মেঘলা বিকেলে অচেনা ডাক ( পর্ব ৩ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "মেঘলা বিকেলে অচেনা ডাক" গল্পটির তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো অরিত্র যখন তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করে, তখন ওই লোকটি হাসতে থাকে। হাসতে হাসতে লোকটি অরিত্রকে বললো-আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি কি জানতে, তোমার ভাই শেষের দিকে কি নিয়ে কাজ করছিলো? অরিত্র শুনে তো চমকে যায়। কারো অরিত্র তার ভাইয়ের কোনো কাজ সম্পর্কেই জানতো না অর্থাৎ সে জানতো তার ভাই কোনো কাজ করতো না। তবে তার মনে পড়ে যে, একবারের জন্য এমন মনে হয়েছিল যে, তার ভাই কিছু একটা লুকোচ্ছে। কারণ হঠাৎ হঠাৎ রাতে বাইরে যাওয়া, ল্যাপটপে লুকিয়ে লুকিয়ে কি যেন করা। তবে তার ভাই নাকি বারবার একটা কথাই বলতো, যে- আমি বড়ো কিছু আবিষ্কার করতে চলেছি কিছু দিনের মধ্যে।
লোকটি তখন বলে-তোমার থেকে তোমার ভাই বেশি বুদ্ধিমান ছিল। তবে অতিরিক্ত চালাকি করতে গিয়ে নিজেই এখন ফাঁদে পড়ে গিয়েছে। এখন তুমি যদি তোমার ভাইকে ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমাকে আমাদের সংগঠনে যোগদান করতে হবে। আমাদের এই কাগজে একটা সাইন করে দাও। লোকটি একটা ফর্ম দেয়, তাতে উপরে "প্রজেক্ট অবলিভিয়ান" বলে লেখা ছিল। অরিত্র সাইন করার আগে চিন্তায় পড়ে গেলো, যে জানিনা চিনিনা, সেই অজানা সংগঠনের হাতে নিজেকে তুলে দেবো? অরিত্র সেই ফর্মটা হাতে নিয়ে কিছুক্ষন চুপচাপ ভাবতে থাকে। কিন্তু তার চোখে যেন তার ভাইয়ের মুখটা ভাসতে থাকে।
এরপর অরিত্র আর নিজের দিকে কিছু না ভেবে ভাইয়ের মুখ চেয়ে অর্থাৎ তাকে কাছে ফিরে পাওয়ার আসায় কলমটা শেষ পর্যন্ত তুলে নিয়ে সাইন করে দেয়। এরপর সাথে সাথে অরিত্রর জন্য কালো গাড়ির দরোজাটা খুলে গেলো। ভেতরে যাওয়ার সাথে সাথে তার মুখটা কাপড় দিয়ে ঢেকে দেয়, যেন সে তাদের যাওয়ার রাস্তা না চিনতে পারে। এরপর গাড়িটা ছুটে চলে গেলো শহরের বাইরে। এইভাবে গাড়িটি ঘন্টাখানেক চলার পরে থামে একটি জঙ্গল মতো জায়গায়। এরপর অরিত্রর মুখের উপর থেকে কাপড় সরিয়ে নিলে দেখে সামনে বিশাল গভীর একটা বাঙ্কারের মতো। ওখানে আবার বড়ো করে সাইনবোর্ড খাটানো আছে-"অবলিভিয়ান ল্যাব"।
ওখানে একজন মহিলা অরিত্রর সম্মুখে এসে পরিচয় দেয় যে- "সেই একজন এই প্রজেক্টের সেকেন্ড ইন কমান্ড এবং তার নাম কৃতি সান্যাল। আর তার ভাইও তাদের সাথে কাজ করতো এবং সে তাদের প্রধান গবেষক ছিল এই প্রজেক্টের। ও একটা খুব ভয়ঙ্কর আবিষ্কারের কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু.." অরিত্রর আর তর সইলো না, তারপর কি হলো জানার জন্য ছটপট করতে লাগলো। কিন্তু কৃতি সান্যাল চুপচাপ থাকে। এরপর বলে- আমরা তাকে হারিয়ে ফেলেছি। একটা গোপন ফাইল ডিকোড করতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আমাদের মনে হয় কেউ তাকে তুলে নিয়ে গেছে এবিং তার মস্তিষ্কের ডাটা কেউ হ্যাক করেছে। এইসব শুনে অরিত্রর মাথা ঘুরতে থাকে, ভাই কি ভয়ানক জিনিস আবিষ্কার করতে যাচ্ছিলো! এইসব শুনে অরিত্র অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।.....
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @winkles, "মেঘলা বিকেলে অচেনা ডাক" (Cloudy Afternoon, Mysterious Call) is gripping! This third installment has me on the edge of my seat. The suspense is masterfully built as অরিত্র dives into the unknown to find his brother. "Project Oblivion" sounds incredibly ominous, and the twist about his brother's research and potential abduction is fantastic!
The OpenAI-generated image adds a great touch. I am impressed with the storytelling; it's easy to get lost in the narrative and root for অরিত্র. I can't wait to see what happens next in the "অবলিভিয়ান ল্যাব" (Oblivion Lab). Great work! I am resteeming and sharing this with my followers! What dark secrets do you think অরিত্র will uncover? Let's discuss!