প্রকৃতির মাঝে কচ্ছপের ভ্রমণের দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে। অনেকদিন প্রাকৃতিক দৃশ্যের কোনো আর্ট করা হয় না, তাই এইবার ভাবলাম একটা প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে কিছু একটা আর্ট করবো। এই আর্টটি মূলত দুটি কচ্ছপকে কেন্দ্র করে তৈরী করেছিলাম অর্থাৎ এখানে বিষয়টা এমনভাবে দেখিয়েছি যে, দুটি কচ্ছপ প্রকৃতির মাঝে নদীর পাড়ে নির্জন পরিবেশে হেঁটে বেড়াচ্ছে। এই দৃশ্য কিছুটা রোদেলা দুপুরের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।
কচ্ছপ যখন গুটি গুটি পায়ে হাঁটে, তখন এই দৃশ্যটা দেখতে একপ্রকার দারুণ লাগে। এছাড়া এই আর্ট এর মধ্যে দূরের নীল আকাশে উড়ে বেড়াচ্ছে পাখির দল আর নদীর ধারে গাছপালার ছায়া যেনো আরো শান্তি এনে দিচ্ছে চারিপাশে । পুরো প্রাকৃতিক বিষয়টাকে এই দুটি কচ্ছপ এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নীল নদীর পাশে বিষয়টা একপ্রকার দারুণ লাগছে আঁকার পরে। আশা করি আপনাদের কাছেও অঙ্কনটি ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাবো।
![]() |
---|
☫উপকরণ:☫
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
রাবার |
✎এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---
![]() |
---|
➤প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের বিষয়গুলো এঁকে নিয়েছিলাম। যেমন- এখানে দূরে মেঘ, নদী, নদীর পাড়, সেখানে কিছু ঘাসের দৃশ্য। এরপর সেই নদীর পাড়ে দুটি কচ্ছপ নির্জনে হেঁটে বা ভ্রমণ করে বেড়াচ্ছে এমন দৃশ্যের সহিত এঁকে দিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে- আঁকার পরে মার্কার পেন এর কালী দিয়ে আরো গাঢ় করে দিয়েছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে- মোম রং দিয়ে দূরে নীল আকাশ, মেঘে, নদীতে কালার করে দিয়েছিলাম। এরপর দুটি গাছের দৃশ্য এবং পাখির উড়ে যাওয়ার দৃশ্য মোম রং দিয়ে এঁকে দিয়েছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে- এরপর বাকি নদীর পাড়ে রঙ দিয়ে সবুজ ঘাসের আস্তরন এর মতো দেখতে তুলে ধরেছিলাম। এরপর কচ্ছপ দুটিকে কালার করে এখানেই অঙ্কন এর কাজ সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
বরাবরের মতো এবারও চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন দাদা। কচ্ছপ দুটি দেখতে যেমন দারুণ লাগছে,তেমনি প্রাকৃতিক দৃশ্যটাও অঙ্কনের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।