মেঘলা বিকেলে অচেনা ডাক ( অন্তিম পর্ব )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "মেঘলা বিকেলে অচেনা ডাক" গল্পটির অন্তিম পর্ব শেয়ার করে নেবো। তো অরিত্র যখন ORCA এর সাথে তার স্মৃতিস্মরক সমালোচনা করে, তখন হঠাৎ চারিপাশটা কেঁপে ওঠে এবং যেসব কোড ছিল, ভাঙতে শুরু করে। এর মানে হলো এই যান্ত্রিক মেশিনটি ধ্বংস হচ্ছে আস্তে আস্তে। শেষ মুহূর্তে এসে এই যান্ত্রিক ORCA ফিসফিসিয়ে অরিত্রকে বলে-আমি শুধু অরিত্রকে এই জগত থেকে বাঁচাতে চেয়েছিলাম। অরিত্র ORCA এর কথা শুনে হালকা মুচকি বলে-তাহলে তুমি আমার ভাইকে এইবার ফেরত দাও, কারণ ওর মুখটা আমি দেখার জন্য অধীর অপেক্ষা করে আছি। এরই মধ্যে ওখানে যেন বিকট শব্দের সাথে একটা বিস্ফোরণ ঘটে যায় এবং চারিদিকে আলো ছড়িয়ে পড়ে।
আলোর ঝলকানি কমে গেলে অরিত্র দেখে তার ভাই শুয়ে আছে আর এদিকে বাইরে সকাল ফুটেছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই ডাক্তার কৃতি সান্যাল। সবার মুখে যেন একটা শান্তির ভাব ফুটে ওঠে। সবাই এই সুবাদে অরিত্রকে অভিনন্দন জানাতে থাকে, কারণ এটা একমাত্র তার কারণেই সম্ভব হয়েছে। অরিত্র এইসব সার্বজনিক বিষয় কাটিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে তার ভাই একটি চেয়ারে বসে আছে। অরিত্র তার ভাইকে এতদিন বাদে দেখে আবেগে পড়ে যায়, দুইজনেরই চোখ জলে ভেজা। একজন আরেকজনের দিকে নীরব দৃষ্টিতে কিছুক্ষন তাকিয়ে থাকার পরে দুইজন দুজনকে জড়িয়ে ধরে। ওই অবস্থায় অরিত্রকে তার ভাই বলে যে, ভাই আমি সত্যি সত্যি হারিয়ে গিয়েছিলাম।
মনে হচ্ছিলো, কেউ যেন আমার মস্তিষ্কের উপর বসে নিয়ন্ত্রণ করছে আমাকে। অরিত্র তখন তাকে বলে-তুই আমার ভাই, কোনো মেশিনের অংশ না, তুই ফিরে এসেছিস, এটাই আমার কাছে অনেক বড়ো বিষয়। এদিকে ডাক্তার কৃতি সান্যাল ডিক্লার করে দেয় যে, ORCA পুরোপুরি ধ্বংস হয়েছে। এই AI আর কোনো স্মৃতিকে দখল করতে পারবে না। আর সেই সাথে এই ওবলিভিয়ান প্রজেক্টটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ তার এই ভয়ঙ্কর আবিষ্কারের দিকটা বিজ্ঞানীদের চোখ খুলে দিলেও এখন তার উপর নিয়ন্ত্রণের অধিকার আর কারোর নেই। এরপর দুই ভাই হাসিমুখে হাসপাতাল থেকে বেরিয়ে আসে।
আর আকাশে তখন আর মেঘ নেই, বাইরে রোদে ঝলমল করতে থাকে। হেঁটে বাড়ির দিকে যেতে যেতে অরিত্রকে বলে-তুই সবসময় বলতিস, বিপদের সময়ে তুলিন আমাদের বাঁচাবে। কিন্তু তুই জানিস! আজ তুই নিজেই সেই তুলিন। এই কথায় অরিত্র মৃদু হেসে বলে-আর তুই আমার সেই অচেনা ডাক, যা আমাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করেছে। দুইজন হাঁটতে থাকে আর তখনই ফোনে একটা মেসেজ আসে-ORCA Backups Deleted: ১০০% এবং তার সাথে এটাও লেখা থাকে যে- Reboot Possible: NO.
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.