ডিজিটাল আর্ট | | একটি রাতের দৃশ্য

in Steem For Tradition2 years ago (edited)

আসসালামু আলাইকুম

আশা ক্রি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি ডিজিটাল আর্ট করেছি এবং সেটিই এখন আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক।

আমার আর্ট
Untitled23_20230914124305.png
আমি সবসময় নতুন কিছু করতে ভালোবাসি। এই ডিজিটাল আর্ট আমাদের কমিউনিটিতে তেমন কেউ পোস্ট করে না। নতুন একটা টপিক নিয়ে পোস্ট করার জন্যই আর্টটি করা। আজকে আমি একটি রাতের দৃশ্য অঙ্কন করেছি। যেখানে চাঁদের আলোতে একটি গাছের নীচে একটি ছেলে একজন মেয়েকে প্রপোজ করছে। তো চলুন আমার আর্টের ধাপগুলো ভালোভাবে দেখে আসা যাক।

উপকরণ
  • একটি স্মার্টফোন
  • ibis Paint X এপস

ধাপ - ০১
Picsart_23-09-15_02-02-16-400.jpg
  • প্রথমে আমার মোবাইলে ibis Paint X এপস ওপেন করে আমার পছন্দমতো ৩:৪ এর একটি সাদা পেজ ওপেন করলাম।

ধাপ - ০২
Picsart_23-09-15_02-02-36-698.jpg
  • তারপর আমি যেহেতু রাতের দৃশ্য অঙ্কন করবো তাই আকাশটাকে ডার্ক ব্লু রঙ করে নিলাম। রাতের আকাশের জন্য এই রংটাই আমার ভালো লাগে।

ধাপ - ০৩
Picsart_23-09-15_02-03-09-823.jpg
  • এরপর আকাশের উপরের অংশটাকে হালকা করে আরো একটু ডার্ক করে দিলাম এবং নীচের অংশে কালো রঙ করলাম। কেননা চাঁদের বিপরীতে মাটিকে কালোই দেখা যাবে।

ধাপ - ০৪
Picsart_23-09-15_02-03-49-796.jpg
  • তারপর বাম পাশে একটা বড় গাছ ও গাছের ডালপালা অঙ্কন করলাম এবং গাছের নীচে ও পুরো মাটিতে কালো রঙের ঘাস অঙ্কন করলাম।

ধাপ - ০৫
Picsart_23-09-15_02-04-22-459.jpg
  • এরপর গাছের ডালপালাগুলোর উপর ভালো করে গাছের পাতা অঙ্কন করে নিলাম। পাতা অঙ্কন করার পর গাছটাকে দেখতে আগের চেয়ে সুন্দর লাগছে।

ধাপ - ০৬
Picsart_23-09-15_02-04-59-313.jpg
  • এরপর গাছের পাতার আড়ালে মাঝারি আকারের একটা চাঁদ অঙ্কন করলাম। চাঁদটাকে এমনভাবে অঙ্কন করলাম যেনো দেখে মনে হয় গাছের আড়ালে আছে চাঁদটা। এরপর চাঁদের চারপাশে একটু ব্লার করে দিলাম।

ধাপ - ০৭
Picsart_23-09-15_02-05-24-871.jpg
  • আমার অঙ্কনের এই ধাপটা সবচেয়ে সুন্দর, কঠিন ও সময় লেগেছে অনেক বেশী। এইবারে আমি গাছের নীচে চাঁদের সোজা বরাবর একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করছে এমন একটি দৃশ্য অঙ্কন করলাম। এটাতে আমার অনেকবার ভুল হয়েছিলো। এই ধাপটা এগোতে আমার ১০-১৫ মিনিট সময় লেগে গেছে।

ধাপ - ০৮
Picsart_23-09-15_02-06-11-293.jpg
  • এরপর ছেলেটা যে মেয়েটাকে প্রপোজ করছে হাতে হাত রেখে তাদের দুইজনের হাতের মাঝখানে একটি লাভ অঙ্কন করে দিলাম এবং আকাশে ছোট ছোট অনেকগুলো তারা অঙ্কন করলাম। আকাশে তারা না থাকলে রাতের আকাশ রাতের আকাশ ফিল আসে না।

ফাইনাল আউটপুট
Untitled23_20230914124305.png
  • সবশেষে আমি আমার আর্টটাকে আমার মোবাইলে সেভ করে নিলাম আর আমি আমার আর্টের ফাইনাল আউটপুটটা পেয়ে গেলাম।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে💙
Sort:  
 2 years ago 

আপনি বেশ চমৎকার একটি ছবি অংকন করেছেন। রাতের বেলা এত সুন্দর একটি কাপল এর ছবি তুলে ধরেছেন। এভাবে অংকন করা যায় জানতাম না আগে। আধুনিক যুগে প্রবেশ করে আমরা নতুন নতুন পদ্ধতি খুজে পাচ্ছি। আপনি ধাপে ধাপে অংকন করেছেন ছবিটি।আপনার এই পোস্ট এর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ খুব চমৎকার একটি ডিজিটাল হাট করেছেন ভাইয়া। ডিজিটাল আর্টের রাতের দৃশ্য গুলো খুবই চমৎকার হয়। আরো দৃশ্যের মাঝে কাপল দুটি যুক্ত করার জন্য খুবই চমৎকার লাগতেছে। ডিজিটাল আর্ট গুলো এমনিতেই আমার খুব ভালো লাগে। এছাড়াও আর্টের ধাপ গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ডিজিটাল আর্টগুলো বরাবর এ দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া আপনার তৈরি করা ডিজিটাল আর্টটি অনেক সুন্দর হয়েছে। অনেক সময় ব্যয় করার পর অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাহ্ চমৎকার দৃশ্যই তো দেখছি অঙ্কন করেছেন। আমার কিন্তু ডিজিটাল আর্ট দেখতেই বেশ ভালোই লাগে। আর আপনার করা ডিজিটাল আর্টের মাধ্যমে রাতের দৃশ্যের কিন্তু কোন তুলনাই হয় না। অসাধারন একটিভিটিজ ভাইয়া। শুভ কামনা রইল আপনার প্রতি।

 2 years ago 

এরকম পোস্ট দেখলে আসলেই ভাই ভালো লাগে। ডিজিটাল আর্ট এর মাধ্যমে আপনি একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন আর তা হল একটি ছেলে একটি মেয়েকে রাতের বেলা প্রপোজ করতেছে। আকাশে উপরে একটি চাঁদ রয়েছে পাশে একটি গাছ কি সুন্দর একটা মুহূর্ত এরকম মুহূর্ত সবাই চায়। দারুন একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 2 years ago 

আপনি ডিজিটাল আর্টে বেশ ভালো পারদর্শী বলে হচ্চে। এর আগেও আলনার ডিজিটাল আর্ট আমরা পেয়েছি। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে এই আর্ট করার নিয়ম গুলো দেখিয়ে দিয়েছেন যা আমার কাছে অনেক সহজ পদ্ধতি মনে হয়েছে। অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য।