মানুষের সাথে জীবনের অভিজ্ঞতা শেয়ার করুন।|| Share life experiences with people.

in আমার বাংলা ব্লগlast year
মানুষের সাথে জীবনের অভিজ্ঞতা শেয়ার করুন

Beige Scrapbook Project Presentation_20241017_210548_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

প্রতিটি মানুষের জীবনের গল্প রয়েছে, রয়েছে শেখার মতো কিংবা উপলব্ধি করার মতো বহু বিষয়। কথায় আছে অভিজ্ঞতার একটা দাম আছে। কথাটা খুব সাধারণ মনে হলেও এর গভীরতা অনেক।
আসলে জীবনকে আমরা যতটা সহজ মনে করি জীবন কিন্তু অনেক জটিল এবং গোলক ধাঁধায় পূর্ণ। মানুষের জীবনে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন দিকে মোড় নিতে শুরু করে। এক্ষেত্রে পরিস্থিতি গুলো মাঝে মাঝে আমাদের অনুকূলে থাকে, আর মাঝে মাঝে এমন খারাপের দিকে যেতে থাকে তখন সত্যিই আর কিছুই করার থাকে না। এই পরিস্থিতির গোলক ধাঁধায় কেউ হয়ে যায় সফল, আবার কেউ কেউ নিয়তির নির্মমতায় আঁধারে চলে যায়। কিছু মানুষ তো পরিস্থিতি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়।

আমরা আমাদের জীবনে চলার পথে ধাপে ধাপে ভুল করি আর এক একটা ভুল আমাদের চরম বিপর্যয়ের দিকে নিয়ে যায়।
ছোট্ট বেলার ভুলগুলো বাবা মা শুধরে দেয়ার চেষ্টা করেন এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে নিজেকে শুধরে নিয়ে এগিয়ে যাই।
মানুষ সবথেকে বড় এবং মারাত্মক যে ভুলগুলো করে তা হলো যৌবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যেখানে আবেগ জাগ্রত হয় এবং বিবেগ ঘুমিয়ে যায়। না আমি বলবো না সবাই এই কাতারের মানুষ, তবে আমার দেখা অধিকাংশ মানুষের ক্ষেত্রে ব্যাপারগুলো ঘটেছে। এই ঘুমন্ত বিবেক আর জাগ্রত আবেগ নিয়ে ভুল করতে করতে এক সময় ভুলের সাগরে হাবুডুবু খায় বহু মানুষ। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না, শুধুমাত্র দম বন্ধ করে কিছুটা সময় পার করে চিরনিদ্রায় শায়িত হওয়া ছাড়া আর কোন পথ খোলা থাকে না।

ঘুমন্ত বিবেক দিয়ে মানুষ যে ভুলগুলো করে একসময় যখন বিবেগ জাগ্রত হলে নিজের কপাল চাপড়াতে থাকে, আর বলে হায় আমি কি ভুল করলাম। যাইহোক এটা হলো ঘুমন্ত বিবেকধারী মানুষের কথা। তবে একটা ব্যাপার রয়েছে, যখন একটা মানুষ ভুল করতে থাকে কিংবা ভুল পথে পা বাড়ায় তখন জীবনে ক্ষতিগ্রস্ত কিংবা কিছু অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদের পাশে দাড়ায় না। কারন হলো সবাই শুধুমাত্র নিজের সুখানুভূতি শেয়ার করতে পছন্দ করে কিন্তু নিজের ভুলগুলো শেয়ার করার মাধ্যমে যে কাউকে সত্যিই আলোর পথে আনা যায় সেটা করতে চায় না। ঘুমন্ত বিবেক জাগ্রত করার ঔষধ হলো নিজের জীবনে করা ভুলগুলোর স্মৃতিচারণ এবং এর ভয়াবহতা প্রকাশ করা।

একমাত্র আপনি যদি নিজের জীবনের ভুলগুলো এবং তার জন্য কতটা খেসারত দিয়েছেন তা কাউকে উপলব্ধি করাতে পারেন, তাহলেই হয়তো কিছু মানুষ জীবনের ছন্দে ফিরে আসতে পারে।
তাই মানুষের সাথে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করুন।
সৃষ্টিকর্তা সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সুন্দর জীবন দান করুন।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 last year 

আপনি খুব সুন্দর পরামর্শ মূলক একটি পোস্টে শেয়ার করলেন যা পড়ে খুবই ভালো লেগেছে। আমরা জীবনে প্রতিনিয়ত ভুল করে শিখে থাকি। আমরা কখন সফল হয় আমার মাঝে মাঝে ব্যর্থ হয়। সেই সুন্দর অভিজ্ঞতা গুলো যখন আমরা সবার সাথে শেয়ার করতে পারি একে অপরের থেকে অনেক কিছু জানতে পারবো। তাছাড়া সফলতার এত সুন্দর পন্হা গুলো সবার কাছে জানা হয়ে যাবে।

 last year 

ভীষণ সুন্দর ও প্রাসঙ্গিক একটি পোস্ট করলেন তো ভাই। বড় গভীর কথা খুব সহজে বলে দিলেন। পড়তে পড়তে ভাবছিলাম আমরা কত কিছুই তো পারিনা। কিন্তু পারলে হয়তো জীবন বড় সহজ হয়ে যেত। আমাদের ধাক্কাগুলো আমরা খুব সহজে মানুষের কাছে প্রকাশ করতেও ভয় পাই। কিন্তু নিজেকে ছন্দে ফিরিয়ে আনার জন্য তা বড়ই জরুরী।

 last year 

আমার জীবনের গল্প গুলো আসলেই স্টিমিট প্লাটফর্মে তুলে ধরা উচিত। আমাদের প্রত্যেকের জীবনে বেশ কিছু ঘটনা রয়েছে। এধরনের বিভিন্ন ধরণের ঘটনা অনেকেই পরে ভালো সিদ্ধান্ত নিতে পারবে আশাকরি। আপনার এধরনের পোস্ট গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

আপনার পোস্ট পড়ে জীবনের মূল্য সম্পর্কে বুঝতে পারলাম। আমাদের উচিত মানুষের সাথে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করা। তাহলে আমরা জীবনের সবচাইতে বড় ভুলগুলো শুধরে নিতে পারব। আপনার পরামর্শমূলক পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাই। আপনার জন্য শুভকামনা রইল,ভালো থাকবেন ভাই।

 last year 

বেশ সুন্দর বিষয়ে উপস্থাপন করেছেন ভাই। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আসলে জীবন খুবই অদ্ভুত এবং বৈচিত্রময়। কখনো সুখ কখনো দুঃখ কখনো হতাশা এই নিয়ে আমাদের জীবন। তবে সবকিছু সাথে আমাদের মেনে নিতে হবে। তাহলে আমরা সুখী হতে পারবো। আসলে আমরা একে অন্যজনের কাছে আমাদের জীবনে সুখ দুঃখ গুলো শেয়ার করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে। আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারবো। এবং আবেগ অনুভূতি হৃদয়ে জড়ো হবে। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

যেখানে আবেগ জাগ্রত হয় এবং বিবেগ ঘুমিয়ে যায়

কথাটা সঠিক বলেছেন ভাই। অধিকাংশ সময় এই ভুলগুলো আমরা করে থাকি সঠিক নির্দেশনা না পাওয়ার জন্য। আপনি যখন আপনার জীবনের অভিজ্ঞতা টা শিক্ষা টা অন‍্যের সাথে শেয়ার করবেন তখন সেটা অন‍্যের জন্য একটা শিক্ষা হিসেবে কাজ করবে।