Song review 🎶 || Behula by Shunno band ♥

in STEEM FOR TRADITION4 years ago

গান রিভিউ
বেহুলা
৭ই এপ্রিল ২০২১

আমার প্রিয় স্টিমিয়ান ,
কেমন আছেন সবাই??
আশা করি সবাই ভাল আছেন।
আমি @adz-labib আছি আপনাদের সাথে।
আজ আমি আসছি গান রিভিউ নিয়ে। আজ আমি রিভিউ করব বাংলাদেশের এই সময়ের সবচেয়ে ভাইরাল গান, "বেহুলা "

রিলিজ হওয়ায় পর থেকে গানটি শুন্য ব্যান্ডের ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে প্রায় ৮.৭ মিলিয়ন। ফেইজবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে অসংখ্য বার। বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে নানা রকম রিভিউ। তাই আর কি আমিও চলে এলাম রিভিউ দিতে। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক

images.jpeg

source

গান সম্পর্কিত তথ্য

ক্রমিক নংতথ্যনাম
০১শিল্পীইমিল
০২গীতিকারতানভীর চৌধুরী
০৩ব্যান্ডশুন্য
০৪রিলিজ২০২১
০৫প্রযোজকসরকার রেজা
০৬এনিমেশনঅন্তিক এনিমেটেড স্টুডিও

গানের ইউটিউব লিংক

source

  • গানটি শুন্য ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।
  • মাত্র দুই সপ্তাহে গানটির বিউ হয়েছে ৮.৭ মিলিয়ন।
  • তাছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক লাখ শেয়ার করা হয়েছে গানটি।

গানের লিরিক্স

ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোন সুরে

ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা

ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালবাসে
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে

ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা

কালো মেঘে ডুবল আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
কালো মেঘে ডুবল আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি

ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা

source

images (1).jpeg

  • শুন্য বেন্ডের সদস্যরা
    source

গান সম্পর্কিত আমার মুল্যায়ন

বিভিন্ন ক্যাটাগরিমোট নাম্বাররিভিউ নাম্বার
লিরিক্স১০১০
ভোকাল১০০৯
মিউজিক১০০৯
সাউন্ড১০১০
এনিমেশন , কোরিওগ্রাফি১০০৭

অতএব আমার দেওয়া ৫টি ক্যাটাগরিতে মোট ৫০ নম্বরের মধ্যে আমি গানটি কে দিয়েছি ৪৫ নম্বর।


  • গানটির লিরিক্স ছিল অসাধারণ। বিশেষ করে আমার কাছে আনকমন লেগেছে পৌরাণিক একটি কাহিনীকে আধুনিকতায় মিশিয়ে নেয়া।

  • মিউজিক ছিল একদম ফাটাফাটি।

  • সাউন্ড ও অসাধারণ ছিল। শুন্যের কাছ থেকে অবশ্য সবসময়ই এটা ভাল পেয়ে থাকি।

  • কিন্তু এনিমেশন টাইপ ভিডিও টা ছিল অনেকটাই বাচ্চাদের কার্টুন টাইপের।

  • গানের মধ্যে একটা তাড়াহুড়া ভাব ছিল, মনে হয় এডিটিং এ স্পিড টা একটু বেশি হয়ে গেছে।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি সবাই আমার সাথে থাকবেন।

Cc:- @steemcurator01, @steemitblog
@buming04
@art-bangladesh
@oppongk
♥ Thanks to all of you ♥

@adz-labib

1613311547884.png

Sort:  
 4 years ago 

It's really amazing that you have presented the song so beautifully

thank you

 4 years ago 

Beautiful review brother,,,,

thank you my dear