বাংলাদেশের ঐতিহাসিক স্থান ময়নামতি

in Steem For Tradition2 years ago

STEEM FOR TRADITION
ময়নামতি ঐতিহাসিক স্থান

আসসালামু আলাইকুম। স্টিম ফর ট্রেডিশন কমিউনিটি সকলকে জানাই ও শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সামনে এশিয়া মহাদেশীয় আঞ্চলের সবচেয়ে পুরোনো একটি স্থান সম্পর্কে আলোচনা করব যেটির নাম ময়নামতি

images (4).jpeg

Sourch

বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত ঐতিহাসিক একটি স্থান ময়নামতি। তবে এই ময়নামতির আগের নাম রোহিতগিরি। তবে লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন এই ময়নামতি প্রত্নস্থল।তবে সবথেকে মজার ব্যপার হলো বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ আছে তা একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। ময়নামতি এই যায়গাটিতে কখনো যাওয়া হয়নি তবে আমার ইচ্ছা যে আমি এই যায়গায় বেড়াতে যাব।

অবস্থান

কুমিল্লা জেলায় অবস্থিত এই ময়নামতি ঐতিহাসিক স্থানটি অবস্থিত। ময়নামতি পাহাড়ি এলাকাটি উত্তর দক্ষিণে লম্বায় ১৭ কিলোমিটার এবং প্রস্থে সর্বোচ্চ ৪.৫ কিলোমিটার। আবার উত্তর প্রান্তে রানী ময়নামতির পাহাড় এবং দক্ষিণপ্রান্তে লালমাই পাহাড় অবস্থিত।

ময়নামতির কিছু নিদর্শন

এগুলো আমি বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে সংগ্রহ করেছি। তবে জাদুঘরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো সংগ্রহ করেছি।

20221228_124045.jpg

20221228_124038.jpg

20221228_124042.jpg

IMG-20221229-WA0000.jpg

20221228_124024.jpg

ময়নামতির ইতিহাস

১১ শতকে সমতটের রাজধানী বিক্রমপুরে স্থাপনের পর থেকে ময়নামতি অঞ্চলের গুরুত্ব কমতে থাকে। ১২ শতকে হিন্দু সেন রাজবংশের উত্থান এবং ১৩ শতকে মুসলিমদের অভিযান করার পর থেকে এখানকার বাসিন্দারা নিজ এলাকা ছাড়তে থাকে, আবার অনেকে দেশ ত্যাগ করে আরাকান, কামরূপ, তিব্বত, নেপাল, উড়িষ্যা প্রভৃতি অঞ্চলের দিকে পালিয়ে যায়। এভাবে ১৩ শতকের মধ্যেই ময়নামতি রাজ্য বিলুপ্ত হয়ে যায়। তবে বাংলাদেশে অনেক এরকম নিদর্শন পাওয়া গেছে যেগুলো প্রাচীন কালে ধর্মীয় কাজে ব্যবহার করা হত এবং এখন সেগুলো ধ্বংসস্তুুপ রুপে পড়ে আছে।এসব প্রাচীন নিদর্শন গুলো ভ্রমণ করলে অনেক কিছু সম্পর্কে জানা যায়। অনেক সভ্যতা সংস্কৃতি এবং আগের মানুষের জীবন যাপন গুলো উপলব্ধি করা যায়।সূত্রঃ বিস্তারিত পড়ুন....

আমার মতে আমাদের সকলের উচিত বাংলাদেশে পাওয়া এসব প্রাচীন নিদর্শন গুলো ভ্রমণ করা এবং এগুলো সম্পর্কে জ্ঞান আহরণ করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো পোস্টে। আমার পোস্ট টি পড়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।

Sort:  
 2 years ago 

ময়নামতি সম্পর্কে সুন্দর বর্ণনা করেছেন। আমার ও ময়নামতি জাদুঘরে যাওয়া হয় নি। সুন্দর ছবি তুলেছেন। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub75 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 2 years ago 

আমারও কখনো ময়নামতি জাদু ঘরে যাওয়া সম্ভব হয়নি।তবে ইচ্ছে আছে জীবনে একবার হলেও এই দর্শনীয় জায়গা ভ্রমন করব। এই জাদু ঘরে অনেক কিছু দেখার মতো আছে। যা আমরা কখনো চোখ দেখিনি। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে ময়নামতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ময়নামতি যাওয়া হয়নি তবে প্রথমে ছবি থেকে ভেবেছিলাম এটা পাহাড়পুর অসাধারণ পোস্ট করেছেন শুভকামনা আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থান হলো ময়নামতি। ময়নামতি জাদুঘর নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই।ময়নামতি জাদুঘরে যাওয়ার খুব ইচ্ছে। সব মিলিয়ে ভাল লিখেছেন।

 2 years ago 

বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান যা সম্পর্কে আমরা অবগত নই৷ আবার জানলেও কখনও যাওয়া হয় নাই৷ এই সকল জায়গা ঘুরতে পারলে অমেক কিছু জানাও হইতো দেখাও হইতো।

 2 years ago 

কুমিল্লার ময়নামতিতে কখনো যাওয়া হয়নি। তবে আপনার বিবরণ শুনে যেতে ইচ্ছা করছে। জাদুঘরের নিদর্শনগুলো অনেক প্রাচীন।