পেঁচার কালারফুল ম্যান্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এটি একটা ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছিলাম। এই ম্যান্ডেলা করেছিলাম একটা পেঁচাকে কেন্দ্র করে। তবে এই ম্যান্ডেলা আর্ট একদম সিম্পল একটি আর্ট এর মাধ্যমে ডিজাইন তুলে ধরেছি। এটাকে যদি সাদা-কালো এর মাধ্যমে তুলে ধরতাম তাহলেও ভালো লাগতো, কিন্তু এটাকে কালার করার মাধ্যমে আরো বেশি সৌন্দর্যের দিক থেকে ফুটে উঠেছে। এমনিতেই যেকোনো আর্ট কালার এর মাধ্যমে ফুটিয়ে তুললে দেখতে অসাধারণ লাগে।
তবে এই ধরণের বিষয়ের উপরে ম্যান্ডেলা ডিজাইন বা আর্ট তৈরী করলে, সেটাকে যদি থ্রিডি আর্টে পরিনত করা যায়, তাহলে দেখতে জাস্ট অসাধারণ লাগে। আমি এমনিতে এইসব আর্ট এর ক্ষেত্রে তেমন কোনো ভাবনাচিন্তা করে বসি না, মনের মধ্যে যেটা আসে, সেটাকেই আর্ট এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো এই আর্ট এর ক্ষেত্রেও সেইভাবে তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর্টটি । এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।
![]() |
---|
❂উপকরণ:❂
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
মোম রং |
রাবার |
❦এখন অঙ্কন এর ধাপগুলো নিচে তুলে ধরা হলো---
![]() |
---|
➤প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে পেঁচার মতো দেখতে একটা শেপ তৈরী করে নিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে- চোখ এঁকে নিয়ে পুরো দৃশ্যের মাঝে ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে- মার্কার পেনের কালী দিয়ে ডিজাইনে হালকা গাঢ় করে দিয়েছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে- আবারো মার্কার পেন এর কালী দিয়ে চোখে গাঢ় করে দিয়েছিলাম এবং সেই সাথে ডিজাইন এর আরো কিছু অংশে কালার করে দিয়েছিলাম।
![]() |
---|
➤পঞ্চম ধাপে- মোম রং দিয়ে সমস্ত ডিজাইন-এ কালার করে দিয়ে অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Absolutely stunning, @winkles! আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ! The way you've centered the design around the owl is brilliant, and the colors you chose truly make it pop. It's amazing how you let your creativity flow without overthinking it, resulting in such a beautiful and unique piece.
Thank you for sharing the step-by-step process – it's so helpful and inspiring for others who want to try their hand at mandala art. I especially appreciate the tip about how 3D art could take this to another level! Keep creating and sharing your amazing art with us!
বন্ধুরা, be sure to check out @winkles's incredible post and show some love and support for their artistic talent! What do you all think of the owl mandala? Let us know in the comments!
দাদা আজ আপনি একটা ভিন্ন রকমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার কালারফুল আর্ট, যেটা দেখতে কিনা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো যত বেশি সময় নিয়ে অঙ্কন করা হয়, তত বেশি সুন্দর হয় আর দেখতে ততই ভালো লাগে। অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইন এঁকেছেন। এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে। পুরোটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
খুব চমৎকার একটা আর্ট আজ দেখতে পেলাম।আপনি বরাবরই দারুন আর্ট করেন দাদা।আমার ভীষণ ভালো লাগে আপনার নানান রকমের আর্ট গুলো দেখে।আজকের কালারফুল ম্যান্ডেলা ডিজাইনটি দারুন হয়েছে।ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
পেঁচার কালারফুল ম্যান্ডেলা খুবই দুর্দান্ত হয়েছে। আর আপনি চমৎকারভাবে আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।