৩০ স্টিম পাওয়ার আপ
নমস্কার,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আমি বছরের ৭২ তম পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।
স্টিমিট যাত্রার পর থেকে পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত ভাবে শুরু করি দিই ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করার মাধ্যমে। শুরুতে লক্ষ্য রাখি, ১০,০০০ SP। প্রতিনিয়ত পাওয়ার আপ করে ২০২২ সালের এপ্রিল মাসে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। লক্ষ্যে পৌঁছে সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালে আমি ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সালে টার্গেট ডিসেম্বর-৩ চালু হলে প্রথম লক্ষ্য রাখি ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে নতুন ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা ২০২৩ সালে পূর্ন করে ফেলি। ২০২৪ সালে ৪৫,০০০ SP-র লক্ষ্য মাত্রা স্থির করে টার্গেট ডিসেম্বর-৪ এগোতে থাকি এবং সেই লক্ষ্যে পৌঁছেও যাই। সবকিছু সম্ভব পর হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদ ও আমার বাংলা ব্লগের ভালোবাসায়।
বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা রেখে এগোতে শুরু করেছিলাম। ইচ্ছে ছিল ২০২৫ শেষ হওয়ার আগে ৬০,০০০ SP পূর্ন করা। যা আমি বছরের সপ্তম মাসেই পূর্ণ করে ফেললাম। আমার আগামী লক্ষ্য ৬৫,০০০ SP। আশা করছি পূর্বের মতোই ফ্যান্টম দার আশীর্বাদ এবং আমার বাংলা ব্লগের ভালোবাসা নিয়ে কাঙ্খিত সেই লক্ষ্যে পৌঁছে যাবো।
পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৬৪,১১৩ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৬৪,১৪৩ SP।
আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!
- আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৬৪,১১৩।
- ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে।
- পাওয়ার আপের পর আমার SP হলো ৬৪,১৪৩।
আজকের মতো বিদায় চাইলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

@kingporos, নমস্কার! Absolutely fantastic to see you hitting the 60,000 SP milestone! Your dedication to powering up and supporting the Steemit ecosystem is truly inspiring. It's amazing how you've consistently set and achieved your goals since starting with the December-2 target. Your journey from 10,000 SP to now 60,000 SP is a testament to your hard work and the support of the "আমার বাংলা ব্লগ" community and ফ্যান্টম দা.
The clear presentation of your power-up process with screenshots is also super helpful for others looking to grow their SP. Keep up the incredible work, and best of luck on your next goal of 65,000 SP! What strategies do you find most effective for earning and powering up? I'm sure others would love to learn from your experience. 😊
আপনি ৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৬৪,১৪৩+ এসপি তে পৌঁছে গেলেন দাদা। আসলে আমাদের সবার উচিত নিয়মিত পাওয়ার আপ করা। আশা করি খুব শীঘ্রই আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।