সেভ ট্রি, সেভ আর্থ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্ট পোস্টটি একদম ভিন্ন ধরণের অর্থাৎ প্রকৃতির বিষয়কে কেন্দ্র করে তৈরী করেছি। আর্ট এর থিম হচ্ছে "সেভ ট্রি, সেভ আর্থ"। আসলে বর্তমানে প্রাকৃতিক বিপর্যয় এর হার বেড়ে চলেছে। আর সত্যি বলতে এই বছর যেনো প্রকৃতির প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। চারিদিকে বন্যা, অনবরত বৃষ্টি লেগেই আছে। এই সবকিছু হচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে। শহরে একতরফা তুলনা করলে দেখা যাবে অনবরত গাছের সংখ্যা কমে যাওয়ায় এর ভারসাম্য একদম তলানিতে গিয়ে ঠেকেছে।
বর্তমানে গাছ না বাঁচালে পৃথিবীর ধ্বংস হতে বেশি দেরি নেই, তখন এমন পরিস্থিতিতে এসে দাঁড়াবে যে, বিজ্ঞানের শক্তিও বিফলে যাবে। বর্তমানে আমাদের উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ বৃষ্টির কারণে, চারিদিকে বন্যা আর ধস নেমেছে। অনেক মানুষের প্রাণহানিও হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময়ে পাহাড়ি এলাকার দিকে যাওয়া খুবই রিস্ক। তো যাইহোক, আসলে এখানে আমি বিষয়টা প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখার উপরে নির্ভর করে এই আর্ট এর বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি এই আর্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।
![]() |
---|
☫উপকরণ:☫
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মোম রং |
কালার পেন |
রাবার |
✎এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো----
![]() |
---|
❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি বৃত্ত অর্থাৎ পৃথিবীর মতো দেখতে অঙ্কন করে নিয়েছিলাম। এরপর মাঝখান বরাবর গাছ এঁকে নিয়েছিলাম। এরপর এক পাশে ফুলের গাছের মতো এবং অন্য পাশে জল দেওয়ার পাত্র এঁকে দিয়েছিলাম এবং একই সাথে মেঘের আড়ালে সূর্যের দৃশ্য এঁকে দিয়েছিলাম।
![]() |
---|
❖দ্বিতীয় ধাপে- কালো কালার পেন দিয়ে সম্পূর্ণ অঙ্কন এর বিষয়কে রং দিয়ে গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
![]() |
---|
❖তৃতীয় ধাপে- মোম রং দিয়ে পুরো পৃথিবী এবং এবং গাছটিকে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
❖চতুর্থ ধাপে- বাদবাকি অঙ্কন এর বিষয়গুলোকে কালার করে অঙ্কন এখানেই শেষ করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Hello @winkles! Your art post is absolutely stunning and so timely! The "Save Tree, Save Earth" theme really resonates, especially given the recent natural disasters you mentioned. Your artwork beautifully captures the urgency of protecting our environment. I love how you've shown the process step-by-step, making it accessible for others to try. The vibrant colors and the clear message truly make this piece stand out.
It’s fantastic to see art being used to raise awareness about such a critical issue. Keep creating and inspiring! I'm sure many others will be moved by your message. What inspired you to choose this particular style for conveying your message?
গাছপালা বৃক্ষ সাধন আমাদের পরিবেশকে অত্যন্ত সুন্দর এবং মসৃণ রাখে। আপনার আর্ট অত্যন্ত চমৎকার হয়েছে দাদা। প্রত্যেকটা স্টেপ এবং বর্ণনা খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন এরকম চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।