শেষ ট্রেনের যাত্রী ( পর্ব ২ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "শেষ ট্রেনের যাত্রী" গল্পটির দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো ওই রাতে গঙ্গারাম স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরে গায়েব হয়ে যায়। এই ঘটনা দেখে স্টেশন মাস্টার থতোমতো খেয়ে যায়। রাতটুকু এইভাবে কেটে যাওয়ার পরে এই ঘটনা সকালে স্টেশন জুড়ে ছড়িয়ে পড়ে আর হৈচৈ বেধে যায়। অনেকে এই ঘটনাকে কেন্দ্র করে ভুতুড়ে ট্রেন বলছে আবার কেউ বলছে টাইম ট্রাভেল করে এসেছে। কিন্তু এই ঘটনায় স্টেশনের অন্যান্য যাত্রী বা সবাই যা কিছুই ধারণা করছিলো , স্টেশন মাস্টারের মনে ওই যুবকের কথাগুলো যেন এখনো উঁকি মারছিলো। স্টেশন মাস্টার রাত থেকে সমস্ত ফাইল ঘাঁটাঘাঁটি করতে লাগলেন এবং অবশেষে একটা ধুলোমাখা ফাইল চোখে পড়লো।
এই ফাইলে ১১ বছর আগের একটি ট্রেন ঘটনার কথা উল্লেখ আছে। সেখানে স্টেশন মাস্টার আরো ডিটেলস পড়ে দেখতে থাকেন। সেই ১১ বছর আগে ১১ জুলাইয়ের দিকে ঠিক রাত ১১ টা ২০ মিনিটে গঙ্গারাম স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার কিছুক্ষনের মুহূর্তেই লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে এবং তাতে প্রায় অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনা স্টেশন মাস্টার জানতেন না, কারণ সেই ১১ বছর আগের ঘটনা আর তিনি বেশিদিন হয়নি, এই গঙ্গারাম স্টেশনে ইনচার্জ হিসেবে এসেছেন। স্টেশন মাস্টারের এই ঘটনা শোনার পরে তো তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কপাল ঘেমে যায় এই ঘটনার বিবরণ দেখে। তিনি এখানে থেমে থাকেননি, আরো গভীরে বিষয়টা জানার জন্য তিনি ট্রেনের সমস্ত যাত্রীদের তালিকা খুঁজে বের করার কাজে লেগে পড়লেন।
সেখানে খুঁজতে খুঁজতে একজনের নামে গিয়ে তিনি আটকে যান এবং থর থর করে কাঁপতে থাকেন। আসলে ইনি আর কেউ না, সেই যুবক রাকেশ। কারণ এই যাত্রীদের তালিকা অনুযায়ী ওই ১১ জুলাই রাতের ওই ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু দুৰ্ভাগ্যবশত তিনি আর কলকাতা ফেরেননি, তিনি নিখোঁজ, সেইরকমই ডায়েরি করা। আর এই ট্রেনের দুর্ঘটনায় তিনি মারা যান, এমনই জানা যায়, কিন্তু তার দেহ উদ্ধার হয়নি। স্টেশন মাস্টার নিজের মনকে প্রশ্ন করতে থাকে, যে এটা কিভাবে সম্ভব হলো?
আর এই যুবক এতো বছর পরে কেনই বা ফিরে এলো, তাও আবার এই স্টেশনে। গঙ্গারামপুর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো রহস্যময় হয়ে উঠলো। কারণ এইরকম ঘটনা তাদের সাথে বা স্টেশনে এই ঘটতে দেখা গেলো। স্টেশন মাস্টার একপ্রকার অস্থিরতা বোধ করতে লাগে সারাক্ষন, সমস্ত রাত এই ঘটনার ভাবনায় কাটিয়ে দিয়েছেন। সকালে তিনি আবার অফিসে এসে সমস্ত পুরোনো রেকর্ড বের করলেন এবং সেখানে ঘাঁটতে ঘাঁটতে একটা পড়ে থাকা মোটা খাম দেখতে পেলেন।....
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
Absolutely gripping, @winkles! The mystery surrounding the "last train passenger" is so well-crafted. I love how you've woven together elements of local folklore and suspense. The image adds a fantastic visual element that enhances the story's eerie atmosphere.
The station master's growing dread as he uncovers the truth about Rakesh is palpable! I'm on the edge of my seat wondering what's in that thick envelope. Your storytelling is drawing readers in, and I can see why this post is trending.
For those reading, have you ever experienced anything unexplainable? What do you think is in the envelope? Let's hear your theories in the comments! Looking forward to the next installment, @winkles!