আজকের কবিতার নাম:- **ঘুমন্ত পৃথিবী।**

in Steem Sri Lanka14 days ago

আমার পোষ্টে সবাইকে স্বাগতম।

poetry-album-3433279_1280 (1).jpg

Source

আসসালামু আলাইকুম আমি রোদ্দুর। এই প্ল্যাটফর্মে এসেছি নতুন কিছু শেখা ও জানার পাশাপাশি সবার সাথে মিলে কাজ করতে। কবিতা লিখতে ভালোবাসি, ভাবনাগুলো শব্দে গেঁথে প্রকাশ করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে এলাম আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারব।

সবাই চলুন একসাথে গড়ে তুলি সুন্দর এক কমিউনিটি, যেখানে থাকবে বন্ধুত্ব, আর ভালোবাসা।আসলে আমার কবিতা লিখতে তাই কবিতা লিখে নিজের ডাইরির ফাটা ভরপুর করে রেখেছিলাম তাই ভাবলাম আপনাদের মাঝে এক এক করে শেয়ার করি।তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার কবিতা পোষ্ট।

আজকের কবিতার নাম:-

ঘুমন্ত পৃথিবী।
লিখেছি আমি নিজেই।@roddur


রাত নেমেছে চুপচাপ,
নিভে গেছে আলোর ছাপ।
চাঁদ উঠে হাসে আকাশে,
তারার দল খেলে যে পাশে।

পাখিরা সব বাসায় ঘুমায়,
গাছপালাও নরম হাওয়ায়।
নদীর জল বয়ে যায় ধীরে,
শান্ত সুর বাজে তার নীরে।

রাস্তাঘাট ফাঁকা আজ,
গভীর ঘুমে ব্যস্ত সাঁঝ।
ঘুমিয়েছে শহর গ্রাম,
কোনো নেই আর কোলাহলের নাম।

বাচ্চারা ঘুমোয় গল্প শুনে,
স্বপ্নে উড়ে তারা দূর গগনে।
বৃক্ষ, পাখি, জন্তু-জানোয়ার,
সবাই ঘুমায়, নেই কোনো ভার।

পৃথিবী আজ বিশ্রামে,
শান্তি খুঁজে চাঁদের নামে।
কাজের শেষে এই যে নিস্তব্ধতা,
এটাই তার নতুন শক্তি ও কথা।



কবিতা নিয়ে কিছু কথা:-

কবিতায় মনের কথা গুলো সহজেই প্রকাশ করা যায়। যা বলায় কষ্ট হয়, তা লেখা যায় ছন্দে ছন্দে। তাই আমি কবিতা লিখি, নিজের ভালো লাগা, দুঃখ, অভিমান কিংবা স্বপ্নগুলো তুলে ধরি শব্দের খেলায়। এই প্ল্যাটফর্মে কবিতা শেয়ার করে আনন্দ পাই, কারণ এখানে অনেকেই পড়ে, অনুভব করে, ভালোবাসে। কবিতা আমার মনের দরজা খুলে দেয়, তাই লিখি এবং সবার সাথে ভাগ করে নিই আমার মনের কথাগুলো।

সবশেষে নিজেকে নিয়ে কিছু কথা :-

আমি রোদ্দুর, পঞ্চগড় থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই এই প্ল্যাটফর্মে এসেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, সবাই এত আন্তরিক এবং সহানুভূতিশীল। আশা করি আপনাদের সাথেই কাটবে এক সুন্দর যাত্রা, শিখব অনেক কিছু, আর নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই সবসময়। ধন্যবাদ।

🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️

Lot of thanks those steemains who suport me and my post.

@Upvote me (If you like)
@Follow me (As your wish)
@Resteem (If you have time)
@Comment (If it will possible)

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg