ধন্যবাদ! Gate.io এর Pilot Zone এ $PUSS লিস্টেড
নমস্কার বন্ধুরা,
বিগত কদিন ধরে সবাই মিলে যে পরিমাণে পরিশ্রম করা হয়েছে সেটা অবশেষে সফল। আপনারা সকলে জানেন কদিন যাবৎ Gate.io সাথে $PUSS এর বিশেষ ক্যাম্পেইন চলছিল। সেটার সমাপ্তি ঘটলো হাসিমুখে। যারা যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা নিয়ে অত্যন্ত পরিশ্রম করতে হবে সেটা জানাই ছিলো, দরকার সবার একসাথে এগিয়ে চলা। সবাই মিলে একসাথে কাজ করার ফলে $PUSS Gate.io তে Pilot Zone এ লিস্টেড।
Gate.io তে লিস্টেড হওয়ার সাথে সাথে $PUSS দ্বিতীয় কোন বড় এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেলো। বহু চেষ্টার পরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে, তবে লিস্টেড হওয়ার জন্য আমাদের কাছে একটি চ্যালেঞ্জ ছিলো। যেটা আমরা সবাই মিলে করে ফেলতে পারলাম। ভারতীয় সদস্যর কেউই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারিনি, একমাত্র দাদা ছাড়া। তাই আমার বাংলা ব্লগে বাংলাদেশী সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।
সবচাইতে যেটা ভালো ছিল আমাদের বহু সদস্যরা নিজেদের পাশাপাশি বহু মানুষকেও এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে সাহায্য করেছেন। ধন্যবাদ সেই সমস্ত সদস্যদেরকে আলাদাভাবে কারণ আপনারা যে পরিশ্রম করেছেন সেটাকে কুর্নিশ জানাতেই হয়। আপনারা পরিশ্রম করছেন বলেই $PUSS Gate.io তে Pilot Zone এ লিস্টেড। একটা কথাই আছে না দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। সবাই মিলে আজ পরিশ্রম করা হলো সেই জন্যই আমরা কিছুটা সফলতার মুখ দেখলাম। হয়তো আগামী সময়ে এরকম আরো সুযোগ আসতে পারে। সেজন্য আপনাদেরকে মানসিকভাবে কিছুটা হলেও প্রস্তুতি রাখতে হবে। আগামী দিনে আবার এমন সুযোগ আসলে অবশ্যই আমরা ফের ঝাঁপিয়ে পড়বো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
আমরা আবারও নতুন একটি বড় অর্জন করলাম। আশা করছি গেট আইও এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হ ওয়ার পর পুস কয়েন আরো অনেক দূরে এগিয়ে যাবে। আমরা সকলেই মিলে এতো সুন্দর একটি ক্যাম্পেইন সফল করতে সক্ষম হয়েছি। আশা করছি ভবিষ্যতে এরকম আরো অনেক ক্যাম্পেইন আসবে।
আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই কাজটি যথাযথ হয়েছে। আর এতে করে সবার জন্যই মঙ্গল হয়েছে। আশা করছি এরকম আরো ক্যাম্পেন আসলে সবাই সম্মিলিত ভাবে এগিয়ে নিয়ে যাবে,আর নিজেও চেষ্টা করব। ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
আসলে সবাই মিলে একতাবদ্ধ হয়ে কোনো কাজ করলে সফলতা আসবেই। যদিও আমাদের কমিউনিটির অনেক ইউজার পুস ডিপোজিট করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু পরবর্তীতে সমস্যার সমাধান হয় এবং তারাও পুস কয়েন ডিপোজিট করতে সক্ষম হয়। যাইহোক আমাদের পুস এভাবেই অনেক দূর এগিয়ে যাবে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সবাই মিলে একসঙ্গে কোন কাজ করলে সেটা খুবই সহজ হয়ে যায়। যেমন এই ক্যাম্পেইন টা ছিল। মোটামুটি সবার অংশগ্রহণ থাকায় সম্পন্ন হয়েছে। আশাকরি খুব দ্রুতই Gate.io এর মেইন স্পটেও পুশ লিস্টেড হবে।