দেশের পতাকা, আত্মমর্যাদার প্রতীক

in আমার বাংলা ব্লগ4 months ago

1000062986.png

নমস্কার বন্ধুরা,

জাতীয় পতাকা শুধুমাত্র কাপড় নয়, এটি আমাদের দেশের পরিচয়, আমরা যে দেশে বাস করি তার আত্ম মর্যাদা। কাপড়ের ওই ছোটো টুকরোতে লুকিয়ে থাকে আমাদের ইতিহাস, সেটা নিয়ে আমাদের সকলের গর্ব। ভারতের ত্রিরঙ্গা নিয়ে যখন ভাবতে বসি, তখন মনে অনেক কথা ছেয়ে আসে। স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষেরা কতটা ত্যাগ স্বীকার করেছেন। পতাকার রং পূর্বপুরুষের রক্ত, ঘাম দিয়ে রাঙানো। পতাকার জন্য কতো মানুষকেই না প্রাণ দিতে হয়েছে। তাই পতাকার প্রতি শ্রদ্ধা মানে পূর্বপুরুষের ত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা।

১৫ ই আগস্ট বা ২৬ শে জানুয়ারি হলে আমাদের জাতীয় পতাকার কথা মনে পড়ে যায়। শুধু অফিস চত্বর কিংবা স্কুল/কলেজে উত্তোলনের মধ্যেই আমরা থেমে যাই। অনেক সময় দেখা যায় সেসব জায়গাতে পতাকার অবমাননা। যা দেখে খারাপ লাগে। আসলে দেশের পতাকার প্রতি ভালবাসা মনের গভীরে লুকিয়ে থাকা বিশেষ এক অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ব্যক্তিগত ভাবে যখন দেশের পতাকা দেখি, মনে আলাদা রকমের রোমাঞ্চ থাকে। বহু ভাষাভাষীর মানুষদের ওই একটা জিনিসই এক ছাতার তলায় নিয়ে আসে। যখন চন্দ্রে আমাদের পতাকা দেখি, মঙ্গল গ্রহে ভারতের পতাকা তখন গর্বে বুক ফুলে আসে। সেই বিশেষ সময় গুলোতে আমরা বিভেদ ভুলে একটি দেশের অংশ, একটি ঐতিহ্যের অংশ।

সব মানুষের মধ্যে তার নিজের দেশের পতাকা নিয়ে থাকে ভিন্ন রকমের অনুভূতি। কাজেই পতাকার সম্মান রক্ষা মানে নিজের পরিচয় ও দেশের সম্মান রক্ষা করার মতো। সেখানে যদি সেটাকে অপমানিত হতে দেখি তাহলে খারাপ লাগা স্বাভাবিক। যেকেউ নিজের দেশের পতাকাকে অপমানিত হতে দেখলে মনে হয়, তাহলে মনে হয় আমাদের নিজেদের কেউ অপমান করছে।

অনেক সময় ছোটখাটো অবহেলায় পতাকার মর্যাদা ক্ষুণ্ন হতে দেখি। মূলত কেউই আমরা পতাকার সঠিক ব্যাবহার জানি না। যেমন জাতীয় দিবসে অনেকেই পতাকা কিনি, তারপর সেই মাথায় যার স্থান সেটা অবহেলায় ফেলে দিই। পতাকা আমাদের সবার আত্মপরিচয়, আমাদের গর্ব। তাই আমাদের সবার উচিত দেশের পতাকার যথাযথ সম্মান করা। শুধুমাত্র নিজের দেশের পতাকার সন্মান নয়, সব দেশের পতাকার সন্মান করা উচিত। আসুন, আমরা সবাই মিলে সব দেশের পতাকার যথাযথ সম্মান করি। শুধু আনুষ্ঠানিকতার জন্য নয় বা লোক দেখানোর জন্য নয়, মনের ভেতর থেকে সব দেশের পতাকার প্রতি সন্মান দেখাই। কারণ পতাকা শুধুমাত্র একটি চিহ্ন নয়, এটি একটি দেশের অস্তিত্বর প্রতীক।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

জাতীয় দিবসকে কেন্দ্র করে পতাকা কিনে পরে সেই পতাকার অবমাননা খুব কমন বিষয়। আসলেই পতাকার মর্যাদা রক্ষা করা কঠিন, কারণ মানুষ ওভাবে সচেতনই না ! সকলেরই উচিত সকল দেশের পতাকার প্রতিই যথাযথ সম্মান প্রদর্শন করা।

 4 months ago 

একদম ঠিক বলেছেন দাদা,আমাদের সবার উচিত পৃথিবীর প্রতিটি দেশের পতাকাকে সম্মান করা। কারণ একেকটি পতাকা একেকটি দেশকে প্রতিনিধিত্ব করে। যাইহোক দারুণ লিখেছেন দাদা। সময়োপযোগী একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

জাতীয় দিবসকে কেন্দ্র করে পতাকা ব্যবসার কেন্দ্র গয়ে গেছে। রাস্তার মানুষ যা করে একদিন একটু বেশি ইনকাম করে। ওই সাময়িকটুকুর কথা চিন্তা করতে গিয়েই ভবিষ্যতের কথা কেউ ভাবছে না৷ আসলে আমরা সকলেই স্বল্প চিন্তক সুবিধাবাদী এবং ভোগবিলাসী। আর আমাদের সব কিছুই একটু বেশি মাত্রায় লোক দেখানো৷

এর পরেও যখন কোন অবমাননা ইচ্ছাকৃত ও জ্ঞাত পরিসরে ঘটে তখনই খারাপ লাগে৷ আবেগে আঘাত হয়।

 4 months ago 

প্রত‍্যক টা মানুষ তার নিজের দেশের পতাকা কে সম্মান করে। পতাকা একটা দেশের গৌরবের এবং সার্বভৌমত্বের প্রতিক। এটাকে অবমাননা করা কখনোই ভালো কিছু না। এটা ঘৃণার একটা কাজ। আমাদের উচিত মনের ভেতর থেকে এটাকে ভালোবাসা।