শান্তিনিকেতন ভ্রমন ( পর্ব ২৯)
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে শান্তিনিকেতন ভ্রমণ এর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এখানে একটি ছোট কৃত্তিম পুকুর আর কিছু রাজহাঁসের দৃশ্য দেখতে পাবেন। এখানে কৃত্তিম পুকুরটি পাথরের ঘেরোয়া দিয়ে তৈরি করা এবং এখানে ছোট আকারের একটি জলাশয়ের সৃষ্টি করেছে। এখানে জলাশয়ের মাঝখানে কয়েকটি রাজহাঁসের মূর্তি স্থাপন করেছে। এই রাজহাঁসগুলো এমনভাবে পাথরের মাধ্যমে খোদাই করে তৈরি করা, যেন একটা জীবন্ত রাজহাঁসের মতো দেখতে লাগছে। মডেলিংটা করেছে দারুন শিল্পী। এটি একধরণের আলঙ্কারিক দৃশ্য। এরপরে একটি ঘরের মতো দেখা যাচ্ছে, তবে এটি মূলত আদিবাসী বা লোকজ আল্পনায় আঁকা গ্যালারির প্রবেশপথ।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই গ্যালারিতে রয়েছে হস্ত চালিত যন্ত্র, ঘর, কৃষিকাজ এর জেনে ব্যবহৃত নানা পাত্র, পশুপাখি, মাছ ইত্যাদি। এই সবকিছুই উপজাতি জীবনধারার এক জীবন্ত প্রতিচ্ছবি। এই দেয়ালে যেসব আর্ট রয়েছে, তাতে এমন কোনো বাদ্যযন্ত্র, কৃষিকাজের যন্ত্রপাতি, ইত্যাদি সহ নানা লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। তবে দৃশ্যটা চমৎকার লাগছে। এই দেয়ালচিত্রে যেসব শিল্প তুলে ধরা হয়েছে, তা সাধারণত পশ্চিমবঙ্গের সাঁওতাল, কল, মুন্ডা, ওরাঁও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে। তবে এইগুলো পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, ছত্রিশগড় এইসব জায়গাতেও পরিচিত। এরপরে একটি সুবিশাল গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, মূর্তিটি যেন সোনালী আভায় ফুটিয়ে তোলা হয়েছে। এটিকে একটা শান্তি এবং আধ্যাত্মিক এর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
তবে এখানে বৌদ্ধ দেব দাঁড়িয়ে যার উপরে সেটাকে একটা বেদি বলে এবং এই বেদিটি পদ্মফুলের উপরে বোঝানো হয়েছে। এই মূর্তিটি বাস্তবে অনেক বড়ো একটি মূর্তি, এটি এখানে দারুন একটি অর্থবহ পরিচয় বহন করেছে। এখানে আরো একটি ভাস্কর্য দেখানো হয়েছে, যেটি মৃৎশিল্প প্রেরিত একটা বিশাল হাড়ির মতো দেখতে কাঠামো। এর উপরে যে স্টাইলের ডিজাইন আঁকা রয়েছে, তা এক আদিবাসী মোটিফ এবং ওয়ারলি স্টাইল। উপরের অংশে ছাউনির মতো খড়ের ছাদ তৈরি করা রয়েছে। এই দৃশ্যটা একটি গ্রামীণ বাংলার ঘরের প্রতীকের মতো দেখতে। এই কাঠামোটি আবার একটি স্ট্যান্ডের উপরে বসানো হয়েছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এরপরে রয়েছে একটি বা তার অধিক কিছু কুটিরের মতো ঘর, যা খড়ের মাধ্যমে ছাউনি দেওয়া রয়েছে। এছাড়া এই কুটিরগুলোর সামনে ছোট ছোট স্তম্ভ বা মাচা নির্মাণ করা হয়েছে। এর গায়ে মূলত যেসব লেখা রয়েছে, তা মূলত এইসব সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে। আর দেয়ালে রয়েছে বিভিন্ন আলপনার মাধ্যমে তৈরি দৃশ্য, এছাড়া এখানে আদিবাসী নৃত্যের দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়া এখানে একটি কুটিরের গায়ে লেখা রয়েছে পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব। এটি পূর্ব ভারতের সংস্কৃতি বা ঐতিহ্যগত দিক থেকে একটি বড়ো উৎসব।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.