অসন্তোষজনক হার কলকাতা টিমের!

in আমার বাংলা ব্লগ7 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ChatGPT Image Apr 9, 2025, 12_49_28 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল একটা অসাধারণ ম্যাচ হয়েছে আইপিএল এর। কলকাতা আর লখনৌ এর মধ্যে। খেলাটা দুপুরের দিকে ছিল, তবে ইডেনের এই পিচটা ছিল একদম ফুল ব্যাটিং পিচ। প্রথমত এই পিচের কন্ডিশন দেখে রাহানে টসে জিতে আগেই বল করার সিদ্ধান্ত নেয়। কারণ ফুল ব্যাটিং পিচে চেজ করা সহজ হয়ে যায়। লখনৌ প্রথমে ব্যাটিং করতে নেমে তো এক প্রকার ঝড় তুলে দেয় ওপেনার দুইজন। দুইজন বিদেশী প্লেয়ার, আর দুইজনেই সেই মেরে খেলে প্লেয়ার। মারকরাম একজন তো দুর্দান্ত লেভেলের ব্যাটসম্যান, একবার সেট হয়ে গেলে তাকে সহজে নামানো যায় না। তবে দুইজনে মার শুরু করলেও মিচেল মার্শ একাই যেন তুফান বয়ে এনেছে প্রত্যেক ওভারে ।

এমন কোনো ওভার নেই যে, ১৩-১৫ রান আসছে না। এক তো ওভার প্রতি রান বেশি, তার উপর ওয়াইড যাচ্ছে একভাবে। আসলে প্রত্যেক বলে হিট এর ফলে বোলিং লাইন মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যাচ্ছে। মারকারাম যদিও তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো, কিন্তু কম বলে অধিক রান করে আউট হয়েছে। তবে এই একটা উইকেটে কোনো ইফেক্ট পড়েনি রানের দিক থেকে। মিচেল মার্শ সেটা অনুভব করতেই দেননি। আর তার সাথে পুরান এসে যোগ দেয়। এই একজন ওয়েস্ট ইন্ডিজের সেরা টি২০ প্লেয়ার। এদের ব্যাটে একপ্রকার ৬ ছাড়া কোনো কথাই হয় না। পুরান তো এসেই বাউন্ডারি স্টার্ট করে দেয়। এদের খেলা দেখলে মনে হয় যেন ৬জি স্পিডে এগিয়ে যাচ্ছে।

রান রকেটের বেগে দৌড়াচ্ছে। এদের মধ্যে সর্বাধিক বাউন্ডারি হিট করেছে পুরান, যার মধ্যে আবার ৬ এর সংখ্যা বেশি। আসলে রান যে অন্তত ২২০ হবে এটা নিঃসন্দেহে ধরে নিয়েছিলাম। তবে সেটা ক্রস করে অধিক হবে, এটা আশা করা যায়নি। এটা একমাত্র পুরান থাকার জন্য রান এতো বেড়েছিল। ২৩৯ রান কম রান না। যদিও এই ধরণের পিচে ২৬২ রান পর্যন্তও চেজ হয়েছে, ফলে এই রেকর্ড আছে। উইকেট তাদের তেমন একটা পড়েনি, মাত্র ৩ উইকেটেই বাজিমাত। তবে লখনৌ টিমও তেমন একটা ভালো পজিশনে নেই, প্রায় বলতে গেলে একই পথের পথিক দুই টিম । তবে যাইহোক, কলকাতাও কম ছাড়েনি। তারাও স্টার্ট করেছিল ফুল স্পিডে, বরং লখনৌ এর থেকে আরো এক ধাপ এগিয়ে ছিল পাওয়ার প্লে তে।

নারিন শুরুটা বেশ সুন্দর করে দিয়েছিলো। কিন্তু আউট হয়ে যায় ফুলটস বলে। রাহানে বেশ ভালো খেলেছিল। এক পর্যায়ে রান পাওয়ার প্লে ওভারে অনেক কমিয়ে নিয়ে এসেছিলো। ১০০ এর গায়ে নিয়ে চলে এসেছিলো বলতে গেলে। কিন্তু রাহানেও ফুলটস বলে ক্যাচ তুলে দেয়। গতকাল কলকাতা এই রান চেজ করতে ভালোই শুরু করেছিল শেষ অব্দি। কিন্তু কপাল খারাপ, আসলে অনেকগুলো ভুলের কারণে ম্যাচটা জেতার কাছ থেকে হেরে যায়। কারণ এক তো বেশিরভাগ ফুলটস বলে আউট হয়েছে। তারপর শার্দুল ঠাকুর এতো বাজে বল করেছে, সেখানে দাঁড়িয়ে ফালতু ফুলটস বলে আউট হয়ে যায়।

শার্দুল ঠাকুর এক ওভারে ৫ টা ওয়াইড করেছে টানা, এতো বাজে বল। কিন্তু ওইই আবার মেইন মেইন ব্যাটসম্যানদের আউট করে ফাঁসিয়ে দেয়। লাস্টে যদিও রিঙ্কু চেষ্টা করেছিল, কিন্তু আর শেষ রক্ষা হয়নি। কারণ একজন আর কত খেলবে, রাসেল যদি ওখানে একটা ফালতু ফুলটস বলে আউট না হয়ে আর কয়েকটা রান করে দিতো, তাহলে এই রান চেজ হয়ে যেত। আসলে হিসেবে যে বেগে রান উঠেছিল, তাতে এক থেকে দুই ওভার আগেই ম্যাচ বেরিয়ে যেত। কিন্তু আফসোস, মাত্র ৪ রানে হারতে হলো। বেশ কিছু ভুলের কারণেই এই ম্যাচ থেকে হাত ধুয়ে বসে কলকাতা টিম।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.