৩০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ5 days ago

pu-01.jpeg

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আমি বছরের ৭৩ তম পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।

স্টিমিট যাত্রার পর থেকে পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত ভাবে শুরু করি দিই ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করার মাধ্যমে। শুরুতে লক্ষ্য রাখি, ১০,০০০ SP। প্রতিনিয়ত পাওয়ার আপ করে ২০২২ সালের এপ্রিল মাসে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। লক্ষ্যে পৌঁছে সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালে আমি ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সালে টার্গেট ডিসেম্বর-৩ চালু হলে প্রথম লক্ষ্য রাখি ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে নতুন ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা ২০২৩ সালে পূর্ন করে ফেলি। ২০২৪ সালে ৪৫,০০০ SP-র লক্ষ্য মাত্রা স্থির করে টার্গেট ডিসেম্বর-৪ এগোতে থাকি এবং সেই লক্ষ্যে পৌঁছেও যাই। সবকিছু সম্ভব পর হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদআমার বাংলা ব্লগের ভালোবাসায়।


বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা রেখে এগোতে শুরু করেছিলাম। ইচ্ছে ছিল ২০২৫ শেষ হওয়ার আগে ৬০,০০০ SP পূর্ন করা। যা আমি বছরের সপ্তম মাসেই পূর্ণ করে ফেললাম। আমার আগামী লক্ষ্য ৬৫,০০০ SP। আশা করছি পূর্বের মতোই ফ্যান্টম দার আশীর্বাদ এবং আমার বাংলা ব্লগের ভালোবাসা নিয়ে কাঙ্খিত সেই লক্ষ্যে পৌঁছে যাবো।


পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৬৪,২২২ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৬৪,২৫২ SP।


আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!

পাওয়ার আপ প্রক্রিয়া

  • আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৬৪,২২২।

1000090055.jpg


  • ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে।

30 STEEM.png


  • পাওয়ার আপের পর আমার SP হলো ৬৪,২৫২।

1000090054.jpg


আজকের মতো বিদায় চাইলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Wow, @kingporos, another fantastic power-up post! 🚀 It's incredibly inspiring to see your consistent dedication to powering up and growing your Steem Power. Reaching 60,000 SP is a massive achievement, and it's clear that your hard work and the support from @rme and the "আমার বাংলা ব্লগ" community have been instrumental in your journey. Your transparency in sharing the process with screenshots is also commendable and helps others understand the benefits of powering up. Best of luck on your quest to reach 65,000 SP! What strategies are you planning to use to reach this next goal? Let's hear your thoughts! Keep up the excellent work. 👍

 4 days ago 

আপনি বরাবরের মতো এই সপ্তাহেও ৩০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৬৪,২৫২+ এসপি তে পৌঁছে গেলেন দাদা। আশা করি খুব শীঘ্রই আপনি ৬৫,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।

 3 days ago 

আপনি প্রতি সপ্তাহে ৩০ স্টিম করে পাওয়ার আপ করেন দেখে খুবই ভালো লাগে।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।