আমার বাংলা ব্লগ, হ্যাংআউট। সবাই সবার জন্য।
আচ্ছালামুয়ালাইকুম
সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট লেখা শুরু করছি।
আশাকরি সবাই ভালই আছেন।
আমিও সবার দোয়ায় ভাল আছি।
মহা ধুমধামে, আজ প্রথম রাতে শুরু এবং শেষ হয়ে গেল, আমার মন ও মস্তিষ্কের কমিউনিটি, আমার বাংলা ব্লগ, আয়োজিত ৩য় প্রতিযোগিতার ফলাফল ঘোষনা অনুষ্ঠান।
কমিউনিটির মডারেটর @shuvo35 ভাইয়ের সঞ্চালনায়, পুর্ব নির্ধারিত সময়ে, হ্যাংআউট শুরু হয়। শুভ ভাইয়ের, শুভেচ্ছা বক্তব্য শুরু হতেই, অংশগ্রহণ কারিগন, একরকম হুমড়ি খেয়ে এতে অংশগ্রহণ করে। সকলের মোটামুটি অংশগ্রহণ নিশ্চিত হওয়া যায়। এসময় শুভ ভাই অনুষ্ঠান শুরুর জন্য @rme বাবুর অনুমতি প্রার্থনা করলে, তিনি অনুষ্ঠান শুরুর অনুমতি দিয়ে দেন।
মুল অনুষ্ঠান শুরু হয়ে যায় ।
প্রথমে প্রতিযোগিতা বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। পর্যায়ক্রমে বিশেষ বিজয়ী এবং হাফিজ ভাই
@hafizullah ঘোষিত কমেন্ট বিজয়ী ৫ জনের নাম ঘোষনা করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, বিজয়ী হতে পারেন নাই কিন্তু হ্যাংআউটে অংশগ্রহণ করেছন।এমন সদস্যদের ২ স্টিম করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিশেষ কার্যক্রম ও প্রশ্নের জবাব দিতে, অন্যান্য মডারেটর ভাইয়েরা, ফাকে ফাকে কথা বলেন। অনেক গঠনমূলক পরামর্শ, আলোচনা এবং সমালোচনার মাধ্যমে, অনুষ্ঠান শেষের দিকে পৌঁছাতে থাকে।
এসময় কমিউনিটিতে ডাইরি গেম লেখার প্রস্তাব আসলে @phantom কর্তৃক ডাইরি গেম না চালানোর কমেন্ট লেখা ভেসে উঠে (তা ডাইরি গেম আমরা চালাবো না)
অল্প পরেই তিনি "খেতে গেলুম" বলে চলে যায়। তার সাথে সবাই বিদায়ি কমেন্ট করে চলে যেতে থাকে।
তার অল্প পরেই @rme সংক্ষিপ্ত হ্যাংআউটের বর্ননা কমিউনিটতে প্রকাশ করেন।
আমি তার লিংকটি এখানে দিলাম।
আজকের হ্যাংআউট এ ঘোষিত কনটেস্ট-০৩ এর বিজয়ী ও বিশেষ বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা
আমার কার্যক্রমে সবাইকে স্বাগতম।