স্ব-রচিত কবিতা || তারা আমাদের স্বপ্ন দেখায় ||

in Steem For Bangladesh8 months ago

আসসালামুয়ালাইকুম। আপনারা সবাই অবগত আছেন বিগত সপ্তাহে বাংলাদেশের কোমলমতি ছাত্ররা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে। তার পর থেকেই তারা আমাদেরকে আরও অবাক করে দিয়ে রাষ্ট্রের দায়িত্ব যেন নিজদের কাঁধে নিয়েছে। তারা ট্রাফিক কন্ট্রোল করছে, আবর্জনা পরিষ্কার করছে। তারা যেন দেশটাকেই আমূলে বদলে দেয়ার শপথ নিয়েছে। তাদের উৎসর্গ করে আমার এই কবিতা।

pexels-panditwiguna-3401403.jpg

Photo by Agung Pandit Wiguna


তারা আমাদের স্বপ্ন দেখায়

তারা চলতে পথে, আলোর সাথে
যাচ্ছে এগিয়ে।
তারা ঘুমন্ত এই জাতিকে আজ,
দিচ্ছে জাগিয়ে।
তাদের কোমল হাতে, বপন হচ্ছে
সচ্ছ সততা।
তারা আমাদের স্বপ্ন দেখায়,
গড়ে একতা।

তারা বনের ধারে, নদীর তীরে
করছে পরিষ্কার।
তারা দেশকে গড়বে স্বপ্নের মতো,
এটাই অঙ্গীকার।
তারা শ্যাওলা ধরা জাতির বিবেক,
করল মুছে ছাফ।
তারা আমাদের স্বপ্ন দেখায়,
এগুনোর আরেক ধাপ।

তারা কথায় নয়, কাজে বড়
যা চেয়েছিল কবি।
তারা দেশটাকে করবে সুন্দর,
যেন হাতে আঁকা ছবি।
তারা আজ ভোর এনেছে,
রাত পোহাল শেষে।
তারা আমাদের স্বপ্ন দেখায়
আমরা রয়েছি স্বপ্নের দেশে।

আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
Loading...