হেডফোনের ভবলীলা সাঙ্গ
নমস্কার বন্ধুরা,
মাস তিনেক আগে কেনা আমার স্যামসাংয়ের নতুন হেডফোনটার ভবলীলা সাঙ্গ হল আজকে। সকালের শুরুটাই যে এতটা আতঙ্কের মধ্যে হবে সেটা ভাবি নি। বিষয়টা পুরোটা জানলে অনেকের কাছে হাস্যকর লাগলেও আমার কাছে ছিলো যথেষ্ট দুঃখের 😭। মাস কয়েক আগে সর্বক্ষণের ব্যবহারের জন্য একটা হেডফোন কিনেছিলাম যেটা তুলনামূলক একটু শক্তপোক্ত। আর বলাই বাহুল্য যে হেডফোনটা যথেষ্ট ভাল ছিল যেমন শক্ত পোক্ত হওয়ার তেমন কথা বলার জন্য খুন উপযোগী। গান বিশেষ তো শুনি না কিন্তু হ্যাংআউট কিংবা মিটিংয়ে থাকার জন্য হেডফোনটা খুব কাজে দেয়, বাইরের পরিবেশে থাকার সময়েও পরিষ্কার শুনতে পাওয়া যায়। বেশ কয়েকদিন ব্যবহার করছি তবে নষ্ট হওয়ার আগ পর্যন্ত কেউ দেখলে বুঝতেও পারতো না যে হেডফোনটা আমি বেশ দলাই মলাই করে ব্যবহার করি।
যাক ঘটনা খোলসা করেই বলি, মশার উৎপাত থেকে বাঁচতে মশারির ভেতরে রাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছি সেই সুযোগে দুই সন্ত্রাসী আমার হেডফোনটা নিয়ে রীতিমতো ছেলে খেলা করে নষ্ট করেছে। সন্ত্রাসী দুটো আর কেউ নয় ইদানিং পিসির বাড়িতে জন্মানো দুটো বিড়াল ছানা। তারা বড় হওয়ার সাথে সাথেই আমার আমার পিছু পিছু ঘোরা শুরু করেছে কারণ মাঝেমধ্যে আমি তাদেরকে মাছের কাঁটা ঘুষ দিই। আর তারাই শেষমেষ আমার হেডফোনটার ভবলীলা সাঙ্গ করলো।
ভুলটা আমিই করেছিলাম। সাধারণত হেডফোন টাকে ব্যাগে কিংবা আমার কাছে রেখে দিই সেখানে আমি টেবিলের কম্পিউটারের উপর সযত্নে রেখে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে দেখি সেটা আর টেবিলের উপরও নেই। অনেক খোঁজা খুঁজির পরে হেডফোনটা খুঁজে পেলাম টেবিলের নীচে। প্রাথমিকভাবে কিছু বুঝতে না পারলেও হাতে তুলতে বুঝলাম হেডফোনটা ফালাফালা করে কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। তবুও আশা নিয়ে মোবাইলে লাগালাম তারপরে বেশ কিছুক্ষণ গান চালালাম কিন্তু কোনো আওয়াজই নেই।
আমার সন্দেহর তীর গেলো দুই চতুষ্পদ সন্ত্রাসীর উপরেই কারণ তাদেরই একমাত্র সাহস রয়েছে ঘরে এসে এসব বাদরামি করার। তবে আমার কিছুই করার নেই কারণ আমার হাতে কোনো প্রমাণই নেই। বাধ্য হয়ে সন্ত্রাসী দুটোকে বিনা দন্ডে ছেড়ে দিতে বাধ্য হলাম। মনে মনে ভাবলাম হয়তো হেডফোনটিকে ব্লাক টেপ দিলে কাজে লাগানো যেতে পারে কিন্তু যেভাবে ফালাফালা করে দিয়েছে অনেক চেষ্টা করেও সেগুলো জোড়া লাগাতে ব্যর্থ হলাম।

হা হা হা 😄😂
দুই সন্ত্রাসী তাহলে আপনার সর্বনাশ করে ছেড়ে দিলো 😂
তবে যাইহোক সন্ত্রাসী দুটো কিন্তু বেশ কিউট দেখতে।
আপনি যদি একটু সতর্কতা অবলম্বন করতেন তাহলেই হয়তো এমনটা হতো না। কি আর করা নতুন একটি কিনে নিবেন দাদা, আর আমাদের একটা ট্রিট দিয়েন তাহলে আর এমনটা হবে না ইনশাআল্লাহ 😄
সন্ত্রাসীরা এত কিউট যে তাদের শাস্তিও দেওয়া যাবে না। কি আর করবেন বুকে পাথর বেধে কষ্ট হজম করে নিন।আর এবার পারলে Xiaomi dual driver টা কিনে নিয়েন। অনেক দিন পর্যন্ত ভাল সার্ভিস দেবে,সেই সাথে সাউন্ড কোয়ালিটিও চমৎকার।
আপনি ঠিক বলেছেন ভাই হেডফোন দ্বারা গান শোনা হ্যাংআউট বা বিশেষ কোনো কথা বাত্রা জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। দুই সন্ত্রাসের কথা বলেছিলেন, আমি সত্যি ভেবেছিলাম সন্ত্রাস। এটাও ভেবেছিলাম,হেডফোন নিতে এসেছে সন্ত্রাসী 😇। পরে পড়ে বুঝতে পারলাম আপনার পিসির বাড়িতে জন্মানোর দুটো বিড়াল ছানা 🤣। তবে যাই বলেন দাদা আপনার অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে।
কী আর করবেন দাদা মানবিক দিক বিবেচনা করে এবং কোন প্রমাণ যেহেতু নেই আপাতত আসামীদের ক্ষমা করে দেন। তবে আসামী গুলো কিন্তু দেখতে বেশ কিউট। আর এই হেডফোন বিড়ম্বনা আমার থেকে বেশি কেউ সম্মুখীন করেনি দাদা। আমার তো কয়েক মাস পরপরই ইয়ারফোন পরিবর্তন করতে হয় হা হা।
হাহাহা অবশেষে সন্ত্রাসী দুটি আপনার সর্বনাশ করেই দিলো দাদা। গত সপ্তাহে আমার হেডফোনটা অটোমেটিক নষ্ট হয়ে গিয়েছে। প্রায় ৭/৮ মাস ব্যবহার করেছিলাম। নতুন আরেকটি হেডফোন কিনলাম একেজি এর ৪৫০ টাকা দিয়ে। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। দেখা যাক কতোদিন টিকে। যাইহোক দাদা আর আফসোস করে লাভ নেই। এখন থেকে সন্ত্রাসী দুটিকে মাছের কাটা দেওয়া কমিয়ে দিন। এটাই ওদের শাস্তি 😂। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার এই ফালাফালা করা হেডফোন দেখে মনটা খারাপ হয়ে গেলেও সন্ত্রাসীদ্বয়ের কথা জানতে পেরে অনেক্ক্ষণ হাসলাম দাদা। কি আর করার, নতুন হেডফোন ডাকছে আপনাকে।