হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহতালা অশেষ রহমতে আমিও ভাল আছি। আমাদের সবার প্রিয় কমিউনিটি Steem For Tradition সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি Steem For Tradition আমার প্রথম পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আমার পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার প্রথম পোস্ট আপনাদের সাথে শেয়ার করা :
আজকের সকাল থেকে আবহাওয়াটা অনেক খারাপ। সব সময় বৃষ্টি আসতেছে আবার একটু পর চলে যাইতেছে। এরকম করে সকালবেলা পুরো সময়টা কেটে যায়। এরকম পানি হলে আমাদের গ্রাম বাংলার অনেক জমি জমা ফসলের ক্ষতি হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ছোট্ট পটলের জমি দেখার জন্য আমি রওনা দিলাম। আমাদের বাসা থেকে প্রায় ৭ থেকে ১০ মিনিট হাঁটলেই আমাদের পটলের জমিতে যাওয়া যায়। ঠিক তেমনিভাবে আমিও চলে গেলাম। সেখানে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি জমির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার সাথেই মিষ্টি কুমড়ার ফুল দেখতে পেলাম।

বৃষ্টির কারণে জমির চারদিক দেখতে অনেক মনোমুগ্ধকর হয়েছিল। সেটা চারদিকে দেখে অনুভব করতেছি তার পাশাপাশি কিছু ফটোগ্রাফি করেছিলাম।

ফটোগ্রাফির পাশাপাশি চারদিকে নিজেদের জমি একটু দেখা শুনা করলাম। তবে এবার কাঁচা মরিচ এর এতটা দাম যেটা বলার বাইরে। গরীব এর পেট এ লাথি মারেতেছে। আমরা সবকিছু চাষাবাদ করার পর ও কোনো রকম নায্য দাম পাই না। তবুও আমাদের করতে হয়।

জমিতে চারদিকে দেখার পর অবশেষে কোনো ক্ষতি না হওয়াতে আমি আবারও বাড়িতে আসার জন্য রওনা দিলাম। তবে রওনা দেওয়ার আগে

নিজেদের জমির সাথে নিজের একটা ছবি তুলে নিলাম। এরপর বাসায় চলে আসলাম।
আশা করি আমার কাটানো সেই ছোট পটল জমিটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে আজকের মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন।
সঠিকভাবে পটল চাষ করলে অনেক লাভজনক হওয়া যায়। বর্তমানে বৃষ্টির কারণে প্রচুর পরিমানে পটলে ছত্রাকের আক্রমণ দেখা দিবে। তাই বলতে চাই বৃষ্টি শেষ হলে কম্বি২ প্রতি লিটারে ১ মিলি করে দিয়ে স্প্রে করবেন।
আমাদের কমিউনিটির কিছু নিয়মাবলি:
আপনার জমিতে বেশ ভালোই গাছ লাগিয়েছেন আপনি।মিষ্টি কুমড়ার ফুলটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। দারুন লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
পটল ভাজি আমার খুবই পছন্দের খাবার, আপনাদের পটল জমি তো অনেক সুন্দর। সুন্দর ফটোগ্রাফি করেছেন। পটল চাষ অনেক লাভজনক। মিষ্টি কুমড়া গাছও লাগিয়েছেন নাকি? অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমাদের কমিউনিটিতে স্বাগতম জানাচ্ছি। পটল জমি নিয়ে অনেক সুন্দর লিখেছেন। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। পটল জমিতে আপনারা বিভিন্ন সবজি লাগিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটিতে আপনাকে স্বাগতম। কমিউনিটির নিয়মকানুন মেনে কাজ করার চেষ্টা করবেন। তবে ঐতিহ্য নিয়ে পোস্ট করতে হবে। এছাড়াও রান্নার রেসিপি, আর্ট, ড্রাফট ক্রিয়েটিভি এসব পোস্ট করবেন। সপ্তাহে অন্তত একটি ঐতিহ্য নিয়ে পোস্ট করবেন।
স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করি এখানকার সব নিয়ম কানুন মেনে পোস্ট করবেন। আপনাদের পটলের জমিতে অনেক ভালো পটল ধরেছে।