এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৬১ )

in আমার বাংলা ব্লগ16 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000040030.jpg
Photo by @winkles

1000040031.jpg
Photo by @winkles

1000040032.jpg
Photo by @winkles

1000040033.jpg
Photo by @winkles

1000040034.jpg
Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্র তুলেছিলাম বাংলাদেশের খুলনা ইউনিভার্সিটি থেকে। এখানে যেদিন গিয়েছিলাম, সেদিন সম্ভবত কিছু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের নামটা ঠিক মনে পড়ছে না। তবে ছাত্রছাত্রীরা মিলে একটা ছোটো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করেছিল। আমরা মোটামুটি ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে চারিদিকে একটু হাঁটা চলা করে আবার অনুষ্ঠানের এখানে চলে এসেছিলাম। গান এর আসরটা বেশ ভালো জমিয়ে তুলেছিল। প্রায় ১ ঘন্টার মত অনুষ্ঠান দেখে বেরিয়ে এসেছিলাম।

1000051784.jpg
Photo by @winkles

1000051785.jpg
Photo by @winkles

1000051786.jpg
Photo by @winkles

1000051787.jpg
Photo by @winkles

1000051788.jpg
Photo by @winkles

1000051789.jpg
Photo by @winkles

1000051790.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম ইকো পার্ক এর ভেতরে। এই জায়গাটা নিয়ে অনেকগুলো ছবি শেয়ার করেছি আগেও। তবে এখানে আরো অনেক কিছুর দৃশ্য রয়েছে। আসলে একটা জায়গার অনেকগুলো দৃশ্য থাকে বা অনেক কিছুই অজানা থাকে। আসলে এই যে ছবি শেয়ার করছি শুধু, এর পেছনে অনেক লম্বা গল্প রয়েছে, যা হয়তো আমরা অনেকে জানি আবার জানিনা। এখানে মমির দৃশ্য রয়েছে, তাছাড়া এখানে অনেকগুলো খোদাইকৃত মূর্তি রয়েছে। এইগুলো অনেক শতাব্দী আগের গল্প এর অংশবিশেষ । এখানে মূর্তির মাধ্যমে বিভিন্ন আঙ্গিকের চিত্রপট তুলে ধরেছে।

1000058217.jpg
Photo by @winkles

1000058218.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম তারাপিঠ যাওয়ার সময়। আমরা হাইওয়ে ধরে যেতে চেয়েছিলাম বেশিরভাগই, কিন্তু ভাবলাম গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে যাই। ফলে প্ল্যান চেঞ্জ করে কাটোয়া এর ভেতর দিয়ে গেছিলাম। বেশ মনোরম দৃশ্য, চারিদিকের এই দৃশ্য দেখে আমি একপ্রকার মুগ্ধ হয়ে গেছিলাম। আসলে যখন বহু দিন পরে গ্রামের এই সৌন্দর্য চোখে পড়ে, তখন দেখলে মনের মধ্যে ফিলিংস এর আকর্ষণটা বেশি হয়ে যায়। এমন মনে হয় যেনো, এই সৌন্দর্য ছেড়ে আর মন যেতে চায় না। আর আমার কাছে এইরকম নির্মল প্রকৃতি অনেক ভালো লাগে।

1000022645.jpg
Photo by @winkles

1000022646.jpg
Photo by @winkles

এই আলোকচিত্র তুলেছিলাম একটি লেকের থেকে। অনেকদিন আগে একবার একটা লেকের দিকে ঘুরতে গিয়েছিলাম, তখন দৃশ্যটা তুলেছিলাম ক্যামেরায়। বিকেলের মুহূর্তে যেকোনো লেকের বা ঘেরের দৃশ্য হোক না কেনো, দেখতে দারুণ মজা লাগে। এখানে এই দৃশ্যের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, এখানে বিকেলের মুহূর্তে যে সূর্যের কিরণটা পড়েছে, তার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যটা কেমন লাগছে! তাছাড়া এখানে লেকের মধ্যে অনেকে বোটিং করে থাকে, যা দেখতে অসাধারণ লাগে ওই মুহূর্তে। আসলে এই ধরণের বিষয়টা যতো ভালো উপভোগ করা যাবে, ততো ভালো লাগবে নিজের কাছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png