এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫২ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম কালীপুজোর সময়ে। গত পর্বে এই পুজোর কিছু প্যান্ডেলের দৃশ্য তুলে ধরেছিলাম। আজকে এর ভেতরের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। এই পুতুলের মতো কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত বাঁশের তৈরি ঝুড়ি দিয়ে আর বাঁশের বিভিন্ন অংশ দিয়ে বডির ডিজাইন করা। আর ব্যাকগ্রাউন্ড এর ডিজাইনেও স্বস্তিক চিহ্ন দিয়ে বিভিন্ন প্রকারের কুলোর সাহায্যে এই ডিজাইন পরিপূর্ণ করা। এইগুলো দেখতেও অনেক ভালো লাগে আর এমনিতেও এই ডিজাইনের মাধ্যমে সৌন্দর্যটাও বেশ ভালো ফুটে উঠেছে। এরপরে আরো একটা ডিজাইন, যা অনেক উচ্চতাসম্পন্ন ভাবে তৈরি করা। এখানে এই ডিজাইনটা মূলত করা হয়েছে একটা ঘোড়ার প্রতিরূপ। লাল কাপড় এবং এক ডজন প্রদীপের মাধ্যমে এটা আলংকারিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো তুলেছিলাম পাথরঘাটা থেকে। এটি সাধারণত কচুয়া লোকনাথ মন্দিরের দিকে যেতে পড়ে। একবার শীতকালের দিকে সেখানে গিয়েছিলাম, আর তখন এই জায়গা থেকে কিছু দৃশ্য ক্যাপচার করেছিলাম। এখানে এটা কিন্তু আসলে একটা নার্সারি। এখানে বিভিন্ন প্রকারের ফল আর ফুলের চারা পাওয়া যায়। এছাড়াও অন্যান্য গাছের চারাও পাওয়া যায়। তবে নার্সারির ভেতরের পরিবেশটা বেশ ভালো লাগে, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকে। আসলে এর ভেতরে বিভিন্ন ফুল ফুটে থাকে আর তার ফলেই পারিপার্শিক পরিবেশটা সুন্দর লাগে। এটা অনেক বড়ো নার্সারি, প্রায় ৫ কাটা জায়গা জুড়ে এটা করা আছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো তুলেছিলাম পদ্দারগঞ্জের দিকে অর্থাৎ বাংলাদেশে। খুলনার সোনাডাঙ্গা থেকে একদিন গ্রামের দিকে যাওয়ার সময় এটা ক্যাপচার করেছিলাম। এটা ঠিক একদম খেয়াঘাটের পাশেই। জায়গাটা বেশ সুন্দর একদম গ্রাম্য পরিবেশ। এখানে আশেপাশেও সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগছিলো, ফলে এখানে কিছু সময় দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এই ধরণের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আসলে প্রকৃতির মায়ায় পড়ে যেতে হয়।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এই আলোকচিত্রগুলো তুলেছিলাম ইস্কন এর ভেতর থেকে। আর এইগুলো আপনারাও চিনে থাকবেন, কারণ এই দুটি ফুল হলো-গাঁদা ফুল আর মোরগ ফুল। এখানে বিভিন্ন ভ্যারাইটির গাঁদা ফুল আছে এবং এইগুলো রোদেলা বেলায় দেখতেও বেশ দারুন লাগছিলো। তবে আমার কাছে কিন্তু এই মোরগ ফুল বেশিই ভালো লাগে। গাছগুলোও দেখতে যেমন সৌন্দর্যের দিক থেকে ভালো লাগে আর ফুলের কালারের দিক থেকেও দারুন লাগে। তবে এখানে এই মোরগ ফুলের গাছ কিন্তু অনেক বড়ো হয়ে থাকে, যদিও অনেক ভ্যারাইটির মধ্যে কিছু ছোট উদ্ভিদ হিসেবেও বেড়ে ওঠে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ সুন্দর।আর শিল্পীরা যে কত নিদারুণ জিনিস ফুটিয়ে তুলতে পারে তা এই বাঁশের কারুকাজ দেখলে বোঝা যায়।প্রকৃতির দৃশ্যগুলি অসাধারণ লেগেছে, ধন্যবাদ আপনাকে।