হারিয়ে যাওয়া নৌকা ( অন্তিম পর্ব )
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "হারিয়ে যাওয়া নৌকা" গল্পটির অন্তিম পর্ব শেয়ার করে নেবো। তো সাগরকে যখন নাবিকটি তার কাছে হাত বাড়িয়ে ডাকলো, যে আমাদের কাছে এসো, এখান থেকে পালানোর কোনো উপায় নেই। সাগর তখন ধীরে ধীরে পিছু হাঁটা শুরু করলো। সে কোনোমোতে মানতে রাজি হলো না যে, আমি এখানে কোনোভাবেই থাকতে পারি না। নাবিকটি তার এই কথা শুনে রেগে উঠলো আর ধমক দিয়ে বললো যে, তোমার ভাগ্যে এখানে থেকে যাওয়াটাই লেখা আছে, তাই তুমি এখানেই থাকবে। এই মুহূর্তে সেই ডায়েরির পাতা থেকে দমকা হাওয়া শুরু হয়ে গেলো এবং সেখানে পাতায় একটা লাইন স্পষ্ট ভাবে জ্বল জ্বল করছে।
লেখাটি ছিল- আলো যেখানে শেষ, মুক্তি সেখানেই....".এই আলোর কথা মনে পড়তেই সাগর ভাবলো, এটাই সেই এল হবে, যেটা তখন দেখেছিলাম। একটা রহস্যময় আলো তখন যেদিক থেকে এসেছিলো, সাগর সেইদিকে যাওয়ার চিন্তা করলো। সাগর আর কোনোকিছু না ভেবে সেই আলোর দিকেই দৌড় শুরু করলো জাহাজের ডেক থেকে। এদিকে ঝড়ের প্রকোপে জাহাজের গায়ে ঢেউ আছড়ে পড়ছে। কিন্তু তার পরেও সামনে এক কোনায় সেই আলো এখনো দেখতে পায় সাগর। সাগর দৌড়ে গিয়ে লাফ দিলো এবং সেই আলোর মধ্যে প্রবেশ করলো। এরপর সাগর আবারো সেই আগের মতো সবকিছু অন্ধকার দেখতে পায়।
কিছু সময় পরে সাগর চোখ খুলতেই সে অনুভব করতে পারলো যে, সূর্যের আলো তার মুখে পড়েছে। এরপর সাগর তখনই উঠে বসলো এবং সে চারিদিকে তাকিয়ে দেখলো যে সেই সৈকতে অর্থাৎ হারিয়ে যাওয়ার আগে যেখানে ছিল। কিন্তু সে দেখলো যে সেই জাহাজটি আর নেই এবং সেই নাবিকটিও নেই। সাগর ভাবতে লাগলো যে, তাহলে কি সবকিছুই স্বপ্ন ছিল!
নাকি এটা একটা সত্যি ঘটনা, যা আমার সাথে ঘটে গেলো! কিন্তু তার হাতে আবার সেই পুরোনো ছবি, যেটা ওই জাহাজের কক্ষে পেয়েছিলো। সেই ছবিটির পিছনে সে দেখতে পায় যে, বড়ো করে লেখা-তুমি পালাতে পেরেছো ঠিকই...কিন্তু কতদিন? এই গল্পটা একটা রহস্যময় গল্প, যেটা একটা রহস্যের মধ্যে দিয়ে শেষ হলো।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
যাক শেষ পর্যন্ত সাগর পালাতে পেরেছে জেনে হাফ ছেড়ে বাঁচলাম।কি এক উত্তেজনা ছিল কি হয় কি হয়? এ ধরনের গল্প গুলো পড়লে মনের মধ্যে কি এক অনুভূতি হয়।মনে হয় আমার সাথেই এমনটা হচ্ছে।অসংখ্য ধন্যবাদ দাদা খুব সুন্দরভাবে গল্পটা শেষ করার জন্য।
আমি তো ভেবেছিলাম সাগর সেই জাহাজ থেকে পালাতেই পারবে না। তবে শেষ পর্যন্ত সাগর পালাতে সক্ষম হয়েছে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। এই গল্পটা পড়ে সত্যিই খুব ভালো লেগেছে দাদা। এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।