The dairy game। One hardworking day 21 June 2023
আজকে সকালে খুব ভালো বৃষ্টি হয়েছে তাই ঘুম হয়েছে ভাল।কিন্তু তবুও অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানে গিয়ে দেখলাম যেহেতু আমার দোকানের অন্যান্য ছেলেরা মোটামুটি প্রায় মাঝ রাত পর্যন্ত দোকানের ডেকোরেশন নিয়ে কাজ করেছে। তারা কেউ ঘুম থেকে ওঠেনি। তাদেরকে আর বিরক্ত করলাম না যেহেতু বেচাকেনা কেমন একটা নেই তাই তাদের কে একটু ঘুমোতে দিলাম। যেহেতু পাশাপাশি আমাদের দুইটা দোকান আমাদের কাপড়ের দোকান টা খুললাম এবং সেখানে বেচা কেনার উদ্দেশ্যে বসলাম।পাশাপাশি আমাদের দুইটা কাপড়ের দোকান ছিল বর্তমানে একটা দোকানকে আমরা জুয়েলারি দোকানের রূপান্তরিত করছি। দুই রকমের দুইটা দোকান থাকলে ব্যবসার জন্য এটা একটা ভালো হবে। পাশাপাশি দুইটা একই রকম দোকান থাকলে বেচাকেনা একটু কম হয়। সকালবেলা গিয়ে রাত্রে যতটুকু ডেকোরেশন কমপ্লিট হয়েছে সেই জায়গায় আমাদের প্রোডাক্টগুলো আবার গোছানোভাবে সাজানো শুরু করেছি।অনেকগুলো মুক্তার মালা পাথরের মালা এবং পুতির মালা সংগ্রহ করা হয়েছে নতুন দোকানের জন্য। যেই পুতির মালা এবং মুক্তার মালা গুলো রেডি করা ছিল সেগুলোর জন্য আলাদা করে নতুন থাক তৈরি করা হয়েছে। সেখানে পুতি এবং মুক্তার মালা গুলো সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও দোকানের জন্য নিয়ে আসা হয়েছে নানান রকমের রংবেরঙের হাতের ব্রেসলেট। দোকানে ইউনিট এবং সবচাইতে নতুন জিনিস যদি সংগ্রহ করা হয় তাহলে বেচাকেনা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কেন্দ্র করে আমরা চেষ্টা করেছি নতুন নতুন সব প্রোডাক্ট আমাদের দোকানে নিয়ে আসার।
আজকে সকাল থেকেও রৌদ্র ঝলমল দিন ছিল। একদম ভোরবেলা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে আবার রোদ্দুর ঝলমল দিন শুরু হয়েছিল। কিন্তু বারোটা পার হওয়ার পর থেকে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টি চলেছে মোটামুটি আছরের পর পর্যন্ত। আর এইদিকে দোকানের ডেকোরেশন এর কাজ এখনো পরিপূর্ণভাবে শেষ হয়নি। যেহেতু দুইটাই কাপড়ের দোকান ছিল এক দোকানের কাপড়ের প্রত্যেকটা জিনিস অন্য দোকানের নিয়ে যেতে হবে। সেই সাথে আবার নতুন করে যেই জুয়েলারি আইটেমগুলো দিব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাক তৈরি করে সেখানে জুয়েলারি আইটেমগুলো সাজাতে হবে। নতুন করে লাইটিং এর ব্যবস্থা করতে হবে কারণ কাপড়ের লাইটিং এবং জুয়েল এর দোকানের লাইটিং এর মধ্যে পার্থক্য রয়েছে। এই সবকিছু মিলে মোটামুটি দুই তিন দিন ধরে একটা ঝামেলা দিন চলছে। আজকের দিনের মধ্যেও সারাদিন কাছে করে দোকানের পরিপূর্ণভাবে গুছিয়ে নিয়ে আসতে পারেনি। এখনো পর্যন্ত অনেকগুলো কাজ বাকি রয়েছে। আর কোরবানির পরবর্তিতে যে পর্যটক গুলো আসবে তাদের কাছে বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে মালা তৈরি করতে হবে। সন্ধ্যার পর থেকে মোটামুটি আমরা সবাই বসে পড়েছি মালা তৈরি করার জন্য। কারণ এখন বৃষ্টি পড়েছে প্রচুর কাস্টমার তেমন একটা ছিল না অবসর সময়ে বসে আমরা সবাই মালা গেঁথেছি। দীর্ঘদিন পর মালা গাতে বসে খুবই ভালো লাগলো। এভাবেই মোটামুটি আজকের দিন অতিক্রম হয়ে গেল।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ।
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.