হঠাৎ মন খারাপ নিয়ে কথা || ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য
আসসালামু-আলাইকুম
কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুল্লিলাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আবারও চলে আসলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। হঠাৎ করে একটা খারাপ খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। আমাদের এলাকার এক ছেলে খুবই অল্প বয়স তার। গতকাল রাতে স্টোক করে মারা গেছে। এই খবর শুনার পর থেকে অনেক খারাপ লাগতে শুরু করলো। আবার ভিতরে কেমন জানি একটা ভয় কাজ করলো। একদিন তো আমাকেও এভাবে চলে যেতে হবে কিন্তু আমি কি এমন কোনো ভালো কাজ করেছি যা আমার সঙ্গে যাবে।
ছোটবেলায় আমাদের বাড়িতে কত মানুষ ছিল। এক এক করে সবাই চলে গেছে। আমাদের সেই এলাকাটা কেমন জানি দিন দিন অচেনা হয়ে ওঠেছে। আমার বাব-চাচারা চার ভাই ছিল আর আমার বাবাসহ তিন চলে গেছে না ফেরার দেশে। এখন একজন রয়েছে আর আমার সেই চাচাও মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। মাঝে মাঝে নিজেকে একা একা লাগে।এসব কথা চিন্তা করলেই শরীরের পশম দাঁড়িয়ে যায়।
আজ সেই চেনা গ্রাম কেমন জানি অচেনা হয়ে ওঠেছে। নিজের কাছে মনে হচ্ছে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি। আমার আপন চাচাতো ভাইও অল্প বয়সে সাপের কামড়ে মারা ঘিয়েছে। তারও একটা কাহিনি আছে আরেকদিন শেয়ার করবো। আজ হয়তো আমার কথা সবাই ভাবে, আমার কষ্ট হলে কেউ কান্না করে, সবাই আমাকে চিনে কিন্তু যেদিন দু'চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন আর কেউ পাশে থাকবেনা। দু'দিন সবাই আমার জন্য কান্না করবো তারপর সবাই ভুলে যাবে।
আজ জানিনা কেন জানি এই কথাগুলো মাথার ভিতরে ঘুরছে আর অনেক খারাপ লাগছে। দুই দিনের এই দুনিয়াতে মানুষ কত অহংকার দেখায়। মানুষ যেদিন এই পৃথিবীতে আসে তখন অনেক কান্না করে কারণ সে এই পৃথিবীতে আসতে চায় না কিন্তু যখন চলে আসে তখন রঙিন দুনিয়ার মোহে পড়ে একদিন সে যেতে চায়। তখন আবার সে এই পৃথিবী ছেড়ে চলে যাবার সময় অনেক কান্না করে। আমার কাছে মনে হয় মানুষের জীবনের মূল্য খুব অল্প সময়ের জন্য। কিন্তু আমরা তা জেনেও সেই সময়টাকে কাজে লাগতে পারিনা।
আমরা অনেক বলি এত অল্প বয়সে মারা গেছে কিন্তু তার একবারও এটা চিন্তা করি না তার মৃত্যু এতটুকু সময় পর্যন্তই বিধাতা তার কপালে লিখে রেখেছেন।মৃত্যুর কথা ভাবতে গেলেই আর কোনো কিছু ভালো লাগেনা। যাকে ভালোবেসে বিয়ে করেছি সেও দেখা যাবে মারা যাবার তিনদিন পর বিয়ে করে নিয়ে এসেছে। এই তো দুনিয়ার নিয়মনীতি। অনেক সময় টাকা পয়সা আছে বলে দেখা যায় আপনাকে সবাই ভালোবাসে কিন্তু আজ মারা যান দেখবেন সবাই বলবে এই লোকটি চলে গিয়েছে বলে ভালো হয়েছে। এই হলো আমাদের এই রঙিন দুনিয়ার নিয়মনীতি।
মনে হচ্ছে এই কথাগুলো শেয়ার করতে পেরে খুব ভালো লাতেছে। আমি অনেক চাপা স্বভাবের একটি মেয়ে। কখনো মন খারাপ হলেও কারো কাছে প্রকাশ করতে পারি না কিন্তু আজ যখন লেখার মাধ্যমে আমার মন খারাপ আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তখন সত্যি অনেক ভালো লাগছে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power

Twitter Share
https://twitter.com/TanjimaAkter16/status/1559408829569191936?s=20&t=eQRL_MvFm4HvOgfWj_cNug
আসলে আপু কার মৃত্যু কখন হয় এটা আসলে বলা মুশকিল। আপনার চাচাতো ভাই সাপের কামড়ে মারা গিয়েছে এটা শুনে আসলেই খারাপ লাগলো। এটা আসলে ঠিক বলেছেন মানুষ মারা গেলে বেশিদিন মনে রাখে না। অথচ আমরা কতো অহংকার করে থাকি।
হ্যাঁ ভাইয়া কার মৃত্যু কিভাবে হয় বলা যায়না। এত অল্প সময়ের জন্য এসেও মানুষের অহংকারের শেষ নেই। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
একদিন আমাদেরকেও সবার চলে যেতে হবে ।আমরা এই পৃথিবীতে সারা জীবন বাঁচতে আসিনি ।আপনার বাবা চাচারা চার ভাই চার ভাইয়ের ভেতর তিনজন মারা গিয়েছে। আর একজন আছে শুনে অনেক খারাপ লাগলো ।দোয়া করি যে একজন আছে সে যেন ভালো থাকে।
আপু আমার সেই চাচাও মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে পড়ে। আপু এই পৃথিবীতে আমাদের সবার সময় খুবই অল্প তারপরও বিভিন্ন স্বপ্ন দেখি।সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ