদিক করে এই ছবি তোলা।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 6 days ago 

ইস্কন মন্দির দেখে চোখ জুড়িয়ে গেল দাদা। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।