স্বরচিত কবিতা // "অচেনা মানুষ"।
শুভ দুপুর 🌅
আজ ২৩ ই জানুয়ারি,
রোজ বৃহস্পতিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
এই দুনিয়াতে মানুষ চেনা বড় দায়। মানুষ যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে নিজেকে পাল্টে ফেলে পারে। আপন মানুষ ভয়ংকর শত্রুতে পরিণত হয়। জীবন তার গতিপথে পারষ্পরিক সম্পর্কের ক্ষেত্রে সফলতা পায় না। অচেনা মানুষের ভিড়ে আপন মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। লোভ ও অহংকারী মানুষ দুনিয়াতে সুখ শান্তি বয়ে আনতে পারে না। সে মানুষ সমাজের কাছে অতি নিকৃষ্ট মানুষে পরিণত হয়। অপরদিকে ভালোবাসার মানুষ গুলো সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে অচেনা মানুষের রূপ নেয়। এ রঙের দুনিয়ায় কেউ আপন নয়, স্বার্থের কাছে সবাই পর। অতি বিশ্বাস ও ভক্তি চোরের লক্ষণ। বিশ্বাস করে বারবার ঠকে গেছি, হেরেছি আমি নিজের কাছে। অচেনা মানুষগুলো মুখোশ পরে আড়ালে হেসেছে। আমি ভেঙে পড়ে একাকীত্বে কেঁদেছি। দিনশেষে সবাই আপন, অপরদিকে স্বার্থের জন্য সবাই অচেনা মানুষ। যাইহোক আমি চেষ্টা করেছি এই সপ্তাহে একটি কবিতা লিখতে। সময়ও ব্যস্ততার কারণে কবিতা লেখা হয় না। আমি চেষ্টা করেছি কিছুটা ছন্দ মিলিয়ে উপস্থাপনা করার জন্য। কেননা কবিতায় ছন্দ থাকলে পাঠকদের পড়তে অনেক ভালো লাগে।
আমি আজকে অচেনা মানুষের ভালোবাসা ও স্বার্থ কবিতার মাঝে প্রকাশ করেছি। "অচেনা মানুষ" কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
"অচেনা মানুষ"
এই রঙের দুনিয়ায়
মানুষ বড় একা,
কথা দিয়ে কোন কাজ নেই
মনে লাগে বড় ব্যথা।
জীবন মানে যন্ত্রনা
মেনে নিতে দোষ কি?
অচেনা মানুষের ভিড়ে
আমি রয়েছি এক কোণে
শীতের ঠান্ডা আবেশ
করেছে আমায় কাবু,
তুমি পাশে থাকলে
শরীরে অনেক উষ্ণতা লাগে।
মানুষ ঘন ঘন রং বদলায়
এই রঙে দুনিয়ায়।
প্রকৃতির অপরূপ মায়া
সব কিছুই যেন অচেনা।
বিপদ মানুষের সঙ্গী
মানুষ কেনো করে অহংকার?
অচেনা মানুষের ভিড়ে
একদিন চলে যাব দুনিয়া ছেড়ে।
বিশ্বাস করে ঠকেছি আমি
চিনতে পারিনি মন,
আপন মানুষ হয় পর
মানুষ বড় অচেনা।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "অচেনা মানুষ" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | কবিতা। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | স্বরচিত কবিতা (অচেনা মানুষ)। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
এই সুন্দর পৃথিবীতে মানুষ চেনা বড়ই কঠিন। আপনি দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা অচেনা মানুষ কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো। দারুন কবিতা লিখেছেন ভাইয়া, বর্তমান সময়টাকে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।
বেশ চমৎকার কবিতা লিখেছেন ভাই। আপনার লেখা কবিতা খুব ভালো লাগলো। অসাধারণ হয়েছে আপনার লেখা আর আপনার অনুভূতি। এ জাতীয় কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
বিশ্বাস করে মানুষ ঠকে গেলেই মানুষ অচেনা হয়ে ওঠে। আসলে কে যে কখন তার স্বার্থসিদ্ধির কারণে বিশ্বাসঘাতকতা করবে তা আমরা আগে থেকে কোনভাবেই টের পাই না। যাইহোক এই বিষয়ে আপনার লেখা কবিতাটি অন্তমিল সমেত ভালোই লাগলো।
একদম মনের কথা বলেছেন ভাই।এই যুগে আপন মানুষ হয়না।সবাই তাদের স্বার্থের জন্যেই আপন হয়।স্বার্থ ফুরালেই সবাই আঘাত করে চলে যায়।অচেনা মানুষ নামের সুন্দর একটি কবিতা লিখেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্যে।
সত্যি এত কিসের অহংকার।সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অচেনা মানুষ কবিতাটি চমৎকার লিখেছেন। কবিতা লাইনগুলো বেশ বাস্তবমুখী হয়েছে। চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে এই পৃথিবীতে মানুষ চেনা সত্যি অনেক বেশি কষ্টকর। কিছু কিছু মানুষের মুখোশ অন্যরকম হয়ে থাকে। সেই মানুষগুলো মুখোশের আড়ালে নিজেদের আসল রূপ লুকিয়ে রাখে। অচেনা মানুষের ভালোবাসা ও স্বার্থ আপনি এই কবিতার মধ্যে প্রকাশ করলেন এটা দেখে অনেক ভালো লাগলো।
পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হয়তো মানুষ চেনা। আমাদের জীবনের একটা বড় সময় আমরা মানুষ না চিনতে পেরেই তো কাটিয়ে দেয়। আর হিংসা অহংকার এগুলো করা পুরোপুরি বোকামি। বেশ দারুণ লাগল আপনার কবিতা টা। সুন্দর লিখেছেন।।