পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক তরুণ সংঘ পর্ব ১

in আমার বাংলা ব্লগ20 days ago

নমস্কার বন্ধুরা,

দমদম পার্ক ভারতচক্রের পূজোর মণ্ডপ থেকে বেরিয়ে গলিপথের হাঁটতে হাঁটতে হারিয়ে গিয়েছিলাম। ম্যাপস দেখে চললে যা হয়, সেটা তো সাধারণ চলাচলের পথ হিসেবেই দেখায় কিন্তু পুজোর সময় তো পথ একটু ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে সৌভাগ্যবশত পাড়ার কয়েকজনের পিছু পিছু আমরা মন্ডপের সামনে পৌছে গেলাম। যদিও পুজো মণ্ডপে গিয়ে পাসের ব্যবহার করতে আমি পারলাম না। ওমা সে কি প্রচন্ড ভিড়। লাইনে দাঁড়িয়ে আছি যেন সামনেই এগোয় না। যদিও অনেকটা সময় পর থেকে যখন লাইন চলা শুরু করলো তখন ঝটপট মন্ডপে পৌঁছে গেলাম। আগের তিনটে মন্ডপের যত সময়ে পুজো পরিক্রমা সম্পূর্ণ করে ফেলেছিলাম, ততটাই সময় শুধুমাত্র দমদম পার্ক তরুণ সংঘের মন্ডপ পর্যন্ত পৌঁছাতেই লেগে গেল।

1000047361.jpg

দমদম পার্ক তরুণ সংঘের ৩৯ তম বর্ষের দুর্গাপুজোতে তাদের ভাবনা, ‘মুক্তধারা’। মূলত এক সামাজিক বার্তা নিয়ে বানানো তরুণ সংঘের থিম কেবল দর্শনীয় নয়, ভাবনার খোরাকও বটে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’ নাটকের শিরোনাম থেকে থিমের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। কবিগুরুর সেই রচনায় জলাধারের উপর রাজশক্তির অধিকার কায়েমের বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, আর প্রকৃতির মুক্ত প্রবাহের প্রতীকী গল্প লেখা। আজকের সময়ে দাঁড়িয়ে সেই নাটক যেন আরো বেশি প্রাসঙ্গিক। সভ্যতার নামে আমরা যে ভাবে প্রকৃতির বুকে আঘাত করছি, তা এক ভয়ংকর বাস্তব। সেই বাস্তবকে এ বছরের মণ্ডপে ফুটিয়ে তুলছে তরুণ সংঘ।

1000047359.jpg

1000047358.jpg

1000047356.jpg

দমদম তরুণ সংঘের উদ্যোগে এক কৃত্রিম পাহাড় কেটে বানানো হয়েছে বাড়ির রূপ। যা বাস্তবের সাথে মিল রেখে বানানো। বর্তমানে বহু জায়গায় পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে রিসর্ট, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, কিংবা পর্যটনের অবকাঠামো। তাতে পাহাড়ি অঞ্চলের ভৌগলিক স্থিতিশীলতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি ধস নামছে এবং জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। ঠিক একই ভাবে, নদীর জলধারাকে কৃত্রিম বাঁধ দিয়ে থামিয়ে দেওয়ার নিদর্শনও আছে। নদী তার নিজের ছন্দে বয়ে চলতে চায়। কিন্তু মানুষের লোভ আর ক্ষমতার দম্ভে নদীকে বেঁধে ফেলতে চায়। এতে নদীর পারিপার্শ্বিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার সাথে মাছের জীবন বৈচিত্র্য ব্যাহত হয়, নদীর পাড় ক্ষয় হয়, বন্যার প্রকৃতি পাল্টে যায়। দুই বার্তাই শিল্পীরা তাঁদের কাজের মাধ্যমে মন্ডপ জুড়ে ফুটিয়ে তুলছেন।

1000047355.jpg

1000047354.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.