পুজো পরিক্রমা ২০২৪: টালা প্রত্যয় পর্ব ২

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার বন্ধুরা,

২০২৪ সালের টালা প্রত্যয়ের দুর্গা পুজোর মন্ডপ এক গভীর ভাবনা। "বিহীন", থিমের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাই প্রতীকী বার্তা ছিল অনেক বেশি। এক বিশাল গোলাকৃতি কাঠামোর মধ্যে পুরো থিমটি বানানো হয়েছে। বাইরে থেকে দেখতে এক রহস্যময় রাজবাড়ির মতোই, মন্ডপের ভেতরে প্রবেশ করতেই নিস্তব্ধ শূন্যতার মুখোমুখি হতে হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি নেই, কোনো কৃত্রিম চাকচিক্য নেই। চারপাশে মৃদু ধূপের গন্ধ, ছায়া আলোয় তৈরি ধোঁয়াশা ময় মন্ডপ, সেই সাথে মন্ত্রোচ্চারণ। মণ্ডপের শুরুটা খাঁড়া উপরে উঠে যেতে হবে। একদম উচ্চতায় উঠে গেলে মন্ডপের নিস্তব্ধতা ভালো ভাবে বোঝা যাচ্ছিলো, যা বিহীনে বিলীন করে দেয়। সেখানে থেকে আবার নীচে নামতে হবে মন্ডপের গর্ভ গৃহের মধ্যে।

1000053630.jpg

1000053629.jpg

মন্ডপের অন্দর পুরোটাই অন্ধকার এবং কৃত্রিম ধোঁয়া, সেই সাথে বিশেষ আলোর ব্যবহার করা হয়েছে। মাঝে লম্বা রড আছে, তার ফাঁক দিয়ে ভেসে আসছে আলো। যেটা মনে হবে ধোঁয়ার মাঝে আলোর ফোয়ারা। আলোর ব্যবহার অসাধারণ, কোথাও বা একেবারে অন্ধকার আবার কোথা হঠাৎ আল জ্বলে উঠছে। তবে বিশেষভাবে সব বানানোর কারণে অলোর উৎস বোঝা সম্ভব ছিল না। মন্ডপের গর্ভ গৃহে বৃত্তের মধ্যে প্রতিষ্ঠিতা হয়েছে মা দুর্গা, তবে দেবীর রূপ এখানে বিমূর্ত। মায়ের চেহারায় নেই রঙের বাহার, নেই আটচালার পূর্ণ সাজ। তার পরিবর্তে এক ধূসর আভায় গড়া প্রতিমা।

1000053631.jpg

1000053635.jpg

1000053634.jpg

1000053632.jpg

অদ্ভূত রকমের অনুভূতি। আলোক সজ্জা, হালকা আলো ছায়ার খেলা, মন্ডপের মূল ভাবনাকে ফুটিয়ে তুলছে। তবে সবার কাছে যেহেতু ইশ্বরের অর্থ আলাদা তাই মন্ডপ সবার কাছে আলাদা আলাদা আর্থ বহন করবে। কিছু অংশে মোমবাতির মতো আলো, আবার কোথাও ধোঁয়ার ভেতর দিয়ে আসা আলোর ফিনকি সময় আর স্থানের সীমানা মুছে দেয়। শূন্যতার এক নতুন পরিমাত্রা।

1000053633.jpg

1000053637.jpg

বিহীন, এক দর্শন, এক অনন্ত শূন্যতার অনুভব, যা থেকেই সব সৃষ্টি শুরু হয়। ইশ্বরের অনুভুতি, ইশ্বরের উপস্থিতি।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Great post! Featured in the hot section by @punicwax.