আমার বাংলা ব্লগ: কতগুলো আকাশের আলোকচিত্র⛅


আসসালমুআলাইকুম, আমি @sabbirrr বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আকাশের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো।আমি আপনাদের মাঝে বিভিন্ন সময়ে তোলা কিছু আকাশের আলোকচিত্র প্রদর্শনী করবো।

IMG_20210615_174616.jpg

আকাশ আল্লাহ তা,আলা র একটি বিশেষ রহমত। এই আকাশের সৌন্দর্য এত বেশি যার গুণাবলী শেষ করা যাবে না। আকাশ যে কত রকমের রং বদল করে আমি সেটা বলতে পারবো না। আকাশে ক্ষনিকেই তার রূপ পাল্টে নতুন সৌন্দর্য উপহার দেয়।

IMG_20210615_174545.jpg

এই পৃথিবী থেকে আমরা আকাশকে উপভোগ করে থাকি। কিন্তু আকাশ নিয়ে ভাবলে অবাক হয়ে যাই। এটা আল্লাহর এত নেয়ামত যে আল্লাহ তাআলা এত বড় আকাশ আমাদের মাথার উপরে বিনা খুঁটিতে সেট করে রেখেছে।

IMG_20210615_174530.jpg

তাছাড়াও আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে আকাশ নিয়ে চিন্তা করতে বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা আকাশের দিকে তাকাও আকাশে কি কোনো ফাটল দেখতে পাও? অথচ আমরা ফাটল খুঁজতে গিয়ে আমাদের দৃষ্টি বার বার জমিনে চলে আসে।

IMG_20210528_134629.jpg

আকাশের রূপ সৌন্দর্য আল্লাহর একটি নেয়ামত। আমার কাছে নিল রঙের উপরে সাধা মেঘের ভেলা দেখতে খুবই ভালো লাগে। আকাশের সাধা আব্রা যখন ফুলে উঠে তখন দেখে মনে হয় যেন অজস্র তুলো।

IMG_20210525_140306.jpg

মাঝে মাঝে সাদা মেঘ যেন নীল আকাশকে ঢেকে রাখতে চায়। তখন সাদা আকাশ দেখলে মনে হয় যেন কার্পাস তুলো।

IMG_20210525_071459.jpg

আবার কখনো কখনো আকাশের সাদা মেঘে দেখতে ছড়ানো ছিটানো তুলোর মত লাগে। জন বাতাসে তুলা গুলো ছুটে চলছে।

IMG_20210522_142053.jpg

আকাশে সাদা মেঘটা এতই সাদা যে আমার ফোন থেকে ছবি তোলার সময় যদি আকাশকে ফোকাস করি তাহলে সবুজ প্রকতি যেন কালো রূপ নেয়। তখন আকাশের সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে।

IMG_20210522_124447.jpg

আপনাদের মাঝে আমি বেশ কতগুলো আকাশের আলোকচিত্র উপস্থাপন করেছি। বলা এবং লেখার মধ্যে কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


শুভেচ্ছান্তে @sabbirrr


এই পোস্টের ১০% সুবিধাভোগী @adollaraday


cc:@pennsif


Sort:  

অনেক সুন্দর হয়েছে মেঘের ছবিগুলা

অনেক ধন্যবাদ আপনাকে ❤️

 4 years ago 

খুবই চমৎকার ফটোগ্রাফি ভাই, সবগুলোই চমৎকার শট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই। এরকম উৎসাহ মূলক মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগায় ❤️

 4 years ago 

ভালো ছবি তুলেছেন এবং ভালোই ব্যাখ্যা দিয়েছেন ।আমি প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতি পছন্দ করি। আমার কাছে ছবি গুলো ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাই❤️