মাছের ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। তবে এই ম্যান্ডেলা আর্টটি একটু ভিন্ন ধাঁচের। ম্যান্ডেলা আর্ট সাজিয়ে বিভিন্ন ধাঁচের মাধ্যমে গড়ে তোলা যায়। এখানে এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম একটি মাছের মাধ্যমে। তবে এই ম্যান্ডেলা আর্টটি দেখে মনে হতে পারে মধুবনী আর্ট। আসলে এটি মধুবনী আর্ট এর মতো দেখতে হলেও প্রকৃতপক্ষে একটি ম্যান্ডেলা আর্ট। কারণ এখানে আসলে মূল বিষয়টা যেহেতু মাছকে কেন্দ্র করে হয়েছে, তাই এখানে মাছকেই প্রধান ম্যান্ডেলার মাধ্যমে করা হয়েছে। এখানে বাকি যেকোনো পজিশনে জাস্ট একটু ডিজাইনের ক্যাটাগরিতে এনেছি, যাতে এই ম্যান্ডেলার সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগে।
এখানে মাছের মধ্যে বিভিন্ন আলঙ্করিক ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে, যার ফলে এর আসলে নৈস্বর্গিক সৌন্দর্যটা আরো ভালো ফুটেছে। মাছের ম্যান্ডেলার ডিজাইনে মূলত মাথার দিকে আর লেজের দিকে যদি ডিজাইনটা একটু বেশিই ভালো করা যায়, তাহলে এটি বেশি ভালো হয়। এখানে এই মাছের মান্ডেলাতে মূলত সেইভাবেই ডিজাইনের মূল থিমটা সাজানো হয়েছে। যাইহোক, এই ধরণের ম্যান্ডেলার ডিজাইন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
![]() |
---|
❄উপকরণ:❄
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
কালার পেন |
রাবার |
❣এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
![]() |
---|
➤প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে মাছের দিকটা পুরোপুরি এঁকে তাতে ম্যান্ডেলার ডিজাইন পূর্ণ করে দিয়েছিলাম। এরপর তার চারিপাশে বর্ডার দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে- বর্ডারের চারিপাশে যে ডিজাইন তৈরি করেছিলাম, তাতে বিভিন্ন কালার পেনের মাধ্যমে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে- মোম রং এর মাধ্যমে মাছের ব্যাকগ্রাউন্ডে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে- মাছের গায়ে যে ম্যান্ডেলা ডিজাইন তৈরি করেছিলাম, তাতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম। আর অঙ্কনটিকে এখানেই সাদা-কালোর মাধ্যমে সম্পন্ন করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় লাগলো ও দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। সুন্দর একটি মাছের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
মাছের ম্যান্ডেলা ডিজাইন অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। আপনার আর্ট দেখে ভালো লাগলো। নিখুঁত ভাবে আর্ট করেছেন দাদা।
অসাধারণ হয়েছে ম্যান্ডেলা আর্টটি দাদা।বিশেষ করে চারিপাশের নকশা ও মাছের দৃশ্যটি।মনে হচ্ছে মাছটি আনন্দে লাফালাফি করছে,ধন্যবাদ আপনাকে।
বাহ্! জাস্ট অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। আপনার আর্ট গুলো সবসময়ই খুব সুন্দর হয়। মাছের ম্যান্ডেলা ডিজাইন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।