সকালের কুয়াশা শীতের আভাস

in Steem For Bangladesh5 months ago

আসসালামু আলাইকুম

বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালই আছে
আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে শীতের সকালের অভ্যাস।

ফজরের নামাজ পড়ে অনেক কুয়াশা পড়তেছে শীতের সকালের মতনই এবং ভোরে হালকা শীত পরতেছে।

1000008896.jpg

সকালের দৃশ্য।

কুয়াশার সকাল মানেই যেন এক শান্ত, স্নিগ্ধ ও মায়াময় পরিবেশ। যখন ভোরের আলো ধীরে ধীরে উঠতে শুরু করে, কুয়াশার চাদরে ঢেকে থাকা প্রকৃতি তখন এক অনন্য রূপ ধারণ করে। গাছের পাতাগুলোতে জমে থাকে ছোট ছোট শিশিরবিন্দু, যা সূর্যের আলোয় মুক্তার মতো ঝিলমিল করে ওঠে। পুরো পরিবেশটা যেন শান্ত হয়ে আসে, গাড়ির শব্দও যেন কুয়াশার ঘনত্বে মিশে গিয়ে দূরে কোথাও হারিয়ে যায়।

এমন সকালে হাঁটার আনন্দই আলাদা। কুয়াশার মধ্যে দিয়ে হাঁটলে মনে হয়, যেন এক মায়াবী জগতে পা রেখেছি, যেখানে প্রকৃতি নিজেকে ভিন্নভাবে সাজিয়ে তুলেছে। কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যেতে থাকে, আর তার নিচ থেকে জেগে ওঠে দিনের প্রাণবন্ততা।

কুয়াশার এই সকাল একদিকে যেমন আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়, তেমনি দিনের শুরুটাও করে তোলে একটু অন্যরকম।

1000008895.jpg

সকালের দৃশ্য ২

শীতের সকালের আভাস মানেই স্নিগ্ধ, কুয়াশায় মোড়ানো এক আবহ। ভোরের আলো তখনো পুরোপুরি ফুটে ওঠেনি, আর তীব্র ঠান্ডা হাওয়া শরীরের রোমকূপে এক মৃদু শিহরণ তোলে। মাঠে মাঠে কুয়াশার চাদর বিছানো, গাছের পাতাগুলোতে শিশিরবিন্দু জমে থাকে, যা সূর্যের আলো পড়লে মুক্তোর মতো ঝিকমিক করে ওঠে।

পাখিদের কুজন ধীরে ধীরে সকালের নীরবতা ভেঙে দেয়, আর পথের ধারে হালকা গরম ভাপ ওঠা চায়ের কাপে চুমুক দিতে ইচ্ছা করে। মানুষজন কাঁধে শাল গায়ে চাদর মুড়িয়ে হাঁটতে বের হয়, আর দোকানগুলো থেকে তন্দুর রুটি, পরোটা, হালুয়া-মুড়ির ঘ্রাণে মিষ্টি শীতের সকাল যেন আরও সুন্দর হয়ে ওঠে।

1000008897.jpg

সকালের কুয়াশার দৃশ্য।

সকালের কুয়াশা ভেজা সকালে প্রকৃতি যেন অন্য রকম সৌন্দর্যে ভরে ওঠে। সারা চারপাশে এক ধোঁয়াটে আভা, সবুজ ঘাসের উপর ক্ষুদ্র জলকণা মুক্তোর মতো ঝলমল করে। দূর থেকে সূর্যের আলো কুয়াশার ফাঁকে ফাঁকে ঢুকে প্রকৃতির এক মায়াবী রূপ তৈরি করে। এই সময়ে বাতাস ঠান্ডা থাকে, আর কুয়াশার আড়ালে পুরো পরিবেশটাই হয় নীরব আর মুগ্ধকর।

1000008891.jpg

সকালের দৃশ্য।

1000008892.jpg

ভেজা সকাল নিয়ে একটি কবিতা।

ভেজা সকাল, স্নিগ্ধ আলোয়,
ছড়ায় যেন মায়ার ঢেউ,
টুপটাপ বৃষ্টি ঝরে,
মাটির গন্ধ মাখে বায়ু।

সবুজ ঘাসে বিন্দু বিন্দু,
জমে থাকা শিশির কণা,
আলতো রোদে ঝলমলিয়ে,
বলে তুমি একা না।

পাখির ডাকে মনটা ভরে,
ঘন মেঘের চাদর টানে,
ভেজা মাটির ঘ্রাণে ঘোরে,
স্বপ্নেরা আজ মেলে ডানা।

বৃষ্টি শেষে মুগ্ধ ভোরে,
একাকী পথ কাঁপে হেসে,
ভেজা সকাল বুকে বাঁধে,
আনন্দের গান মন ভরে।

For work I use:


মোবাইল
redmi note 13
ফটোগ্রাফার
@romzan15
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
বন্ধুরা আজ এই পর্যন্তই আমাকে সাপোর্ট করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য গুলা।

ধন্যবাদ।

আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...