শঙ্খের ন্যায় একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করেছিলাম একটি ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। ম্যান্ডেলা আর্ট আসলে বিভিন্ন বিষয়ের উপরে ডিজাইনগুলো বিভিন্ন ভাবে দিতে পারলে অনেক সুন্দর লাগে আর তাতে কালার দিতে পারলে তো আরো বেশি ভালো লাগে। আমি এই তারিখ ম্যান্ডেলা আর্ট করার জন্য শঙ্খ বেছে নিয়েছিলাম, শঙ্খ বিষয়টা এমন একটা বিষয়, যাতে যদি সুক্ষ সুক্ষ ডিজাইনগুলো ভালোভাবে দিয়ে দেওয়া যায়, তাহলে অসাধারণ লাগে। তাছাড়া ম্যান্ডেলা আর্ট এর মূল কেন্দ্রবিন্দুকে ঘিরেই গঠিত হয়ে থাকে। একটু এদিক ওদিক হলেই ডিজাইন ভেস্তে যায়।
এটি ঠিকঠাক ভাবে করতে পারলে যেমন আকর্ষণীয় লাগে দৃষ্টিকোণ থেকে, আবার যদি ডিজাইনে কোনো ত্রুটি থেকে যায়, তাহলে সেটার সৌন্দর্যও হারিয়ে যায়। আমরা সাধারণত মূল বিষয়ের উপরে যেসব ম্যান্ডেলা করে থাকি, তার প্রায় কিন্তু জ্যামিতিক ধরণের হয়ে থাকে, যা একপ্রকার আধ্যাতিক প্রতীকী বহন করে থাকে। আমার এই ম্যান্ডেলা আর্টটি কিছুটা জ্যামিতিক আকার ধারণ করেছে আঁকার পরে। কারণ এখানে ছোট ছোট ফুল এবং পাতার আকারে ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে। যাইহোক, এই ম্যান্ডেলা আর্টটি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।
![]() |
---|
☫উপকরণ:☫
আর্ট পেপার |
---|
বোর্ড |
স্কেচ পেন্সিল |
মার্কার পেন |
কালার পেন |
রাবার |
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
![]() |
---|
➤প্রথম ধাপে- একটি শঙ্খ আকৃতির মতো দেখতে পুরোপুরি তৈরি করে নিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে- অঙ্কনের পরে তাতে বিভিন্ন আকারের ডিজাইনে সুসজ্জিত করে একটি ম্যান্ডেলা ডিজাইনে পরিণত করেছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে- এই ম্যান্ডেলা ডিজাইনগুলোতে মার্কার পেনের কালী দিয়ে আরো দৃষ্টিনন্দন করেছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে- বিভিন্ন কালার পেনের সাহায্যে সম্পূর্ণ শঙ্খের ম্যান্ডেলা ডিজাইনে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




ম্যান্ডেলা আর্ট এর বৈশিষ্ট্যই হলো সুন্দর ডিজাইনের মিল রেখে ডিজাইনগুলো করা।যদি একইভাবে করা যায় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজকের আর্টের থিম হিসেবে শঙখ বেছে নিয়েছেন এবং ম্যান্ডেলায় রূপ দিয়েছেন। তার পাশাপাশি কালার করেছেন, সবকিছু মিলিয়ে ম্যান্ডেলাটা দারুন হয়েছে দাদা। আপনার করা প্রতিটি আর্ট আমার ভীষণ ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার সুন্দর একদমই ঠিকঠাক ভাবেই শঙ্খের ম্যাডেলা আর্ট করেছেন দাদা।অসাধারণ সুন্দর হয়েছে শঙ্খেরের ম্যান্ডেলাটি।খুবই আকর্ষণ লাগছে।চোখ আটকে যাওয়ার মতোই একটি আর্ট। ধাপে ধাপে অসাধারণ সুন্দর করে ম্যান্ডেলা আর্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ওয়াও! এককথায় দুর্দান্ত একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন দাদা। ডিজাইন গুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। তাছাড়া কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। সবমিলিয়ে আর্টটি আমার খুব ভালো লেগেছে। যাইহোক এমন নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
আপনার ম্যান্ডেলা আর্টের দারুন বর্ণনায় বোঝা যাচ্ছে, এটি কতটা নিখুঁত ও মনোযোগ দিয়ে আপনি তৈরি করেছেন। শঙ্খের মতো সূক্ষ্ম ও জ্যামিতিক কাঠামোতে ম্যান্ডেলা ডিজাইন আনার ধারণাটি সত্যিই চমৎকার। বিশেষ করে ফুল ও পাতার সংযোজন এটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। নিখুঁতভাবে আঁকা ম্যান্ডেলা আর্টের সৌন্দর্য অন্যরকম এক প্রশান্তি দিচ্ছে । ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা আপনি আজকে কালারফুল ভাবে একটা ম্যান্ডেলা আর্ট করেছেন, যেটা অনেক সুন্দর হয়েছে। শঙ্খের ন্যায় এই কালারফুল ম্যান্ডেলার ডিজাইন করার কারণে দেখতে ভালো লাগছে। এতটা নিখুঁতভাবে পুরোটা কমপ্লিট করেছেন এটা দেখে তো মুগ্ধ হয়েছি। বুঝতেই পারছি এই ম্যান্ডেলা আর্ট করতে আপনার অনেক সময় লেগেছিল। ধন্যবাদ দাদা দক্ষতার সাথে সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করার জন্য।
কালারফুল ম্যান্ডেলা ডিজাইন অসাধারণ অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত দক্ষতার সাথে আপনি এই ডিজাইনটি করেছেন। কালারফুল ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
শঙ্খের ন্যায় একটি কালারফুল ডিজাইন অংকন করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন দেখতে চমৎকার লাগছে দাদা। বিশেষ করে পুরো আর্ট একদম কালারফুল ভাবে তুলে ধরেছেন বলেন বেশি পছন্দ হয়েছে যাই হোক আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মেন্ডেলা আর্ট গুলো সব সময় ব্যতিক্রম হয়ে থাকে। আজকেও শঙ্খের উপর কি নিখুঁতভাবে একটা অভাবনীয় ডিজাইন করেছেন দেখে চোখ জুড়িয়ে গেল। আপনার প্রতিভার প্রশংসা না করে থাকতে পারছি না। মুগ্ধতা রেখে গেলাম।
এটা একদম ঠিক বলেছেন দাদা যখন কোন ডিজাইনের সামান্য ত্রুটি হয় তখন ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দাদা আপনার ডিজাইন করা প্রত্যেকটা আর্ট অনেক ভালো লাগে দেখতে। শঙ্খের আর্ট খুবই সুন্দর হয়েছে।