ঐতিহ্যবাহী পোষাক পাঞ্জাবি || ২২ এপ্রিল ২০২৩

in Steem For Tradition2 years ago
​🇪​​🇮​​🇩​ ​🇲​​🇴​​🇧​​🇦​​🇷​​🇦​​🇰​


আসসালামু আলাইকুম।আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে ঐতিহ্যবাহী পোষাক পাঞ্জাবি নিয়ে কিছু কথা শেয়ার করব।

কভার ফটো


ক্যানভা দ্বারা তৈরি

পাঞ্জাবি পরতে ভালোবাসেনা এমন ছেলে কম আছে। প্রাচীনতম কয়েকটি পোষাকের মধ্যে পাঞ্জাবি একটি অন্যতম। প্রাচীনকাল থেকে আমাদের পুরা বিশ্বে এই পাঞ্জাবি ব্যবহার হয়ে আসছে।ইসলামি দৃষ্টিকোণ থেকে পাঞ্জাবি পরা সুন্নাত। বিয়ে বাড়ি থেকে শুরু করে অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই পাঞ্জাবি পরেনা এমন মানুষ কম খুজে পাওয়া যাবে। পাঞ্জাবি শুধু মুসলিমরা পরে এমনটা না। বিশ্বে যত জাতি আছে সবাই এই পাঞ্জাবি পরে থাকে। বিয়ে থেকে শুরু করে অনেক সামাজিক অনুষ্ঠানে মানুষ এই পাঞ্জাবি পরে থাকে। পাঞ্জাবির ইতিহাস অনেক পুরাতন।

পাঞ্জাবী বস্ত্রাদি বলতে মূলত পাঞ্জাব অঞ্চলের ঐতিহ্যবাহী পরিধেয় পোশাককে নির্দেশ করা হয়। প্রাচীন পাঞ্জাব বিহার অঞ্চলের মানুষ সুতির পোশাক পরতেন। এই থেকে পাঞ্জাবির একটা প্রচলন হয়ে থাকে। তবে আরো অতীতে হয়ত এর নাম অন্যকিছু ছিলো।পাঞ্জাবি ছাড়া ছেলেদের উৎসব যেন জমেই উঠে না। ইতিহাস এবং সংস্কৃতির ছোয়া রয়েছে এই পোষাকে।পাঞ্জাবিতে রয়েছে যুগ যুগ ধরে চর্চা হয়ে আসা ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির। আমাদের দেশে অনেক প্রকার পাঞ্জাবি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো খাদি পাঞ্জাবি, জামদানী পাঞ্জাবি, সুতি পাঞ্জাবি অন্যতম। বাংলাদেশের বেশ কিছু কম্পানি ভালো মানের পাঞ্জাবি বানিয়ে থাকে।


তার মধ্যে অন্যতম হলো আড়ং ডেইরী, রিচ ম্যান, ইজি, ব্লুড্রিম, ইয়োলো ইত্যাদি ব্রান্ড সমূহ। কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দাম অনেক কমবেশি হয়ে থাকে।বাংলাদেশের সবথেকে ভালো মানের পাঞ্জাবি জামদানী কাপড়ের হয়ে থাকে। একটি জামদানি পাঞ্জাবি কিনতে গেলে প্রায় ৬০০০ টাকা খরজ করতে হবে। একটি ভালো মানের কটোন কাপড়ের পাঞ্জাবির দাম পড়ে প্রায় ৩০০০ টাকা। তেমনি আরো অনেক উন্নত মানের কাপড়ের পাঞ্জাবি বানিয়ে থাকে আমাদের দেশের পাঞ্জাবি ব্রান্ড গুলো।


অনেকে আবার কাপড় দিয়ে পাঞ্জাবি দর্জির কাছে থেকে বানিয়ে নিয়ে থাকে। আমাদের দেশের পাঞ্জাবি একটা বড় অংশ ব্যবহার করে থাকে মাদ্রাসার ছেলেরা।আর এই মাদ্রাসার বেশির ভাগ পাঞ্জাবি তারা একটু ভিন্নধর্মীয় বানিয়ে থাকে। আমাদের দেশে সাধারণত অনেক প্রকার পাঞ্জাবির ডিজাইন পাওয়া যায়। এর মধ্য মধ্যখানে বাটন এইটা খুব জনপ্রিয়। আবার ঘাড়ে বাটন দিয়ে এক প্রকার পাঞ্জাবি বানানো হয়ে থাকে। এক প্রকার পাঞ্জাবি আছে যা পরলে খান্দানি একটা ভাব চলে আসে এই পাঞ্জাবির নিচের অংশে ফাড়া থাকে। এই পাঞ্জাবি দেখতে অনেক সুন্দর।

পাঞ্জাবি সবথেকে বেশি পরা দেখতে পাওয়া যায় জুমার নামাজের দিন আবার ঈদের নামাজের দিন। আজকে ঈদুল ফিতরের দিন সবথেকে বেশি লোকের গায়ে এই পাঞ্জাবি দেখতে পাওয়া যায়। সারা বছরে দেশের পাঞ্জাবি তৈরির কম্পানি গুলো যত পাঞ্জাবি বিক্রি করে তার ৯০ ভাগ পাঞ্জাবি বিক্রি হয়ে থাকে ঈদের সময়। পাঞ্জাবি পরতে সকল বয়সের লোক ভালোবাসে।


এই ছিলো আমার আজকের আলোচনার বিষয়। আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ

ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর
ছবি তোলার সময়সকাল ৯ টা
Sort:  
 2 years ago 

প্রথমেই জানাই ঈদ মোবারক ভাই, পাঞ্জাবি মুসলমানদের ঐতিহ্য বাহী পোষাক। আপনি পাঞ্জাবি নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই 🥰

 2 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই।

 2 years ago 

ঈদ মোবারক ভাই। মুসলমানদের নামাজের জন্য ঐতিহ্যবাহী কাপড় হচ্ছে পাঞ্জাবি।আর এই পাঞ্জাবি ঈদের দিনে ছোট বড় সবাই পড়ে।আপনি পাঞ্জাবি নিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন ভাই। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঈদ মোবারক ভাই। পাঞ্জাবি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই পাঞ্জাবি আমাদের ঐতিহ্য। পাঞ্জাবি নিয়ে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোবারক। পাঞ্জাবি হলো মুসলিম ধর্মাবলম্বী অর্থাৎ আমাদের একটি ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাক ছোট থেকে বৃদ্ধা বয়স পর্যন্ত সবাই পড়তে পারে। পাঞ্জাবি নিয়ে সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ মামু। সুন্দর মমন্তব্য করেছেন।

 2 years ago 

ইদ মোবারক এবং ইদের দিনে পাঞ্জাবি নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আপনার ছবির বাচ্চা দুইজন মাশাআল্লাহ খুব সুন্দর। আপনি ঠিকই বলেছেন ইদের সময় অনেক পাঞ্জাবি বিক্রি হয় যা সারা বছরে বিক্রি হয় না। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু।

 2 years ago 
DescriptionInformation
Club StatusClub100✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

 2 years ago 

ঈদ মোবারক ভাই। ঈদের সাথে পাঞ্জাবির কেমন যেন একটা সুসম্পর্ক রয়েছে। ঈদের দিন সকালে সবাই নতুন পাঞ্জাবি পড়ে নামাজ পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পাঞ্জাবি ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বরাবর আপনার মন্তব্য থেকে অনুপ্রেরণা পাই ভাই। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মোর এ একটা গিফট দাও ☺️☺️☺️ অবশ্য দেখতে ভালোই লাগছিলো। সুন্দর লিখেছেন আপনি আমাদের দেশের ঐতিহ্য নিয়ে। ধন্যবাদ

 2 years ago 

আপনারে তো কিনে দিতে চাইলাম নেন নাই আপনি ভাই।

 2 years ago 

সেই প্রাচীনকাল থেকেই মানুষ এই পাঞ্জাবী ব্যবহার করে আসতেছে। দেখা যায় যে বিশেষ করে ভারতবর্ষের লোকজন এই পাঞ্জাবিটি সবথেকে বেশি ব্যবহার করে ।পাঞ্জাবি নিয়ে খুব সুন্দর লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।