আজকের কবিতার নাম:- হঠাৎ বৃষ্টি।
আমার পোষ্টে সবাইকে স্বাগতম।
আসসালামু আলাইকুম আমি রোদ্দুর। এই প্ল্যাটফর্মে এসেছি নতুন কিছু শেখা ও জানার পাশাপাশি সবার সাথে মিলে কাজ করতে। কবিতা লিখতে ভালোবাসি, ভাবনাগুলো শব্দে গেঁথে প্রকাশ করতে ভালো লাগে তাই আপনাদের মাঝে এলাম আশা করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারব।
সবাই চলুন একসাথে গড়ে তুলি সুন্দর এক কমিউনিটি, যেখানে থাকবে বন্ধুত্ব, আর ভালোবাসা।আসলে আমার কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাই কবিতা লিখে নিজের ডাইরির পাতা ভরপুর করে রেখেছিলাম। আর সে জন্য ভাবলাম আপনাদের মাঝে এক এক করে শেয়ার করি।তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার কবিতা পোষ্ট।
আজকের কবিতার নাম:-
হঠাৎ বৃষ্টি।
লিখেছি আমি নিজেই।@roddur
আকাশ জুড়ে মেঘের খেলা,
হঠাৎ করে নেমে এলো বেলা।
রোদেলা দুপুর, গরম হাওয়া,
এক নিমেষে ঠান্ডা চাওয়া।
বাতাসে বাজে বৃষ্টির সুর,
চোখে ধরা দেয় নতুন নূর।
পাতার ফাঁকে ফোঁটা ঝরে,
মাটির গন্ধ প্রাণে ভরে।
ছাতা বিহীন পথিক থামে,
দেয়ালে গা ঠেকিয়ে থামে।
জল ছিটিয়ে যায় ছুটে চলা,
শহরটা পায় ভেজা চোলা।
বাচ্চারা নাচে ভেজা মাঠে,
জল খেলে যায় নুয়ে গাছে।
টিনের চালে টিপ টিপ শব্দ,
মনের মাঝে বাজে প্রেমের নবধ্বনিত রব।
হঠাৎ এই বর্ষার ছোঁয়ায়,
জীবন থামে ক্ষণিক চাওয়ায়।
বৃষ্টি নামে, ফিরে যায়,
স্মৃতির পাতায় ঠিক রয়ে যায়।
কবিতা নিয়ে কিছু কথা:-
কবিতায় মনের কথা গুলো সহজেই প্রকাশ করা যায়। যা বলায় কষ্ট হয়, তা লেখা যায় ছন্দে ছন্দে। তাই আমি কবিতা লিখি, নিজের ভালো লাগা, দুঃখ, অভিমান কিংবা স্বপ্নগুলো তুলে ধরি শব্দের খেলায়। এই প্ল্যাটফর্মে কবিতা শেয়ার করে আনন্দ পাই, কারণ এখানে অনেকেই পড়ে, অনুভব করে, ভালোবাসে। কবিতা আমার মনের দরজা খুলে দেয়, তাই লিখি এবং সবার সাথে ভাগ করে নিই আমার মনের কথাগুলো।
সবশেষে নিজেকে নিয়ে কিছু কথা :-
আমি রোদ্দুর, পঞ্চগড় থেকে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুভূতি আর জীবনের ছোট ছোট গল্পগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকেই এই প্ল্যাটফর্মে এসেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, সবাই এত আন্তরিক এবং সহানুভূতিশীল। আশা করি আপনাদের সাথেই কাটবে এক সুন্দর যাত্রা, শিখব অনেক কিছু, আর নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলব। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট চাই সবসময়। ধন্যবাদ।
🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️🏞️🏝️
Lot of thanks those steemains who suport me and my post.
@Upvote me (If you like)
@Follow me (As your wish)
@Resteem (If you have time)
@Comment (If it will possible)
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin