খালি কলসি বাজে বেশি।|| An empty pitcher is louder.

in আমার বাংলা ব্লগ4 months ago
খালি কলসি বাজে বেশি

Beige Scrapbook Project Presentation_20241227_001237_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

মাঝে মাঝে দেখবেন কিছু মানুষ শুধু শুধু বকবক করে যায়। এদের অতিরঞ্জিত কথাবার্তা আর কার্যকলাপ দেখলে মাথায় রক্ত টকবক করে, তবে নিজেকে সামলিয়ে চলতে হয় আমাদের। এরা মাঝে মাঝে কথা বলতে বলতে এমন লাইন ছাড়া হয়ে যায়, তারা কি বলছে মাঝে মাঝে নিজেরাই বুঝতে পারে না। এদের আসলে খুব সাবধানে সামলে চলতে হয়।

আমরা নিজেদের মনের ভাব, আবেগ অনুভূতি প্রকাশ এবং প্রয়োজনীয় কাজগুলো সারতে কথা বলে থাকি। অধিকাংশ ক্ষেত্রে কথাগুলোর অর্থ এবং বাচনভঙ্গি বেশ বড় ভূমিকা পালন করে সামনের মানুষটির দৃষ্টি আকর্ষণ করতে। নিজের সঠিক অনুভূতি প্রকাশ করতে না পারাটা কতটা কষ্টের তা একমাত্র বাকহীন বোবা মানুষটি জানে, সে যদি একটু কথা বলতে পারতো হয়তো মধুরতম শব্দগুলো তার মুখে শোভা পেতো।

সৃষ্টিকর্তার সবথেকে বড় নিয়ামত গুলোর মধ্যে কথা বলার শক্তি অন্যতম। অথচ নিজের শুন্য মাথা আর হীন মানসিকতার পরিচয় দিয়ে বাজে কথার গাড়ি চালিয়ে দেই, যা থামার নাম নেয় না। আসলে আমাদের চিন্তা করতে হবে শুধুমাত্র কথা বললেই হবেনা, শ্রোতা কিংবা সামনের মানুষটির আমাকে নিয়ে কি ধারণা হচ্ছে সেটাও চিন্তা করতে হবে। কম কথা বলা মানুষগুলো নিজের ব্যাক্তিত্ব এবং ওজন ধরে রাখতে পারে দীর্ঘ মেয়াদে। অপর দিকে শুধু শুধু বকবক করা লোকগুলো হাসি মশকরার পাত্র হয়ে ওঠে খুব তাড়াতাড়ি।

কিছু কিছু মানুষ মনে করে নিজেই নিজের ঢাক ঢোল পিটিয়ে দিলেই বেশ দাম পাওয়া যাবে অন্যের কাছে। আর হুট করেই দেখবেন নিজের নামের পেছনে বেশ কিছু খেতাব আর টাইটেল বসিয়ে নিজেকে ওজনদার মানুষ বানিয়ে ফেলে। এটা কতটা হাস্যকর ব্যাপার যদি মানুষটা একবার বুঝতে পারতো তাহলে হয়তো এই খেতাব গুলো বসানোর আগে অন্তত দশবার চিন্তা করতো।

আসলে খালি কলসি বাজে বেশি, যার মাথায় কিছু নেই, সে আবোলতাবোল তো বকবেই। আমাদের নিজেদের কথায় লাগাম দিয়ে মার্জিতভাবে নিজের বাচনভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র কথা বললেই বাহাদুর হওয়া যায় না, সেই সাথে প্রয়োজন কথায়, মাধুর্য, গভীরতা, বোঝানোর ক্ষমতা এবং স্রোতার দৃষ্টি আকর্ষণের ক্ষমতা। তোমার খালি কলসি একটু কম বাজাও প্রিয়।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 4 months ago 

প্রমোশন

Screenshot_2024-12-27-01-20-37-06_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-27-01-19-56-29_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-27-01-17-32-13_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2024-12-27-01-16-44-28_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2024-12-26-23-14-10-51_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg
 3 months ago 

অনেক বাস্তব একটি বিষয় নিয়ে আজ আপনি আমাদের মাঝে সুন্দর করে পোস্টটি উপস্থাপন করেছেন। আমাদের চারপাশে এমন অনেক লোক আছে। যাদের অনেক কিছু না থাকা সত্ত্বেও নিজেদেরকে অনেক বড় মনে করে অনেক বড় বড় কথা বলে। নিজের প্রশংসা নিজেরাই করে। কিন্তু একবার ভেবে দেখে না যে তার সম্পর্কে তারও আশেপাশের মানুষ কিছু হলেও জানে। কিন্তু ভদ্রতার কারণে কিছু না বলে তার পিছনে হাসাহাসি করে। আপনার আজকের টপিষ্টি পড়ে আমার ভীষণ ভালো লাগলো।

 3 months ago 

আসলে খালি কলসি বাজে বেশি একদমই ঠিক বলেছেন। অনেকেই আছেন যেমন নিজের প্রশংসা নিজে করতে পারেন। হয়তো মনে করেন সে একজন বড় মাপের মানুষ হয়ে গিয়েছি। তবে তাঁর কথা শুনে অনেকেই হাসাহাসি করে যদিও অনেক সময় সেটা মুখে বলে না। আপনার এধরনের পোস্ট গুলো থেকে অনেক কিছু শেখার এবং বোঝার রয়েছে। ভালো লাগলো পোস্ট পড়ে ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আসলে আজ আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন সেগুলো একদম সঠিক কথা। কেননা যারা কম বোঝে অর্থাৎ কম জ্ঞানী মানুষ তারা কিন্তু সব থেকে বেশি কথা বলে। আসলে যারা জ্ঞানী মানুষ তারা সবসময় কম কথা বলে।

 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি টপিক্স নিয়ে আলোচনা করেছেন। আপনার লেখা পোস্ট করতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার তুলে ধরা কথাগুলো সত্যি বাস্তবতা জীবনের সাথে মিলে যায়। খালি কলসি বাজে বেশি এটা আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি। এত সুন্দর ভাবে পোস্ট লিখে আমাদের মাঝে আলোচনা করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

এই কথাটা আমাদের এলাকায় বেশ প্রচলিত। হ্যাঁ একশ্রেণীর মানুষ আছে যারা সমাজের কাছে মূল্যহীন কিন্তু নিজে নিজেই ঢাকঢোল পিটিয়ে নিজেকে মূল্যায়ন হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করে মূলত সেই সমস্ত মানুষের ক্ষেত্রে এই উদাহরণটা বেশি মিলে যায়। চমৎকার কিছু কথা শেয়ার করেছেন ভাই ভালো লাগলো।

 3 months ago 

বাস্তব একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। এটা খুবই সত্যি কথা খালি কলসি বাজে বেশী।অনেকটা অল্পবিদ্যা ভয়ংকরীর মতো। আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা এখন অনেকটা ই বেশী ভাইয়া।লোকজনের পেছনে সেই লোকটি যে সবার হাসির পাত্র,যদি সেকথাটি সে জানতো তবে হয়তো নিজেকে সংযত রাখতো।

 3 months ago 

কথাটা ঠিক বলেছেন ভাই। নিজেই নিজের নামে বিভিন্ন ট‍্যাগ লাগিয়ে দেওয়া বিশেষজ্ঞ দাবি করা শুধু ঐ ব‍্যক্তির অজ্ঞতা প্রকাশ করে।

সত্যিই যে জ্ঞানী সে কখনোই এসব প্রকাশ করবে না। সবসময় কথা কম বলে।

 3 months ago 

গ্রামের চায়ের দোকানে গেলে দেখা যায়। খালি কলসি কিভাবে বাজে। অবশ্য মানুষের জগড়ার সময় ও সেটা বুঝা যায়। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ব্লগ কি লিখেছেন। এই ব্লগ থেকে অনেক কিছুই শেখার আছে। ধন্যবাদ।