ডায়েরি গেম - ২৭ জুন-শুক্রবারে খুবই সুন্দর একটি দিন কাটানোর সময় এর গল্প।

in Steem For Bangladeshyesterday
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Steem For Bangladesh সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

হ্যালো বন্ধুরা 🤗

সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমত ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। আজকে আমি আপনাদের সবার মাঝে আমার নতুন একটি দিনের গল্প তুলে ধরলাম।

IMG_20250627_201107.jpg

শুক্রবার মানে খুবই মজার একটি দিন কারণ এই দিন ছুটির দিন তাই সবাই বাড়িতে একসাথে থাকে সবাই একসাথে বাড়িতে থাকলে অনেক আনন্দ করা যায় আবার শুক্রবারে মজার মজার খাবার খাওয়া যায় কারণ শুক্রবারে সবাই ভালো ভালো খাবার রান্না করে পরিবারের সবাই একসাথে খাওয়ার জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে সকালে নাস্তার জন্য আমাদের চা আর পরোটা তৈরি করা হয়েছে আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না তাই আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সবাই একসাথে বসে সকালের নাস্তা করি।
IMG_20250627_200850.jpg
সকালের নাস্তা শেষ হলে আমি আবার কিছুক্ষণ শুয়ে থাকি আজকে আমার মামা আমাদের বাড়িতে এসেছে তিনি আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে তাই আমরা সবাই একসাথে একসাথে আইসক্রিম খাই।

IMG_20250627_200727.jpg

কিছুক্ষণ পরে আমি রান্না ঘরে গিয়ে রান্না সকল কিছু গুছাতে শুরু করে দিলাম আজকে আমরা গরুর মাংস আলু দিয়ে রান্না করবো তার সাথে আরো কিছু সবজি রান্না করব তবে গরুর মাংস আলু দিয়ে রান্না করা হলে এদিক থেকে আমার অনেক বেশি ভালো লাগে সবকিছু গুছিয়ে দুপুরের রান্না শুরু করে দিলাম। রান্না শেষ হলে সবকিছু পরিষ্কার করে রেখে চলে গেলাম গোসল করে জোহরের নামাজ পড়ে নিলাম । অন্যদিকে আমার আব্বু মসজিদ থেকে আসার সময় আমাদের জন্য জিলাপি নিয়ে আসে। শুক্রবারে মসজিদে জিলাপি দেওয়া হয় এটি আমার বেশ ভালো লাগে।নামাজ শেষ হলে সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম গরুর মাংসের সাথে আমার কাঁচা মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে।
IMG20250627200626.jpg
খাওয়া-দাওয়া শেষ হল বিকেলে কিছুক্ষণ রেস্ট করতে চলে গেলাম। কিছুক্ষণ ঘুমানোর পর উঠে দেখি আসরের নামাজের সময় হলে আমি নামাজ পড়ে নিলাম। এরপর চলে গেলাম একটু বাহিরে হাঁটার জন্যে একটু যাওয়ার পর আমার একটা ফুফাতো বোনের সাথে দেখা হয় তার সাথে কথা বলতে বলতে আমাদের বাড়ির পিছনে মাঠের দিকে গেলাম গিয়ে দেখি বিকালে মাঠের দিকে তাকাতে খুবই ভালো লাগতেছিল তাই কিছুক্ষণ দুইজন একসাথে দাঁড়িয়ে কথা বললাম।
IMG_20250627_201107.jpg
সন্ধ্যা হয়ে এলে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম এসে আমার হাঁস মুরগী গুলোকে খাবার দিয়ে তাদের বাসায় ঢুকিয়ে দিলাম। এরপর চলে গেলাম অজু করে মাগরিবের নামাজ পড়ার জন্য নামাজ শেষ হলে সবাই একসাথে বসে চা খেলাম।

IMG_20250627_200945.jpg

একটু পরে দেখি আমার আব্বু আমার এক আঙ্কেল তো বাড়ি থেকে কিছু আম কিনে নিয়ে আসে। আম দেখতে বেশ বড় বড় ছিল এখন আমি সৃজন তাই আম অনেক বেশি পাওয়া যায় আম খেতেও বেশি ভালো লাগে তাই আমরা সবাই একসাথে বসে কিছু আম কেটে খেয়ে নিলাম।
IMG20250627200519.jpg
এরপর যে যার কাজে চলে গেলাম কিছুক্ষণ পরে আমি চলে গেলাম গরুর দুধ রান্না করার জন্য। আমার আম্মু একটু অসুস্থ তাই আমার আম্মুর জন্য আমরা প্রতিদিন গরুর দুধ নিয়ে আসি। তাই আমি গরুর দুধগুলো রান্না করে চলে গেলাম আসরের নামাজ পড়ার জন্য আমার এশার নামাজ পড়তে করতে রাত দশটা বেজে গেল। তাই নামাজ শেষ করে সবাই একসাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম।

IMG20250627200614.jpg

তো বন্ধুরা আজকের দিনটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার নতুন একটি পোস্ট নিয়ে ফিরে আসব।

আজকের জন্য বিদায়। Allah Hafez
Sort:  
 20 hours ago 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিস্কর্ড সার্ভারে জয়েন হতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism / AI Free
#steemexlusive
Bot Faspiyaree
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI >5x
Club StatusNo club
Period2025-07-05