দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি আর আমাদের নাভিশ্বাস 🥺 || মধ্যবিত্তরা কতক্ষন টিকবে? 😔
দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি আর আমাদের নাভিশ্বাস 🥺
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। একটা সময় ছিল আমাদের এই দেশ অনেক প্রাণ-প্রাচুর্য সমৃদ্ধ ছিল। সব গ্রামে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ থাকতো কিন্তু এখন আর সেই আনন্দ মুখর পরিবেশ খুব একটা দেখা যায় না। এখন গ্রামীণ অর্থনীতির অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আসলে দ্রব্যমূল্যের চাপ সেই গ্রামগুলোতে এমনভাবেই চেপে ধরেছে মানুষ আর অভাবের তাড়নায় গ্রামে থাকতে পারছে না। গ্রামের মানুষ এখন শহরমুখী হয়ে গেছে। আর শহরে এসেই বা মুক্তি কিসে এখন মধ্যবিত্ত জীবনটা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কাছে ম্লান হয়ে গেছে 🥺। আসলে গত কয়েক বছরের তুলনায় এখন প্রতিটি জিনিসের দাম প্রায় দ্বিগুণ কোনো কোনোটা তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রায় সব মধ্যবিত্ত পরিবারে একটা টানাটানির অবস্থা সৃষ্টি হয়েছে। বলতে পারেন নাভিশ্বাস উঠে গেছে সাধারণ মানুষের ।টিকে থাকা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ এই সময়ে।
এইতো সেদিনের কথা ৫০০ টাকা দিয়ে মাছ মাংস শাকসবজি অনেক কিছুই আনা যেত, এককথায় বাজারের ব্যাগভর্তি হতো। কিন্তু অনেক পরিস্থিতি অনেক বদলে গেছে যেখানে সামান্য সোয়াবিন তেল লিটার প্রতি ২০০ টাকা ছুঁই ছুঁই করছে 🥺 সেখানে এখন ৫০০ টাকার সত্যিই আর তেমন দাম পাওয়া যায় না। আসলে মধ্যবিত্তরা সত্যিই কুলিয়ে উঠতে পারছেনা, বেশ কষ্ট হচ্ছে। তবে একটা ব্যাপার মধ্যবিত্তরা মোটামুটি শিখেছে তা হলো দাম বাড়লে খাবারের চাহিদা কমিয়ে দেয়া। এই ধরুন টমেটো ২০০ টাকা কেজি হয় তাহলে জিনিসটা হয় খেলোনা অথবা চার ভাগের এক ভাগ কিনলো আরকি। এভাবে কি জীবন চলে বলুন? কতদিন এভাবে মধ্যবিত্তরা এই দারিদ্র্যতার কষাঘাতে পিষ্ট হবে 🥺 তবুও দিন এভাবেই চলছে জীবনের সাথে যুদ্ধ করে, যেখানে জীবন মানেই বেদনা আর গ্লানি। তবুও মধ্যবিত্তের এই যুদ্ধ চলছে, তবে পরিস্থিতি সত্যিই অনেক কঠিন হচ্ছে দিন দিন।
এগুলো কি দেখার সত্যিই কেউ নেই ❓
এর উত্তর হলো আছে অবশ্যই আছে। পুরো একটা মন্ত্রনালয় আছে। যেখানে বড় বড় মন্ত্রীগন বড় চেয়ারে বসে বাজার মনিটরিং এর উপর নজর রাখছেন। বাস্তবতা হলো সব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বাজার বাড়লে তাদের কিছু যায় আসেনা কারন সোয়াবিন তেল ১০০০ টাকা লিটার হলেও তাদের কিনে খাওয়ার মতো সামর্থ্য রয়েছে। জনগনের টাকায় এক একজন ফুলে ফেঁপে উঠেছে আর গরিব না খেয়ে কাতরাচ্ছে। এই চলছে যুগ যুগ ধরে। কিছু সিন্ডিকেটের চোরের দল তেল লুকিয়ে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে আর এদের পকেটে কিছু পয়সা গুঁজে দিচ্ছে। কি আর বলবো সব জানি বুঝি কিন্তু কিছু করতে পারিনা আমরা মধ্যবিত্তরা। শুধু মাত্র অভিমান আর অভাবের বোঝা বাড়িয়ে চলি।দিন হয়ত একদিন ফিরবে কিন্তু কতজন মধ্যবিত্ত সত্যিই টিকতে পারবে সেটাই আমার প্রশ্ন রয়ে গেল।🥺
মধ্যবিত্তরা কতক্ষন টিকবে?
সমাজের বিবেকের কাছে প্রশ্ন ❓
সমাজের বিবেকের কাছে প্রশ্ন ❓
ঘোড়ার আন্ধি এখন কর্তাদের চোখে।চামচা দেখায় V দিয়ে। ভাল বর্ণনা ছিল।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আসলে আমার যারা মধ্যবিত্ত রয়েছে তাদের বাস্তব চিত্র খুব করুণ। যে যার মতন করে লুটপাট দুর্নীতি করছে। সরকারের প্রতিটি সেক্টরে সবাই নিজের মতন করে দুর্নীতির মহোৎসব মেতে উঠেছে। এজন্যই কৃষক রাস্তার পাশে না খেয়ে অনাহারে পড়ে থাকে আর একজন সরকারি চাকরিজীবী বছর যেতে না যেতে সম্পদের পাহাড় গড়ে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি ভাই ধন্যবাদ ভালোই বলেছেন 🥀
বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আমাদের দেশের বর্তমানের যেই অবস্থা তাতে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করলে খুব খারাপ লাগে। আয়-রোজগার বাড়েনি কিন্তু দ্রব্য মূল্যের দাম এত পরিমানে বেড়েছে যা বলা যায় না। বর্তমানে বাস্তব প্রেক্ষাপট তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলে ভাই কি বলবো এই এমন পরিস্থিতি সত্যি ভিতিকর আমাদের জন্য।এতো দাম দব্য মূল্যর জা আমাদের লাগামের বাইরে চলে যাচ্ছে।😪😥😥😥😥বিশেষ করে মধ্যবিত্তের বেশি সমস্যা কাউকে বলাও যায়না🙂দারুন একটি পোস্ট ক্রিয়েট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
স্যার আপনি আজকে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি ঠিক বলেছেন যে হারে সব কিছুর দাম বাড়ছে মধ্যবিত্তদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে মধ্যবিত্ত সত্যিই টিকতে পারবে বলে মনা হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
অসংখ্য ধন্যবাদ লিমন চমৎকার মন্তব্যের জন্য 🥀
আমার কিছু বলার ভাষা নেই ভাই। প্রায় প্রতিটা পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিনের পর দিন। কিছুদিন আগে আমিও দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে পোস্ট করেছিলাম। আমাদের কথা শোনার লোক নাই বললেই চলে। যাইহোক অনেক সুন্দর ছিল আপনার পোস্ট টা। বেশ গুছিয়ে লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।
অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
সত্যিই শোনার মতো লোক নেই।
জি ভাই কথাগুলো একদম ঠিক বলেছেন । গতকালকে বাজারে তেল কিনতে গিয়ে যখন শুনি ২০০ টাকা লিটার অবাক হয়ে তাকিয়ে রইলাম। আর বাজার মূল্য বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের জন্য এটা সত্যি কষ্টসাধ্য। কারণ প্রতিনিয়ত জিনিসপত্রের দাম ঠিকই বাড়ছে কিন্তু রোজগারের পরিমাণ বাড়ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে বিষয়গুলো তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀
আমাদের উপার্জন একই আছে কিন্তু পণ্যের মূল্য হো হো করে বেড়ে চলেছে। মধ্যবিত্তের মাথায় হাত কি করবে ভেবে কুল পাচ্ছিনা আমরা। সত্যিই ভাই সময়টা খুব খারাপ যাচ্ছে আমাদের। তবে আশা করছি সবকিছু কাটিয়ে একদিন সুদিন ফিরে আসবে।
ধন্যবাদ ভাই মূল্যবান মতামতের জন্য 🥀
এই বিষয় নিয়ে আমিও অনেক চিন্তিত। আমাদের দেশের যে অবস্থা যারা দুন আনে দিন খায় তাদের অনেক কষ্ট হয়ে যাবে। এখনি সব জিনিসের দাম যে হারে বাড়ছে সামনে আবার রমজান মস। রমজান মাস আসলেই সব কিছুতে আগুন লেগে যায়।
জি ভাই আসলেই খুব কষ্ট হয়ে যাচ্ছে মধ্যবিত্ত মানুষের জন্য, ভীষণ রাগ আর আক্রোশ নিয়ে লিখাটি লিখলাম। কিছু অমানুষের জন্য আমরা আজ বিপদে পড়েছি 😡